Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিষ বাতাসের কবলে দিল্লি। আকাশছোঁয়া দূষণের জেরে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে দেশের রাজধানী। প্রতি শ্বাসের সঙ্গে অপরিমিত বিষ বাতাস ঢুকছে ফুসফুসে। বাতাসের গুণগত মান প্রতিদিন যেন আরও বিষিয়ে যাচ্ছে। ফের বায়ুদূষণ(Air Pollution) রুখতে কৃত্রিম বৃষ্টি ঝরানো হবে দেশের রাজধানী শহর নয়াদিল্লিতে। এমনটাই জানালেন দিল্লির পরিবেশমন্ত্রী মনজিনদর সিংহ সিরসা।
কোথায় কৃত্রিম বৃষ্টি ঝরানো হবে?(Air Pollution)
বায়ুদূষণ(Air Pollution) রুখতে কৃত্রিম বৃষ্টির বিষয়ে মন্ত্রী জানিয়েছেন, আপাতত দিল্লির উপকণ্ঠে কোথাও এই পরীক্ষা করা হবে। আইআইটি কানপুর এবং অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ডিজিসিএ পরীক্ষার জায়গা চূড়ান্ত করবে। তাঁর কথায়, ‘‘এটা দূষণের বিরুদ্ধে লড়াই। আমরা অনেক ধরনের পন্থা অবলম্বনের কথা ভেবেছি। সে সব নিয়ে কাজ চলছে। কৃত্রিম বৃষ্টি তার মধ্যে অন্যতম। সমগ্র দিল্লিতে এই পন্থা প্রয়োগের আগে আমরা ছোটখাটো জায়গায় আগে বিষয়টি পরীক্ষা করে দেখে নেব। মে মাসে যখন গরম সর্বোচ্চ পর্যায়ে থাকবে, তখন এই পরীক্ষামূলক কৃত্রিম বৃষ্টি ঝরানো হবে।’’
কী ভাবে আনা হবে কৃত্রিম বৃষ্টি ?(Air Pollution)
বৈজ্ঞানিক পদ্ধতিতে রাসায়নিক প্রয়োগ করে কৃত্রিম মেঘ তৈরি করবেন বিশেষজ্ঞেরা। সাধারণ মানুষের জীবনযাত্রায় তার কোনও ক্ষতিকর প্রভাব পড়তে পারে কি না, সে বিষয়েও আলোচনা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেছেন, ‘‘কৃত্রিম উপায়ে মেঘ তৈরির জন্য যে রাসায়নিক ব্যবহার করা হবে, সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর অথবা সামগ্রিক পরিবেশের উপর তার কোনও ক্ষতিকর প্রভাব পড়বে কি না, তার বিস্তারিত রিপোর্ট আমরা চেয়েছি। সেই রিপোর্টের তথ্যের উপর ভিত্তি করে আমরা পরীক্ষানিরীক্ষা চালাব, জলের নমুনা সংগ্রহ করব। পরীক্ষামূলক কৃত্রিম বৃষ্টি যদি সফল হয়, অতিরিক্ত দূষণের সময় সমগ্র দিল্লিতে এই প্রক্রিয়া চালু করা হবে।’’
আরও পড়ুন: Lion In Kitchen: ভেবেছিলেন বেড়াল কিন্তু রান্নাঘরে লুকিয়ে সিংহ, আতঙ্কে গ্রামবাসী!
কৃত্রিম বৃষ্টি নামাতে চেয়ে মরিয়া দিল্লি সরকার
দিল্লির সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের রিপোর্টে দাবি, ২০২৪ সালে মাত্র ১২১ দিন রাজধানী পরিষ্কার বাতাস ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মাপকাঠি অনুযায়ী প্রতি ঘনমিটারে পিএম ২.৫-এর সহনীয় মাত্রা ৫ মাইক্রোগ্রাম। সেখানে নয়াদিল্লির দূষণের মাত্রা অনেক বেশি।
আরও পড়ুন: Waqf Bill in Rajya Sabha: রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু
রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে দিল্লিতে বার্ষিক পিএম ২.৫ এর মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ১০৪.৭ মাইক্রোগ্রাম। এই মান বাতাসের জাতীয় গুণমানের সর্বোচ্চ মাত্রার (প্রতি ঘনমিটারে ৪০ মাইক্রোগ্রাম) আড়াই গুণেরও বেশি। এই পরিস্থিতিতে রাজধানীতে কৃত্রিম বৃষ্টি নামাতে চেয়ে মরিয়া দিল্লি সরকার।