ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: খাস কলকাতায় ফের যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। জোকা ইএসআই হাসপাতালের সামনে থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ (Deadbody Recovered)। জানা গেছে, বুধবার সকালে ঠাকুরপুকুর জোকা ইএসআই হাসপাতালের (Joka ESI Hospital) ভিতরে চারতলা বিল্ডিং-এর নিচে রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে ঠাকুরপুকুর থানার পুলিশ।
রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। যুবক এর মুখের একটা দিক থেঁতলানো অবস্থায় রয়েছে (Deadbody Recovered)। কে এই ব্যক্তি কিভাবে মৃত্যু হল বা ইএসআই হসপিটালেই বা কিভাবে সে আসলো সেটা নিয়ে উঠছে প্রশ্ন। হাসপাতালের সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। হাসপাতাল চত্বরে মোতায়েন ঠাকুরপুকুর থানার পুলিশ। সাতসকালে হাসপাতাল চত্বরে যুবকের মৃতদেহ উদ্ধারে উত্তেজনা খাস কলকাতায়।
আরও পড়ুন: আদালতের নির্দেশে রবীন্দ্র-সুভাষ সরোবরে বন্ধ ছটপুজো, গেটের সামনে ব্যারিকেড-টাঙানো ফ্লেক্স
আরও পড়ুন: যৌন নির্যাতনের যন্ত্রণায় জেরবার বাংলা! প্রশ্নের মুখে নারী নিরাপত্তা
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম, রৌনক ভট্টাচার্য। ২৯ বছরের যুবক মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। বেহালা থানার অন্তর্গত পুটিয়ারি রোডের বাসিন্দা ছিলেন তিনি। মঙ্গলবার রাতে বেহালা থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকেরা। হঠাৎ আজ ইএসআই হাসপাতালের চারতলা বিল্ডিংয়ের পিছনে যুবকের রক্তাক্ত দেহ দেখতে পান কর্মীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ঠাকুরপুকুর থানার (Thakurpukur PS) পুলিশকে। দেহটি উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন: স্বামী-স্ত্রীর বিবাদ মেটানোর প্রতিশ্রুতি দিয়ে গণধর্ষণ! ভিডিয়ো করে হুমকি দেওয়ারও অভিযোগ
পুলিশের প্রাথমিক অনুমান, এই যুবক হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর কিছু শারীরিক সমস্যাও ছিল। শিরদাঁড়ায় যন্ত্রণা এবং চাকরি না পাওয়ার জন্য মানসিক অবসাদে ছিলেন তিনি।