Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিল্লির সিভিল লাইন্সে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার (Delhi CM Rekha Gupta) সরকারি বাসভবনে ঢুকে এক ব্যক্তির হামলার ঘটনায় উত্তাল রাজধানী। বুধবার সকালে ‘জনশুনানি’ চলাকালীন এক মধ্যবয়স্ক যুবক মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার নামে ঢুকে পড়েন বাড়ির ভেতরে। অভিযোগ, হঠাৎই তিনি মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে চিৎকার করতে থাকেন, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং এরপর শারীরিকভাবে আক্রমণ করেন।
মুখ্যমন্ত্রীর চুল ধরে টানেন এবং চড় মারেন (Delhi CM Rekha Gupta)
সূত্রের খবর, ওই যুবক মুখ্যমন্ত্রীর চুল ধরে টানেন এবং চড় মারেন বলেও অভিযোগ (Delhi CM Rekha Gupta)। ঘটনার পরপরই নিরাপত্তারক্ষীরা তাঁকে আটক করেন এবং পুলিশ হেফাজতে দেন। অভিযুক্তের কাছ থেকে আদালতের কিছু নথিপত্রও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁর উদ্দেশ্য কী ছিল, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে।
রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া (Delhi CM Rekha Gupta)
এদিকে, এই হামলার ঘটনায় রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে (Delhi CM Rekha Gupta)। বিজেপি দাবি করেছে, মুখ্যমন্ত্রী রেখার মাথায় আঘাত লেগেছে। যদিও দলের দিল্লি শাখার প্রধান বীরেন্দ্র সচদেবা জানিয়েছেন-চড় মারা বা পাথর ছোঁড়ার অভিযোগ হয়তে সত্যি নয়। তাঁর মতে, ধস্তাধস্তির জেরে মুখ্যমন্ত্রী একটি টেবিলে ধাক্কা খান।
আরও পড়ুন: Soham-Idhika: একসাথে মায়ের আশ্রয়ে সোহম-ইধিকা, নতুন সাফল্যের ইঙ্গিত!
এদিকে, এই ঘটনার নিন্দা করেছে কংগ্রেস ও আম আদমি পার্টি। আপ নেত্রী আতিশী মার্লেনা বলেন, “মতপার্থক্য গণতন্ত্রের অংশ হতে পারে, কিন্তু তা কখনওই হিংসায় পরিণত হওয়া উচিত নয়।” মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্র মারফৎ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। ঘটনার পর মুখ্যমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
