Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি-টলিপাড়া, বাংলার শিল্প সংস্কৃতির অন্যতম পীঠস্থান (Debashis Bandyopadhyay on Tollywood)। কিন্তু এই রঙিন পর্দার আলোঝলমলে দুনিয়ার আড়ালে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে বেশ কিছু অন্ধকারের দৈত্য। যাদের দৌরাত্ম্যে টলিউড ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যেতে বসেছে শিল্প সংস্কৃতি।
কমছে কাজ (Debashis Bandyopadhyay on Tollywood)
টলিউড থেকে মুখ ফেরাচ্ছেন প্রডিউসাররা। কমে যাচ্ছে ভালো কাজের সংখ্যা। কাজ পেলেও দিতে হচ্ছে কাটমানি (Debashis Bandyopadhyay on Tollywood)। এখন প্রশ্ন এই অন্ধকারের দৈত্য কারা? কারা বাংলা ইন্ডাস্ট্রির থেকে কেড়ে নিচ্ছে শিল্প সংস্কৃতির গরিমা?
দাদার নির্দেশ (Debashis Bandyopadhyay on Tollywood)
টলিউড বলছে বেশ কিছু ‘দাদা’ রয়েছে, তাদের নির্দেশেই চলছে সবকিছু (Debashis Bandyopadhyay on Tollywood)। সেইসব দাদাদের মাথায় রয়েছেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। না, এই স্বরূপ বিশ্বাস কোন পরিচালক, কোন অভিনেতা কিংবা কোন টেকনিশিয়ান বা ক্যামেরাম্যান নন। ইন্ডাস্ট্রিতে তার একটাই পরিচয় তিনি অরূপ বিশ্বাসের ভাই।
আরও পড়ুন: Migrant Workers: বাংলা বলার অপরাধে পুশব্যাক! কেন্দ্রের কাছে হলফনামা তলব হাইকোর্টের
কী বললেন দেবাশীষ বন্দ্যোপাধ্যায়?
ট্রাইব টিভি বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে টলিউডের প্রখ্যাত পরিচালক দেবাশীষ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ” বিশ্বাস নামক ইন্ডাস্ট্রির তলায় টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি চাপা পড়ে গেছে। ‘ বিশ্বাস ‘ টাই এখন ইন্ডাস্ট্রি।আমরা যারা সৎ ভাবে কাজ করতে চাইছি, তারা কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছি। একটা কালো হাত অদৃশ্য হাত চাপ সৃষ্টি করছে। অনেকেই আপস করে কাজ করছেন”।
তিনি আরও বলেন, “যেখানে তিনজন টেকনিশিয়ানের কাজ সেখানে প্রায় তিনগুণ টেকনিশিয়ান নিয়ে কাজ করতে হচ্ছে। সেটা করতে বাধ্য করা হচ্ছে। এটা তো উচিত নয়। একটা কাজের শুরু থেকে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ডিপার্টমেন্টে জোর খাটানো হচ্ছে। বেশ কিছু পরিচালক তারা ভুগছেন। কারণ তারা আপস করেননি। আজ বলার উপায় নেই আমরা ভালো আছি। ১০ টাকা পেলে তার থেকে ৬-৭ টাকা দিয়ে দিতে হচ্ছে।”