ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবার মুম্বই (Dev in Mumbai) পাড়ি দেবের। সম্প্রতি অভিনেতা নিজের সামাজিক মাধ্যমে (Social media) একটি ছবি (picture ) শেয়ার করে লেখেন হ্যালো মুম্বই। ছবিটিতে দেখা যাচ্ছে তিনি একটি মেকআপ ভ্যানে তার পুরো টিমের সঙ্গে দাঁড়িয়ে আছেন।
উঠছে প্রশ্ন (Dev in Mumbai)
প্রশ্ন, এবার কী তবে অভিনেতা দেব মুম্বইতে (Dev in Mumbai) কাজ করছেন? বলিউডের (Bollywood) কোনও সিনেমা বা সিরিজে তাকে দেখা যেতে চলেছে? টলিউড একের পর এক ছক্কা হাঁকালেও, বলিউডের তিনি কিভাবে নিজের কাজ শুরু করবেন?
কেন গেলেন মুম্বই (Dev in Mumbai)
বর্তমানে অভিনেতা দেব মুম্বই গেছেন কাজেরই জন্য। তবে তিনি কোনও সিনেমা বা সিরিজে অভিনয় করতে যাননি। তিনি একটি কোমল পানীয় (Soft Drink ) সংস্থার বিজ্ঞাপনের শুটিংয়ে (Add shooting ) গেছে মুম্বই। দর্শকদের বারবার প্রশ্ন লেগেই থাকে, অভিনেতার দেব কী বলিউডে কোনদিনও কাজ করবেন ? বলিউডে তাকে কোনদিনও কী দেখা যাবে? এর আগে রুক্মিণী (Rukmini Maitra) বলিউডে কাজ করেছেন। কিন্তু তাও দর্শকমহলে প্রশ্ন লেগে থাকে যে, দেব কে কবে তারা বলিউডে দেখতে পাবেন? অভিনেতা দেব বলিউডে কাজ করা নিয়ে কোনও মন্তব্য আজ পর্যন্ত দর্শকদের সামনে তুলে ধরেনি।
আরও পড়ুন: Manasi Sinha: বড়দিনের ছুটিতে ধামাকা, মানসীর ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ এ নতুন রূপে অন্বেষা
ছবির মুক্তি (Dev in Mumbai)
এর আগে অভিনেতা দেব প্যান ইন্ডিয়া নিজের ছবি মুক্তি করিয়েছিলেন। ২০২৩ সালে পুজোর সময় মুক্তি পাওয়া ছবি বাঘা যতীন (Bagha Jatin) প্যান ইন্ডিয়া মুক্তি পেয়েছিল। তবে প্যান ইন্ডিয়া ছবিটি সেভাবে সাফল্যে অর্জন করতে পারেনি। এই ছবির মুক্তির আগে মুম্বইতে গিয়ে নিজের ছবি প্রচার করতে দেখা গিয়েছিল অভিনেতা দেবকে।
আরও পড়ুন: Adrit Roy Comeback: আবারও ধারাবাহিকে ফিরছেন আদৃত, মাথায় বুম্বাদার হাত
মুম্বইয়ে কাজের ইচ্ছা (Dev in Mumbai)
ওই সময় তিনি মুম্বইয়ে একাধিক প্রোমোশনাল ইভেন্ট থেকে শুরু করে বহু ইন্টারভিউ দিয়েছিলেন। সেই সময় তিনি কোনদিনও খোলসা করে জানাননি, তার মুম্বইয়ে কাজ করার ইচ্ছে সম্পর্কে। বেড়ে ওঠা মুম্বই শহরে হলেও, নিজের কাজের মধ্যে দিয়ে বাংলাতে তিনি নিজের মাটি শক্ত করেছেন।