ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: MSP -এর আইনি গ্যারান্টি, ঋণ মকুব, ও পেনশনসহ বিভিন্ন দাবিতে দিল্লিতে ফের আন্দোলনে কৃষকরা (Delhi Farmer Protest)। উত্তপ্ত হল শম্ভু বর্ডার। পুলিশের সাঁজোয়া বাহিনী দিল্লির দরবারে পৌঁছতে দিল না কৃষকদের।
দিল্লি চলো (Delhi Farmer Protest)
শনিবার ১০১ জন কৃষকের হরিয়ানার শম্ভু সীমান্ত থেকে ফের ‘দিল্লি চলো’ অভিযান (Delhi Farmer Protest)। আন্দোলনকারীদের দাবি দেশের রাজধানীতে গিয়ে তাদের প্রতিবাদ ও অধিকারের কথা জানাবেন তারা। এই প্রতিবাদ আন্দোলন ৩০০ দিন পেরিয়েছে। কৃষকরা শস্যের জন্য ন্যূনতম সমর্থন মূল্যের (MSP) আইনি গ্যারান্টি, ঋণ মুকুব, কৃষকদের জন্য পেনশন, বিদ্যুতের দাম বৃদ্ধি না করার মতো বেশ কয়েকটি দাবি তুলেছে।
দাবি ন্যায়বিচার (Delhi Farmer Protest)
তারা ২০২১ সালের লখিমপুর খেরি হিংসায় ক্ষতিগ্রস্তদের জন্য ‘ন্যায়বিচার’ও দাবি করছে (Delhi Farmer Protest)। কিন্তু ৩০ দিন পেরিয়ে গেলেও হয়নি সুরাহা। দীর্ঘদিন ধরে কৃষক নেতারা সরকারের সঙ্গে আলোচনার জন্য অপেক্ষায় রয়েছে কিন্তু কোনো সুরাহা সমাধান দেখা যায়নি । সরকারের পদক্ষেপ এবং প্রশাসনিক নীতির প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা।
বাড়ল আন্দলনের ঝাঁজ
শম্ভু বর্ডার ও খানাউরী সীমান্তে শনিবারের প্রতিবাদ কৃষক আন্দোলনের ঝাঁজ আরো বাড়িয়ে দিল । এদিন পুলিশ কৃষকদের আন্দোলন থামাতে কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করতে বাধ্য হয়েছে যা নিয়ে রণক্ষেত্র হয় পরিস্থিতি। এছাড়াও, হরিয়ানা সরকার আম্বালা জেলায় মোবাইল ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা ১৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে, যাতে উত্তেজনা ও গুজব ছড়ানো রোধ করা যায়। এই পরিস্থিতিতে কৃষকরা এখনো সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। ‘‘সরকার কৃষকদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। অভিযোগ কৃষক নেতাদের।
কৃষক আন্দোলন টাইমলাইন ২০২৪
১৩ ফেব্রুয়ারি কৃষকরা দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সেদিন পুলিসি ব্যারিকেড ও সীমান্তে আটক।
২১ফেব্রুয়ারি, পুলিশ ও কৃষকদের মধ্যে সংঘর্ষ, বাথিন্ডার শুভকরনের মৃত্যু। এরপর কিছু কৃষকের গ্রেফতারি।
১৭ এপ্রিল, কৃষকদের মুক্তির দাবিতে রেলপথ অবরোধ করে কৃষকরা।
আরও পড়ুন: Farmer Protest: দিল্লি চলো! ১০১ জন কৃষকের যাত্রা পুনরায় শুরু, হরিয়ানার শম্ভু সীমান্তে পুলিশের বাধা
সেপ্টেম্বর ২, সুপ্রিম কোর্ট শম্ভু সীমান্ত খোলার জন্য কমিটি গঠন।
১৮ নভেম্বর, কৃষকরা ৬ ডিসেম্বর দিল্লিতে মার্চ করার ঘোষণা করলেন।
২৬ নভেম্বর, কৃষক নেতা জগজিৎ সিং ডালেওয়ালকে পাঞ্জাব পুলিশ আটক করলেন,শুরু হল আমরণ অনশন।
৬ ডিসেম্বর, শম্ভু সীমান্ত থেকে দিল্লি যাওয়ার চেষ্টা। হরিয়ানা পুলিশ কাঁদানে গ্যাসের নিক্ষেপ।
8 ডিসেম্বর ফের দিল্লির দিকে যাত্রা করার চেষ্টা। হরিয়ানা পুলিশ ঢুকতে দেয়নি। কৃষকরা ফিরে আসেন।
শনিবারও দেখা গেল একই ছবির প্রতিফলন