Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: “স্টারডম থাকা ভালো। কিন্তু এরকম দরকার নেই। তুমি দেব না হয়ে অন্য কেউ হতে পারতে, আমি ভালবাসতাম তোমাকে”। একথা দেবের (Dev) এক ভক্তের। ভীষণ কষ্ট থেকে, অভিমান থেকে তিনি লিখেছেন। কিন্তু ভিড়ের মাঝেও ভক্তরা হারিয়ে যায় না। প্রমাণ করে দিলেন টলিউডের সুপারস্টার দেব (Tollywood Superstar Dev)।
অভিনেতা চাইলেন ক্ষমা (Dev)
সোশ্যাল মিডিয়ায় (Social Media) অকপটে ওই ভক্তের কাছে ক্ষমা চেয়ে নিলেন। টলিউডের সুপারস্টার (Dev) বলে কথা। পুরো রাজার মতো। কিন্তু অকপটে ক্ষমা চাইতে, দু’বার ভাবলেন না। এর আগেও বহুবার দেব তাঁর কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন, সুপারস্টার দেব মানেই কিন্তু অনুরাগীদের কাছে একটা বড় আবেগ। যে আবেগকে তিনি বরাবর গুরুত্ব দেন। আগে দিয়েছেন, এখনও দিচ্ছেন, আর ভবিষ্যতেও দেবেন।
রাজার মেজাজ (Dev)
নিশ্চয়ই দেখেছেন, টলিপাড়ার সেই ‘খোকাবাবু’ কিভাবে রাজার মেজাজে অন্য ধারার ছবিতে ফিরেছে। পারিবারিক ছবি বলুন কিংবা পুরোদমে কমার্শিয়াল ছবি। সব চরিত্রেই যেন নিজেকে মানিয়ে নিচ্ছেন অভিনেতা দেব (Dev)। সুপারস্টার, হিরো তকমা সরিয়ে তিনি পর্দায় হয়ে উঠছেন কেবল চরিত্র। প্রতিটি চরিত্রেই নিজের হান্ড্রেট পারসেন্ট দিয়ে বাজিমাত করে দিচ্ছেন। এবার ফিরলেন অ্যাকশন মুভিতে। হাজির খাদান নিয়ে। সঙ্গে যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) এবং ইধিকা পাল (Idhika Paul)। গোটা বাংলা জুড়ে এখন খাদান (Khadaan) টিম ছবির প্রচারে ব্যস্ত। সেখানেই এমন এক ঘটনা ঘটে গেল, যার জন্য দেবকে ক্ষমা চাইতে হল।
আরও পড়ুন: Abhishek Bachchan: অমিতাভকে নিয়ে ট্রোল, রেগে মঞ্চ ছাড়লেন অভিষেক!
ভালোবাসার মর্যাদা
দেব তাঁর ভক্তদের অনুরাগীদের ভালোবাসার মর্যাদা সব সময়ের জন্য করেছেন। এবার তারই এক উদাহরণ দেখা গেল, এই বাংলার বুকে। সম্প্রতি খাদান ছবির প্রচারের জন্য গিয়েছিলেন মধ্যগ্রামে। দেব আসছে বলে কথা। চারিদিকে হই হই রই রই ব্যাপার। বহু দূর দূরান্ত থেকে এসেছিলেন দেব ভক্তরা। প্রচুর ভিড় হয়। যার কারণে দেবের সঙ্গে বহু অনুরাগী দেখা করে উঠতে পারেননি। তার মধ্যে এক অনুরাগী, অভিমান করে সোশ্যাল মিডিয়ায় লিখে ফেললেন, তার মনের কয়েকটা কথা। বলেন, “স্টারডম থাকা ভালো। কিন্তু এরকম দরকার নেই। তুমি দেব না হয়ে অন্য কেউ হতে পারতে, আমি ভালবাসতাম তোমাকে। এরকম ইভেন্ট করার কি দরকার? যেখানে ভক্তরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তোমায় দেখতে অবধি পায় না! কাল চার ঘন্টা দাঁড়িয়ে থেকে, হাত পা কেটে নিয়ে বাড়ি ফিরেছি”।
আরও পড়ুন: Mithun Chakraborty Daughter: ডাস্টবিন থেকে মেয়েকে এনেছিলেন মিঠুন, স্মৃতিচারণায় চোখে জল
মুখ ফেরালেননা দেব
অনুরাগীর এই অভিমান দেখে, অভিনেতা দেব কি করলেন জানেন? মোটেও মুখ ফিরিয়ে নিলেন না। বরং নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। ক্ষমা চেয়ে নিলেন। বললেন, “এই ঘটনার জন্য খুবই দুঃখিত। মোহনা, পরের বার তোমার সঙ্গে দেখা করার চেষ্টা করব। খাদানকে সমর্থন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ”। এভাবে অনুরাগীদের কথা ক’জন ভাবে বলুন তো? সত্যি! দেব যেন একেবারেই ব্যতিক্রম একজন মানুষ।