ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বয়স হয়েছিল ৫৬ বছর, এই বয়সে অরুণ রায়ের (Arun Roy) প্রয়াণ মেনে নিতে পারেনি গোটা টলিদুনিয়া (Tollywood)। পরিচালক অরুণ রায়ের প্রয়াণ ছিল, নতুন বছরের শুরুতে একটা বড় ধাক্কা। বিশেষ করে, টলিউডের একটা বড় ক্ষতি এবং ক্ষত। যে ক্ষত কোনও দিনও পূরণ হওয়ার নয়। যেমন গুণী মানুষ ছিলেন, তেমনি তাঁর কাজ। খাদানের সাফল্যের মাঝেই দেব হারিয়েছেন কাছের মানুষকে। গত ২রা জানুয়ারি ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হেরে না ফেরার দেশে চলে যান অরুণ রায়। তাঁর শ্রাদ্ধানুষ্ঠান সারলেন দেব–রুক্মিণী-কিঞ্জল। উপস্থিত ছিলেন কাছের মানুষ থেকে শুরু করে সহকর্মীরা।
অরুণ রায়ের পরিবার তাঁর সহকর্মীরা (Arun Roy)
অরুণ রায়ের (Arun Roy) পরিবার বলতে তাঁর সহকর্মীরা। রবিবার তারাই পরিচালকের শ্রাদ্ধ অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব পালন করলেন। চোখে জল নিয়ে পরিচালকের আত্মার শান্তি কামনা করলেন।
অনুষ্কার আবেগঘন পোস্ট (Arun Roy)
‘হীরালালের হেমাঙ্গিনী’ মাধ্যমে সিনে দুনিয়াকে চিনেছিলেন অনুষ্কা চক্রবর্তী। তাও আবার অরুণ রায়ের (Arun Roy) হাত ধরে। ক্যান্সারের লড়াই থেকে শুরু করে পরিচালকের শেষ যাত্রা, সবেতেই পাশে ছিলেন অভিনেত্রী। তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন, সেই মন খারাপের কিছু ছবি। লিখলেন “জানি তুমি এসবে বিশ্বাস কর না, হয়ত রাগও করছো। কিছুই না তুমি যে আত্মীয়তা গুলো তৈরি করে দিয়ে গেছ, তাদের এক হওয়ার ছিল, তোমায় নিয়েই কথা বলার জন্যই। তোমার কথা বার বার বলার জন্য”। এছাড়াও উপস্থিত ছিলেন কিঞ্জল নন্দ এবং সোমু সরকার। প্রয়াত পরিচালকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে প্রত্যেকের চোখেই জল। সুদীপ্তা চক্রবর্তী লাল গোলাপ দিয়ে পরিচালককে শ্রদ্ধা জানান।
আরও পড়ুন: Dev-Rukmini: ঘুমের ঘোরে এ কি করেন রুক্মিণী? ফাঁস করলেন দেব
দেবকে নিয়ে বাঘা যতীনের বায়োপিক পরিচালনা
প্রসঙ্গত অরুণ রায় টলিউডের পরিচালক হিসেবে পা রেখেছিলেন ২০১১ সালে। নেপথ্যে মূল কান্ডারী তাঁর ‘এগারো’ ছবি। তারপর দর্শকদের একের পর এক উপহার দিয়েছেন হীরালাল, চোলাই, ৮/১২ এর মত প্রচুর ছবি। দেবকে নিয়ে বাঘা যতীনের বায়োপিক পরিচালনা করেছিলেন তিনি। ছবিটি মুক্তি পায় ২০২৩ এর পুজোয়। এই ছবির কাজের সময়ই পরিচালক অসুস্থ হয়ে পড়েন। তবে কাজ থামিয়ে রাখেননি। কাজের প্রতি তাঁর এতটাই নিষ্ঠা ছিল। শুটিং চলাকালীন শোনা যায়, পরিচালক মারণ রোগে আক্রান্ত। মনের জোর ছিল তাঁর। অসুস্থ অবস্থায় টানা শুটিং করেছিলেন।

আরও পড়ুন: Chandramouli Biswas: ৪৮ এই থামল জীবন, আত্মঘাতী রূপমের প্রাক্তন সহকর্মী চন্দ্রমৌলি
অরুণ রায় এবং দেবের হৃদ্যতার সম্পর্ক
‘বাঘা যতীন’ ছবির সময় থেকেই, দেবের সঙ্গে অরুণ রায়ের বেশ ভালোই সম্পর্ক ছিল। অরুণ রায়ের হাত ধরেই এই ছবিতে দেবকে প্রথম দেখা গিয়েছিল বিপ্লবী চরিত্রে। একটা সময় পরিচালক জানিয়েছিলেন, যখন দেবকে বাঘা যতীনের কথা বলা হয়। তখন তো দেব রীতিমত লাফিয়ে উঠেছিলেন। ছবিতে হ্যাঁ বলতে বেশি ভাবেননি। এই ছবি বানানোর সময় খরচ করতে কার্পণ্য করেননি। পরিচালকের নির্দেশ মেনে চলতেন দেব। এই ছবির জন্য দেব প্রচুর পরিশ্রম করেছিলেন। তখন থেকেই অরুণ রায় এবং দেবের মধ্যে একটা হৃদ্যতার সম্পর্ক গড়ে ওঠে। একই ভাবে পরিচালকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল রুক্মিণীর।