ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেব-ইধিকা (Dev-Idhika) জুটি ইতিমধ্যে দর্শকের মনে জায়গা করে দিয়েছে। ইধিকা ‘খাদান’ ছবিতে দেবের বিপরীতে থেকে বেশ আলোড়ন তুলেছিলেন দর্শকের মনে। তবে এবার ‘প্রজাপতি ২’ তেও থাকছেন ইধিকা পাল (Idhika Paul)! কিন্তু জানা গিয়েছে ‘প্রজাপতি ২’ তে নায়িকা চরিত্রে থাকছেন জ্যোতির্ময়ী কুণ্ডু (Jyotirmoyee Kundu) । তাহলে ইধিকা কোন চরিত্রে থাকবেন ? কোন চরিত্রে অভিনয় করছেন ইধিকা? আবারও কী আসছে দেব-ইধিকা জুটি?
শোরগোল ফেলে দেওয়া (Dev-Idhika)
দেবের (Dev) ‘প্রজাপতি ২’ ছবি নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে (Dev-Idhika)। দেব তাঁর ছবিতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীদেরকে নিয়ে কাজ করছেন। ‘প্রজাপতি ২’ ই প্রথম নয়, এর আগেও দেব খাদান, প্রধান, প্রজাপতি ছবিতে ছোট পর্দার অভিনেত্রীদেরকে নিয়ে কাজ করেছেন। ছোট পর্দার অভিনেত্রী হলেও দেবের প্রত্যেকটি ছবি হয়েছিল সুপারহিট।
গুরুত্বপূর্ণ চরিত্র (Dev-Idhika)
‘প্রজাপতি ২’ ( Prajapati ২) ছবিতে জ্যোতির্ময়ী যেমন থাকছেন, তেমনি ইধিকাকেও দেখা যাবে এই ছবিতে (Dev-Idhika)। অর্থাৎ দর্শক দুই জনপ্রিয় অভিনেত্রীকে একই সাথে পর্দায় দেখতে পাবেন। তবে অনুরাগীদের মধ্যে প্রশ্ন, ইধিকাকে কোন চরিত্রে দেখা যাবে? জানা গিয়েছে, ‘প্রজাপতি ২’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইধিকাকে। ফলে ইধিকার দেবের ছবিতে ফিরে আসায় খুশি অনুরাগীরা।
আরও পড়ুন: Sumi Har Chowdhury: কাজ নেই, পাগল হয়ে রাস্তায় অভিনেত্রী! তবুও চুপ টলিউড।
দুই জনপ্রিয় অভিনেত্রী
‘খাদান ‘ ছবির পর থেকেই দর্শকের মনে দাগ কেটে গিয়েছে দেব – ইধিকা (Dev-Idhika) জুটি । তাছাড়া চলছে ‘রঘু ডাকাত ‘ ছবির শুটিং , সেখানেও এই জুটিকে দেখতে পাবেন দর্শক। অন্যদিকে ছোট পর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু (Jyotirmoyee Kundu) বেশ জনপ্রিয়। সম্প্রতি জানা গিয়েছে, দেবের নায়িকা হয়েছেন তিনি। অর্থাৎ ‘প্রজাপতি ২’ ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে জ্যোতির্ময়ী কুন্ডুকে।
আরও পড়ুন: Madhumita Sarcar: শপিং শুরু, শীঘ্রই বিয়ের পিঁড়িতে মধুমিতা! তারিখ কত?
স্বপ্নপূরণ
অভিনেত্রী জ্যোতির্ময়ী সমাজ মাধ্যমে দেবের সাথে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন। অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর মতে , তাঁর স্বপ্ন পূরণ হয়েছে দেবের সাথে কাজ করতে পেরে । ছোট পর্দায় বেশ জনপ্রিয়তা পেয়েছিল ‘বঁধুয়া’ ধারাবাহিক। যে ধারাবাহিকের হাত ধরে তিনি অভিনয়ে আসেন। তবে ছোটপর্দার পর বড় পর্দাতে দেবের সাথে অভিনয়ের সুযোগ তাঁর কাছে এক বিশাল বড় পাওনা বলে মনে করেন অভিনেত্রী। অবশেষে লন্ডনে প্রজাপতি ২ ছবির শুটিংয়ে শেষে দেবের সাথে ছবি তুলে শেয়ার করেন সমাজ মাধ্যমে । যা অভিনেত্রী জ্যোতির্ময়ীর কাছে স্বপ্নপূরণের সমান।