Last Updated on [modified_date_only] by Megha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আমেরিকার টেক্সাস প্রদেশে হড়পা বানে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে(Texas Flash Floods)। রবিবার সকাল পর্যন্ত (ভারতীয় সময় অনুসারে) জলে ভেসে কমপক্ষে ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে ১৫ জনই শিশু। নিখোঁজের সংখ্যাও আরও বৃদ্ধি পেয়েছে। উদ্ধারকাজে নামানো আপৎকালীন পরিষেবা দফতরের ৮৫০ জনকে। কেউ গাছে বা কোনও নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন কিনা, তা দেখতে নদীর আশপাশে টহল দিচ্ছে হেলিকপ্টার।
বর্ষণে বিধ্বস্ত টেক্সাস (Texas Flash Floods)
শুক্রবার থেকেই লাগাতার প্রবল বর্ষণে বিধ্বস্ত আমেরিকার টেক্সাসের বিস্তীর্ণ এলাকা(Texas Flash Floods)। ওই প্রদেশের দক্ষিণ-পশ্চিমে গুয়াদুলুপে নদীতে হড়পা বান আসায় জলের তোড়ে ভেসে যান বহু মানুষ। শনিবার সংবাদসংস্থা থেকে জানা যায়, ২৪ জনের দেহ উদ্ধার হয়েছে। কিন্তু, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভয়াবহ চিত্র সামনে আসতে শুরু করে। একইসঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যাও।সপ্তাহান্তে ‘সামার ক্যাম্প’করতে নদীর ধারে ছিল স্কুলের ছাত্রীরা। জলের তোড়ে ভেসে যায় অনেকেই। খোঁজ পাওয়া যায়নি ২৭ জনের। ২৭ জন ছাত্রী ছাড়াও নিখোঁজ এখনও অনেকেই।

নদীর জলস্তর বাড়ছে (Texas Flash Floods)
কয়েক দিন ভারী বৃষ্টি হচ্ছিল টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে(Texas Flash Floods)। শুক্রবার টেক্সাসের দক্ষিণ-পশ্চিম দিকে নাগাড়ে ভারী বর্ষণের জেরে মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপে নদীর জলস্তর ২৬ ফুট (৮ মিটার) বৃদ্ধি পায়। টেক্সাস প্রশাসনের তরফে জানানো হয়েছে, নদীর জলস্তর অল্প সময়ে এতটা বেড়ে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেননি।বন্যার সতর্কতাও সঠিক ভাবে দেওয়া হয়নি বলে স্বীকার করে নিয়েছে টেক্সাস প্রশাসন।ফলে আচমকা বন্যায় বিপর্যস্ত সেখানকার জনজীবন।
অপ্রত্যাশিত বন্যায় দিশেহারা মানুষ (Texas Flash Floods)
শুক্রবার ভোর থেকেই বন্যা শুরু হয়েছিল(Texas Flash Floods)। আচমকা এই বন্যায় কিছু বুঝে ওঠার আগেই অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। কের কাউন্টির বিচারক রব কেলি বলেন, ‘নদীর জল যতটা দ্রুত বেড়েছে, কেউ তা আশা করেনি। কেউ এটা আঁচ করতে পারেনি।’ আকস্মিক এই বন্যায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলেও জানান তিনি। এই অপ্রত্যাশিত বন্যা সম্পর্কে আগেভাগে কোনও সতর্কতা পাওয়া যায়নি। ফলে খুব দ্রুতই গুয়াদালুপে নদীর জল বিপদসীমার উপরে চলে যায়। এখনও পর্যন্ত ২৩৭ জন স্থানীয়কে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ শিশুদের এখনও খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে অভিযান চলছে।

যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ (Texas Flash Floods)
এখন পর্যন্ত ৮৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন রাতভর জল বাড়তে থাকায় গাছ ও ছাদে আশ্রয় নিয়েছিলেন(Texas Flash Floods)। শুধু তাই নয়, অল্প সময়ের মধ্যে প্রায় প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় নদীর জল দ্রুত ২৯ ফুট বেড়ে গিয়েছিল।বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি এই উদ্ধার অভিযানে নামানো হয়েছে ১২টি ড্রোন। নিখোঁজদের খুঁজে পেতে যুদ্ধ গতিতে চলছে অভিযান।
বিপর্যয় পরিস্থিতি ঘোষণা (Texas Flash Floods)
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এই ঘটনার পর হোয়াইট হাউসের কাছে বিপর্যয় পরিস্থিতি ঘোষণার আর্জি জানান(Texas Flash Floods)। তাঁর সেই আর্জি মেনে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।তাঁর আর্জি মেনে জরুরি পদক্ষেপের আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইতিমধ্যেই ট্রাম্প এবং আমেরিকার ‘ফার্স্ট লেডি’ মেলানিয়া ট্রাম্প এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তাঁরা।
