ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ দেবলীনা কুমারের জন্মদিন (Debalina Birthday)। তবে অভিনেত্রীর জন্মদিন আজ হলেও বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গিয়েছে জন্মদিনে উদযাপন। স্বপরিবারে মিলে জন্মদিনে পালন করছেন অভিনেত্রী। তবে এই বিশেষ দিনে নিজের স্ত্রীকে কি উপহার দিলেন গৌরব চট্টোপাধ্যায়? কি রয়েছে আজ রাতের প্ল্যান?
দেবলীনার জন্মদিন (Debalina Birthday)
তারিখ টা ৬ ডিসেম্বর। আজ অভিনেত্রী দেবলীনা কুমারের জন্মদিন (Debalina Birthday)। এই বিশেষ দিনে পরিবারের সঙ্গে সময় কাটাতে প্রত্যেকেই বেশি পছন্দ করে। তবে দেবলীনাও তার ব্যতিক্রম নন। বৃহস্পতিবার রাত থেকেই পালন করা হচ্ছে অভিনেত্রী দেবলীনা কুমারের জন্মদিন। আত্মীয়-স্বজন, পরিবার-পরিজন সকলেই জন্মদিনের শুভ কামনা জানিয়েছেন তাকে। তবে আজ অর্থাৎ শুক্রবার দেবলীনার জন্মদিন হলেও বৃহস্পতিবার রাত থেকে পালন হচ্ছে জন্মদিনের উৎসব।
ফিটনেসে খেয়াল (Debalina Birthday)
শুক্রবার সকালে তাকে প্রথমে ফোনে পাওয়া যায়নি। পরে যখন অভিনেত্রীকে (Debalina Birthday) ফোনে পাওয়া গেল, তখন তিনি জানালেন তিনি নাকি জিমে। তবে আজ যে তার জন্মদিন। বিশেষ দিনেও ফিটনেসের দিকে নজর রয়েছে তার। বললেন, ‘জন্মদিন মানে নিজের দিন’। তবে যেটা আমি পছন্দ, সেটা বাদ দি কিভাবে?
আরও পড়ুন: Abhishek-Aishwarya: বিচ্ছেদ জল্পনার অবসান! এক ফ্রেমে অভিষেক ঐশ্বর্যা
গৌরবের সোশ্যাল মিডিয়া পোস্ট
শুটিংয়ের বেস্ততার মাঝে গৌরব চট্টোপাধ্যায় কিন্তু ভুললেন না স্ত্রীকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে জন্মদিনের দিন টা একটু ছিমছাম কাটাতে বেশি পছন্দ করেন দেবলীনা। বললেন, ‘আমি খুব একটা পার্টি করতে পছন্দ করি না’ জন্মদিনটা পরিবারের সঙ্গেই কাটাতে বেশি পছন্দ করি’।
জন্মদিন পালন
আরো বললেন অভিনেত্রী, বৃহস্পতিবার রাতে গৌরবের সঙ্গে তিনি কেক কেটেছেন। জন্মদিনে গৌরবের সঙ্গে দুপুরে খেতে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করলেন। তবে ‘ডায়েট করেন তো’ তাই ভারী কিছু খেতে নারাজ। কারণ, জন্মদিনে উপলক্ষে বাড়িতে নিজের কাছের মানুষদের নিমন্ত্রণ করেছেন। আমন্ত্রিতদের মধ্যে তার নাচের স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে। বাপের বাড়ি ও শশুর বাড়ির সকল সদস্যও উপস্থিত থাকবে। জানালেন, ‘জল খাবারে প্রচুর খাবার খেয়েছি’। তবে রাতের মেনুতে সকলের জন্য বিরিয়ানি আছে। তবে দুপুরে স্বামী-স্ত্রী মিলে একটা হালকা কিছু খেয়েছেন।
আরও পড়ুন: Tripti Dimri: শাহরুখ নন, সেরা তারকা তৃপ্তি! কোন ম্যাজিকে ‘ভাবি টু’ বাজিমাত করলেন?
কি উপহার দিলেন গৌরব?
গৌরব কিন্তু জানে কি উপহার পছন্দ স্ত্রীর? তবে দেবলীনার পোশাক নিয়ে তেমন কোনো ছুতমার্গ নেই। পছন্দ করেন শাড়ি ও গয়না। তাই জন্মদিনের উপহার হিসেবে স্ত্রীকে নেকলেস উপহার দিলেন গৌরব চট্টোপাধ্যায়। পাশাপাশি আজ একটা অন্য প্রাপ্তিও রয়েছে অভিনেত্রীর। আজ লন্ডন থেকে দেবলীনার মাসতুতো ভাই আসছে। সব মিলিয়ে আজকের দিনটা দারুন ভাবে কাঁটবে।