ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেখতে দেখতে সংসার জীবনের প্রায় ৬ বছর কাটিয়ে ফেললেন। দীপিকা (Deepika Padukone) রণবীরের (Ranveer Singh) সংসারে এসেছে নতুন সদস্য খুদে দুয়া। এখন দুই তারকার জীবন শুধু খুশিতে ভরা। এরই মাঝে নতুন করে এই তারকা দম্পতির প্রেম জমে ক্ষীর। ষষ্ঠ বিবাহ বার্ষিকীতে কী বার্তা দিলেন রণবীর?
আরও কাছাকাছি তারকা দম্পতি। ছয় বছর পর তাঁদের প্রেমে এতটুকু খামতি আসিনি। কিন্তু কেন এই জুটিটি বলিউডের জনপ্রিয় জুটি বলা হয়? দু’জনেরই প্রচুর অতীত রয়েছে। দু’জনের সম্পর্ক নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। তার মাঝেও দুজনে হাসিমুখে টিকে রয়েছেন নিজেদের বৈবাহিক সম্পর্কে। একে অপরকে প্রচণ্ড ভালোবাসেন।
কবে শুরু প্রেম? (Deepika Padukone)
সঞ্জয় লীলা বনশালির ‘গোলিয়ো কি রাসলীলা রামলীলা’ (Goliyon Ki Raasleela Ram-Leela) ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেন দীপিকা (Deepika Padukone) ও রণবীর। সেখান থেকেই তাদের আলাপ, প্রেম ও পরে বিয়ে। এরপর পরেই ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবতে’ কাজ করেন একসঙ্গে। তারপরই তাঁরা সাতপাকে বাঁধা পড়েন।
আরও পড়ুন: Ditipriya Roy: মায়ের প্রেম মানতে পারছে না দিতিপ্রিয়া! কী করবেন এবার?
চ্যাটশোয়ে হাজির যুগলে (Deepika Padukone)
২০২৩ এর জনপ্রিয় চ্যাট শোয়ে জুটি হিসাবে হাজির থেকে ছিলেন রণবীর -দীপিকা (Deepika Padukone)। সেই শোতে তাঁদের বিয়ের বিশেষ কিছু অংশের ভিডিয়ো দেখানো হয়। অভিনেত্রী কেনই বা রণবীরের প্রতি মন দিয়েছিলেন, তা জানান নিজেই। তিনি বলেন, “রণবীরের ভিতরে থাকা সেই মানুষটার প্রতি আমি প্রেমে পড়েছিলাম। যার সঙ্গে বাইরের পৃথিবীর পরিচয় নেই। রণবীরের সেই দিকগুলোর সম্বন্ধে ওয়াকিবহাল নন প্রায় কেউই। রণবীরের ব্যক্তিত্বের একটি সম্পূর্ণ অন্য দিক রয়েছে। সেই দিকটা খুব শান্ত, ধীর স্থির, এতটুকুও ছটপটে নয়, এবং ভীষণ বুদ্ধিদীপ্ত। রণবীর একজন অত্যন্ত সংবেদনশীল মানুষ। ও যে আবেগ লুকিয়ে না রেখে কেঁদে ফেলে, এই বিষয়টা আমার মন ছুঁয়ে যায় প্রতিবার। ভীষণ দিলখোলা একজন মানুষ রণবীর!”
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
আরও পড়ুন: Shweta Bhattacharya: শ্বেতার বিয়ের সাজে চমক, কেমন সাজবেন রুবেল?
বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
বৃহস্পতিবার রণবীর তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ১৪টি ছবি ও একটি ভিডিয়ো ভাগ করে নেন সকলের সঙ্গে। ভিডিয়োতে দেখা গিয়েছে, দীপিকা হাসতে হাসতে ফেটে পড়ছেন। হাসতে হাসতে তাঁর গাল লাল হয়ে যাচ্ছে। আবারও হাসছেন তিনি। এই ভিডিয়োর সঙ্গে রণবীর একটি গানের লাইন জুড়ে দিয়েছিলেন, “হাসতি রাহে তু হাসতি রাহে, হায়া কি লালি খিলতি রাহে…..”। যে গান সোনু নিগমের কন্ঠের। গানের লাইন দেখে বোঝাই যাচ্ছে যে, তিনি চান তাঁর স্ত্রীর এমন হাসিটা সবসময়ই থাকে। পোস্টে রণবীর দীপিকাকে ট্যাগ করেছেন, “প্রতিটি দিনই স্ত্রীর প্রশংসা করার দিন, তবুও আজকে প্রধান দিন। শুভ বিবাহ বার্ষিকী দীপিকা, তোমাকে ভালোবাসি।”