ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঘাটাল-সহ পশ্চিম মেদিনীপুরের (Dev on Ghatal Master Plan) বিস্তীর্ণ অংশ এখন জলমগ্ন। টানা বর্ষণ এবং ডিভিসি থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে ঘাটাল অঞ্চলে ফের সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। এই পরিস্থিতির মোকাবিলায় বুধবার এলাকায় এসে প্রশাসনিক বৈঠকে বসেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব।
প্রশাসনিক সাফল্যের বড় নজির (Dev on Ghatal Master Plan)
বৈঠক শেষে সাংসদ জানান, এই বছর স্বাভাবিকের তুলনায় প্রায় ৬০ শতাংশ (Dev on Ghatal Master Plan) বেশি বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ডিভিসির জল ছাড়াও পরিস্থিতিকে আরও জটিল করেছে। তবে প্রশাসনের তৎপরতা নিয়ে তিনি সন্তুষ্ট। কুইক রেসপন্স টিম দ্রুত কাজ করছে বলে জানান তিনি। সাপের কামড়ে আক্রান্ত ১২১ জন রোগীকে সময়মতো চিকিৎসা দেওয়া গিয়েছে এবং মৃত্যু শূন্য এটাই প্রশাসনিক সাফল্যের বড় নজির বলেই মনে করছেন দেব।
বিজেপির তরফে অভিযোগ (Dev on Ghatal Master Plan)
তবে সবকিছু (Dev on Ghatal Master Plan) মসৃণ নয়। বিজেপির তরফে অভিযোগ উঠেছে ঘাটালে বারবার বন্যা হলেও কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে রাজ্য প্রশাসন। এমনকি বন্যার এক মাস পর সাংসদের উপস্থিতি নিয়েও উঠেছে প্রশ্ন। বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে এলাকায় পোস্টার ছড়িয়ে দেবের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা।
দেবের বক্তব্য
এই প্রসঙ্গে দেব বলেন, “রাস্তাঘাট ভেঙে যাওয়ার মতো কিছু সমস্যা হয়েছে ঠিকই। কিন্তু মূল লক্ষ্য হচ্ছে দ্রুত মেরামতি। প্রকৃতির সঙ্গে যুদ্ধে জেতা সম্ভব নয়। তবে মানুষের কষ্ট যাতে কিছুটা লাঘব হয়, সেটাই আমাদের চেষ্টা।” তিনি আরও জানান, বন্যাপ্রবণ এলাকায় গবাদি পশুর জন্য নিরাপদ জায়গা, প্রসূতিদের হাসপাতালে পৌঁছে দেওয়া এবং কমিউনিটি কিচেনের মতো পরিষেবা চালু আছে।
ঘাটাল মাস্টার প্ল্যান
প্রতিবারের মতো এবারও উঠে এসেছে ‘ঘাটাল মাস্টার প্ল্যান’-এর প্রসঙ্গ। দেব জানিয়েছেন, ২০২৪ সালে প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যেই ৫০০ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। বেশ কিছু স্লুইস গেট মেরামতির কাজ চলছে এবং কিছুদিনের মধ্যেই তা শেষ হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
বিজেপির পোস্টার বিক্ষোভ
তিনি আরও বলেন, নতুন নকশা তৈরি হচ্ছে যাতে আগের তুলনায় ৪০ শতাংশ কম জমি অধিগ্রহণ করতে হয়। জমি ও ঘরবাড়ি কম ক্ষতিগ্রস্ত হবে এই পরিকল্পনায়। “এই প্রকল্প কোনও দলের জন্য নয়, ঘাটালের মানুষের জন্য”,-এই বার্তাও দিয়েছেন সাংসদ।অবশ্য রাজনৈতিক তরজা থেকে বিরত থাকেননি তিনি। বিজেপির পোস্টার-বিক্ষোভ প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, “আক্রমণ না করলে রাজনীতিতে টিকে থাকা যায় না। তবে পোস্টার দেখে দেখে অভ্যাস হয়ে গিয়েছে-কখনও সিনেমার, কখনও শীতলবাবুর!”
আরও পড়ুন: Calcutta High Court: রাজ্যের আবেদন খারিজ, অনিকেত মাহাতোদের বদলি মামলার শুনানি হাইকোর্টেই
প্রবল বৃষ্টিতে জলস্তর কোথায় গিয়ে ঠেকবে, তার ঠিক নেই। তবে আগামী দিনের জন্য প্রশাসন প্রস্তুত বলে দাবি করেছেন দেব। তাঁর মতে, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আগামী তিন বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন হবে বলেই তিনি আশাবাদী।