Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি ‘ডিয়ার মা’ (Dear Maa) ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। একদিকে যেমন এক মায়ের সন্তান হারানোর গল্প অন্যদিকে এক মেয়ের মায়ের কাছে ফিরে যাওয়ার ইচ্ছা। সবটা মিলেমিশেই তৈরি হয়েছে ‘ডিয়ার মা’ (Dear Maa) ছবি। ‘ডিয়ার মা’ ছবির জন্য অনিরুদ্ধ রায় চৌধুরীকে (Aniruddha Roy Chowdhury) শুভেচ্ছা জানালেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ডিয়ার মা ছবিটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। ছবি নিয়ে কী বললেন অমিতাভ বচ্চন?
শুভেচ্ছা বার্তা (Dear Maa)
‘ডিয়ার মা’ (Dear Maa) ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করছেন জয়া আহসান (Jaya Ahsan)। মায়ের থেকে সন্তান দূরে গেলে কেমন অনুভূতি বা কতটা কষ্ট তা ফুটে উঠেছে অভিনেত্রীর অভিনয়ে। ছবির ট্রেলার অনেকের চোখে জল এনে দিয়েছে। এই ছবি নিয়ে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) অনিরুদ্ধকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে । তিনি ছবির ট্রেলার লিংক শেয়ার করে লিখেছেন, ” টোনিদা…..মাই উইশেস অলওয়েস”!
আগে কাজ করেছেন (Dear Maa)
অনিরুদ্ধ রায় চৌধুরীর (Aniruddha Roy Chowdhury) পরিচালনায় এর আগে পিংক (Pink) ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। অমিতাভের এই শুভেচ্ছা জানানোর জন্য দর্শকদের মধ্যে ছবিটিকে নিয়ে কৌতুহলের পারদ এখন তুঙ্গে। তাছাড়া ছবিটির ট্রেলার ছিল অসামান্য। যা দর্শকদের আগ্রহ বাড়ি দিয়েছে পুরো সিনেমাটি দেখার জন্য। ‘ডিয়ার মা’ (Dear Maa) মুক্তি পাচ্ছে ১৮ জুলাই।
আরও পড়ুন: Swastika Dutta: চোখে অসহ্য যন্ত্রণা, ভূতের হোটেলে গুরুতর আহত স্বস্তিকা!
মা মেয়ের সম্পর্ক
মায়ের কাছ থেকে মেয়ের দূরে যাওয়ার কাহিনী। অন্যদিকে মেয়ে মায়ের কাছে ফিরতে যাওয়ার গল্প। অর্থাৎ একদিকে এক মায়ের বাচ্চাকে হারানোর কষ্ট, অন্যদিকে এক সন্তানের মায়ের কাছে ফেরার অদম্য ইচ্ছা। ট্রেলারে দেখা যায়, মায়ের ভূমিকায় জয়া আহসান (Jaya Ahsan), তিনি সন্তানের প্রতি অত্যন্ত স্নেহশীলা। কিন্তু তাঁর মেয়েকে বারবার বলতে শোনা যায়, “আমি আমার মায়ের কাছে যাব।” মায়ের মত স্নেহডোরে বেঁধে রাখার আপন প্রচেষ্টা চালিয়ে যায় মাও। কিন্তু তাঁর মেয়ে তাঁর থেকে পালিয়ে বেড়ায়। একদিন হঠাৎ মেয়েটি স্কুল থেকে বাড়ি ফেরে না। মা মেয়ের খোঁজ পেতে পুলিশ স্টেশনে পৌঁছায়। পুলিশ অফিসারের ভূমিকায় থাকে শ্বাশত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। কী, কিছু বুঝতে পারছেন না তাই তো? আসলে সন্তানটি ছিল দত্তক নেওয়া। সে তাঁর আসল মায়ের কাছে ফিরে যেতে চায় । আর এই নিয়েই তৈরি গল্প।
আরও পড়ুন: Ramayana: দেবতা-অসুরের যুদ্ধে কাঁপবে মাটি, হলিউডি কায়দায় আসছে ‘রামায়ণ’ !
খুশি ছবি নির্মাতারা
‘ডিয়ার মা’ ছবির জন্য অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) শুভেচ্ছা বার্তা দর্শকদের ছবির প্রতি আগ্রহ বাড়িয়ে দিয়েছে শুধু তাই নয়, সাথে এই ছবির নির্মাতারাও ভীষণ খুশি। বিশেষ করে অমিতাভের কাছে থেকে শুভেচ্ছা বার্তা পাওয়া যাবে, এটা যেন তাঁরা ভাবতে পারেননি। পরিচালক পাল্টা অমিতাভ বচ্চনকে জানান, ‘এর থেকে ভালো কিছু হতে পারে না, আপনার কাছ থেকে আশীর্বাদ পাওয়া জন্য ধন্যবাদ স্যার’। ‘ডিয়ার মা’ ছবিতে মা কি জিততে পারবে? সে কি পারবে তাঁর সন্তানকে নিজের কাছে ফিরিয়ে আনতে? উত্তর রয়েছে ছবিটিতে।