ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিল্লিতে এক মর্মান্তিক ঘটনায় ১৫ বছর বয়সী (Delhi Girl Assault) এক কিশোরী তার শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে।
পকসো আইনে মামলা দায়ের (Delhi Girl Assault)
কিশোরীটির অভিযোগ, গত তিন বছর ধরে সে দক্ষিণ দিল্লির চিত্তরঞ্জন পার্ক এলাকার এক শিক্ষকের কাছে টিউশন (Delhi Girl Assault) নিতে যেত। এই সময়ে শিক্ষক তাকে একাধিকবার ধর্ষণ করেছেন এবং বিষয়টি গোপন রাখতেও তাকে হুমকিও দেওয়া হয়েছে। কিশোরী ও তার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ পকসো আইনে মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।
শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ
দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার অঙ্কিত চৌহান জানিয়েছেন, কিশোরীটির অভিযোগ অনুযায়ী, শিক্ষক শুধু শারীরিক নয়, মানসিক নির্যাতনও করেছেন। পুলিশ এখনও অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করতে পারেনি, তবে তদন্ত চলমান রয়েছে।
আরও পড়ুন: Indian Woman in US: মার্কিন মুলুকে কোমায় মেয়ে, ভিসা চেয়ে কাতর অনুরোধ ভারতীয় মা-বাবার
এই ঘটনায় স্থানীয় সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশু ও নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।
সমাজের অবক্ষয়
এই ধরনের ঘটনাগুলো সমাজের নৈতিক অবক্ষয়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। বিশ্লেষকদের মতে প্রশাসনের উচিত দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে ন্যায়বিচার নিশ্চিত করা।