Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের উপর হামলার ঘটনার মাত্র এক দিন পরই বড়সড় প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্ত নিল কেন্দ্র(Delhi Police Commissioner)। সরিয়ে দেওয়া হল পুলিশ কমিশনার (Delhi Police) এসবিকে সিংহকে। তাঁর জায়গায় নতুন পুলিশ কমিশনার পদে নিয়োগ করা হল সতীশ গোলচাকে।
নতুন দায়িত্বে সতীশ গোলচা (Delhi Police Commissioner)
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বৃহস্পতিবার একটি সার্কুলার জারি করে জানানো হয়েছে, ১৯৯২ ব্যাচের আইপিএস সতীশ গোলচা দিল্লির নতুন সিপি হিসেবে দায়িত্ব নিলেন। তিনি বর্তমানে দিল্লি কারা বিভাগের ডিজি পদে কর্মরত ছিলেন।
পুলিশ কমিশনার হওয়ার আগে গোলচা ডেপুটি পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার এবং স্পেশ্যাল কমিশনার (আইনশৃঙ্খলা ও গোয়েন্দা) পদে কাজ করেছেন। তিনি এজিএমইউটি (অরুণাচল প্রদেশ, গোয়া, মিজ়োরাম ও কেন্দ্রশাসিত অঞ্চল) ক্যাডারের অফিসার।
পূর্বসূরি এসবিকে সিংহ দায়িত্বকাল (Delhi Police Commissioner)
এসবিকে সিংহ ছিলেন ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার। হোমগার্ডের ডিজির দায়িত্ব সামলানোর পাশাপাশি তাঁকে দিল্লির পুলিশ কমিশনার পদেও নিয়োগ করা হয়েছিল। গত ১ অগস্ট তিনি নতুন সিপি হিসেবে দায়িত্ব নেন। কিন্তু মাত্র তিন সপ্তাহের মাথায় মুখ্যমন্ত্রীর উপর হামলার পর তাঁকে সরিয়ে দেওয়া হল।

আরও পড়ুন : Carbon Dioxide : কার্বন ডাইঅক্সাইড দূষণকারী গ্যাস নয়, তালিকা থেকে বাদ দিতে চলেছে যুক্তরাষ্ট্র!
হিংসা নিয়ন্ত্রণ থেকে কারা বিভাগে দায়িত্ব পালন (Delhi Police Commissioner)
সতীশ গোলচা অতীতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন(Delhi Police Commissioner)। ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির হিংসার সময় তিনি ছিলেন স্পেশ্যাল কমিশনার। সেই সময় পরিস্থিতি সামলাতে তাঁর ভূমিকা বিশেষভাবে আলোচিত হয়। ২০২3 সালের এপ্রিলে তাঁকে দিল্লি কারা বিভাগের ডিরেক্টর জেনারেল পদে নিয়োগ করা হয়েছিল। এবার নতুন দায়িত্বে তাঁকে অন্যতম কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
মুখ্যমন্ত্রী রেখার উপর হামলা (Delhi Police Commissioner)
বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সরকারি বাসভবনে ঢুকে হামলা চালান গুজরাতের বাসিন্দা সাকারিয়া রাজেশভাই খিমজি নামে এক যুবক। এই ঘটনায় তীব্র আলোড়ন তৈরি হয়। প্রশাসনিক মহলে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ ওঠে। দিল্লি পুলিশের উপর বাড়তে থাকে চাপ।
আরও পড়ুন : Lipulekh Pass : লিপুলেখ পাস নিয়ে নেপালের আপত্তি গ্রহণযোগ্য নয় বলে জানাল নয়াদিল্লি, খোলা আলোচনার পথ
বদলির নেপথ্যে চাপ (Delhi Police Commissioner)
হামলার ঘটনার পরই সরাসরি প্রশ্নের মুখে পড়ে দিল্লি পুলিশ। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে নিরাপত্তা ভেদ করে অনুপ্রবেশের ঘটনা কেন্দ্রের কাছে অগ্রহণযোগ্য বলে মনে করা হয়েছে। সেই চাপের জেরেই মাত্র এক দিনের মধ্যেই সরিয়ে দেওয়া হল পুলিশ কমিশনারকে।