ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিষ বায়ুতে শ্বাস নেওয়া দায়। শীতের শুরুতেই দূষণে ঢেকেছে রাজধানী দিল্লির বাতাস। রীতিমতো আকাশছোঁয়া দূষণ রাজধানীতে। প্রায় একই অবস্থা মূলধন নগরী মুম্বইয়েরও। যদিও সেখানে বাতাসের গুণমান কিছুটা উন্নত বলেই জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে শীতের মরশুম শুরু হতেই একেবারে উল্টো চিত্র দেখা গেল ভূস্বর্গ কাশ্মীরে। মরশুমের প্রথম বরফে ঢাকল জম্মু-কাশ্মীরের রাস্তাঘাট। শ্বেতশুভ্র বরফে ঢেকেছে গুলমার্গ। শীতের কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য মন কেড়েছে দেশ বিদেশের পর্যটকদের।
কাশ্মীরের সঙ্গে বরফ— এই শব্দ দুটি যেন ওতপ্রোত ভাবে জড়িত। কাশ্মীরের কথা উঠলেই তুষারঢাকা পাহাড়, গাছপালা, রাস্তাঘাটের ছবি চোখের সামনে ভেসে ওঠে। সেই শোভা থেকে এবারও পর্যটকদের হতাশ করেনি ভূস্বর্গ। ডিসেম্বরের শুরুতেই সাদা বরফে ঢেকেছে পাহাড়। গাছপালা থেকে শুরু করে রাস্তাঘাটও। বরফ পড়ার কারণে আনন্দে মেতে উঠেছেন স্থানীয়রাও।
আরও পড়ুন:https://tribetv.in/eknath-shinde-for-home-ministry-no-other-option/
তুষারপাতের জেরে পুরু বরফের চাদরে ঢাকা পড়েছে গুলমার্গ থেকে সোনমার্গ। মরশুমের প্রথম বরফ চাক্ষুস করতে দেশ বিদেশ থেকে বহু পর্যটক হাজির হয়েছেন উপত্যকায়। গত কয়েকদিনের টানা বৃষ্টির দাপট কাটতেই কনকনে শীতে কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা।
আকাশ পরিষ্কার হতেই হু হু করে নামছে পারদ। শ্রীনগর, গুলমার্গ-সহ কাশ্মীরের একাধিক জায়গায় হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। তুলনামূলক ঠান্ডা জম্মুতেও। আর লেহ ও দ্রাস শীতে রীতিমতো জবুথবু অবস্থা। আপাতত বৃষ্টি ও তুষারপাতের কোনও কিছুরই সম্ভাবনা নেই জম্মু ও কাশ্মীরে। আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আকাশ। ৮ ডিসেম্বর অর্থাৎ রবিবার সন্ধ্যা থেকে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ১১ ডিসেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা।
আরও পড়ুন:https://tribetv.in/vladimir-putin-to-travel-india-what-meaning-for-defence/
আগামী কয়েক দিন কাশ্মীরের বেশ কিছু অংশ তুষারপাতেরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আসন্ন ছুটির মরশুমে পর্যটকরা তুষারপাতের টানে পাহাড়মুখী হবেন বলে আশাবাদী আশাবাদী এখানকার পর্যটন ব্যবসায়ীরাও।