ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ব্যক্তিগত জায়গায় খুব সুখে আছেন। কিছুদিন আগে নিশ্চয়ই দেখেছিলেন। কিভাবে হেডলাইন হয়েছিল। দেব (Dev) আর রুক্মিণীর (Rukmini Maitra) সম্পর্ক (Relationship) নাকি ভাঙছে। এই গুঞ্জনের নেপথ্যে, বড় কারণ ছিল টেকনিক্যাল ইস্যু। যার কারণে দেখাচ্ছিল, ইনস্টাগ্রামে (Instagram) দেবকে আনফলো (Unfollow ) করেছেন রুক্মিণী। যদিও অভিনেত্রী বলেছিলেন, তিনি রিয়েল লাইফে দেবকে ফলো করেন। তাই সোশ্যাল মিডিয়ায় (Social Media) তাঁকে ফলো করার আলাদা করে কোনও দরকার নেই। এই বিষয়ে এবার দেব মুখ খুললেন। কী বললেন জানেন? বললেন, “আমাদের ব্যক্তিগত জায়গায় আমরা খুব সুখে আছি। ভালো আছি”।
সময়ের সঙ্গে মজবুত হয়েছে সম্পর্ক (Dev)
রুক্মিণী আর দেবের (Dev) যে সম্পর্ক, তা অনেকটা সময় পেরিয়েছে। যত সময় পেরিয়েছে, সম্পর্ক আরও মজবুত হয়েছে। এবার কে কি বলছে, কে কি লিখছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। দেব রুক্মিণী তাঁদের ব্যক্তিগত জায়গায় ভীষণ ভালো আছেন। ভীষণ সুস্থ আছেন। আর এটাই সম্পর্কের জন্য সবথেকে বেশি দরকার।
দেবের সময় নেই (Dev)
ট্রাইব টিভির সাক্ষাৎকারে দেব (Dev) হাসতে হাসতেই বললেন, “ভাবা যায়? মানুষ কোথায় চলে গেছে। দেব হাঁচছে নাকি কাশছে, হাঁচি হলে কাশছে না কেন, কাশি হলে হাঁচছে না কেন, এগুলো নিয়েও মানুষ কথা বলছে। আলোচনা করছে। এত সময় কোথায়?” কেন হল, কি জন্য হল, এত সময় নেই । কারণ অভিনেতা কাজ নিয়ে ভীষণ ব্যস্ত।
আরও পড়ুন: Dev: ‘পুষ্পা ২’ এর দাপটে চাপে ‘খাদান’! ক্ষোভ উগরে দিলেন দেব
রুক্মিণী সবসময় দেবের পাশে আছেন
দেবের কথায়, রুক্মিণী আগাগোড়াই তাঁর পাশে ছিল। “মাঝে মাঝে জীবনে এমন সময় আসে, যখন কারোর সাপোর্ট দরকার হয়। সেই মানুষটা আমাকে ফলো করছে কি করছে না, সেটা ইম্পরট্যান্ট নয়। আর সেটা আমি দশ জনকে কিভাবে উত্তর দেব”। দেব রীতিমত অকপটে স্বীকার করে বললেন, রুক্মিণী তাঁর কাছে যে কতটা কাছের তা তিনি বলে বোঝাতে পারবেন না। তিনি এমনও দেখেছেন, যেখানে হেডলাইন আছে অন্য কিছু। আর ভিতরে চলছে অন্য কিছু। আসলে এই ধরনের লেখাগুলো হাইলাইট হয় লাইম লাইটে আসার জন্য। এই বিষয়গুলোকে তিনি অতটা গুরুত্ব দেন না। তাছাড়া ট্রোলিং, মিম, বিতর্ক থেকে দেব আগাগোড়া একটু দূরেই থাকেন।
আরও পড়ুন: Oscars 2025: অস্কার দৌড়ে নেই ‘লাপাতা লেডিজ’, আশার আলো দেখাচ্ছে অন্য ছবি
কাজ নিয়ে খুব ব্যস্ত
সম্প্রতি কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। খাদান ছবি নিয়ে তিনি লড়ে যাচ্ছেন। চাইছেন, বাংলার ঘরে ঘরে প্রত্যেক দর্শকের কাছে খাদানকে পৌঁছে দিতে। একটা সময় পুরো দমে অ্যাকশন কমার্শিয়াল মুভিতে দেবকে দেখা গিয়েছিল। মাঝে সেই ছন্দে গতি হারায়। মানুষও মুখ ফিরিয়ে নেয় বাংলা সিনেমা থেকে। বাংলা দর্শককে হলমুখী করতে, বাংলার দর্শককে সেই আগের মত বাংলা ছবির প্রতি ভালোবাসা তৈরি করতে, মরিয়া টলিউডের বহু কলাকুশলী। তাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন দেব।
খাদান ছবি শুধু তিনি তৈরিই করেননি, বরং খাদান ছবির প্রচারে যে হারে পরিশ্রম করছেন, তা গোটা বাংলার দর্শক দেখতে পাচ্ছেন। সেই পুরনো ফর্মে অ্যাকশন এবং কমার্শিয়াল ছবির লুকে তাঁকে খাদানে দেখা যাচ্ছে। দেবের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এছাড়াও এই ছবির মূল আকর্ষণ যিশু সেনগুপ্ত, বরখা এবং স্নেহা।