ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘প্রজাপতি ২’ ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। দেব (Dev) তাঁর পরিবারকে নিয়ে গিয়েছেন লন্ডনে। সেখানে চলছে ছবির শুটিংয়ের কাজ। দেব লন্ডনের মাটিতে থাকলেও ধূমকেতুর কথা ভোলেননি। তিনি একগুচ্ছ ছবি শেয়ার করেন। ছবিগুলির নেপথ্যে শোনা যাচ্ছে ‘গানে গানে’ গানের সুর। যে গানটি সম্প্রতি মুক্তি পেয়েছে। ধূমকেতু ছবির এই গান ইতিমধ্যেই দর্শকদের মন কেড়ে নিয়েছে। সেই গানেও মজে রয়েছেন অভিনেতা দেব।
কাকে দেখা গিয়েছে? (Dev)
দেবের (Dev) পোস্ট করা ছবির মধ্যে দেখা যায় তাঁর বাবা, মা, দিদি, পরিচালক অভিজিৎ সেন (Avijit Sen) ও অতনু রায় চৌধুরীকে (Atanu Raychaudhuri)। দেবের (Dev) পরনে ছিল কালো রঙের টি শার্ট, জিন্স। দেবের বাবা পরেছিলেন লাল জ্যাকেট ও লাল রঙের টুপি। মাকে সবুজ চুড়িদার পরে দেখতে পাওয়া যায়। দিদি পরেছিলেন নীল রঙের জ্যাকেট ও নীল রঙের স্নিকার্স। আর পরিচালক অতনু রায় চৌধুরীকে (Atanu Raychaudhuri) কালো রঙের জ্যাকেট ও প্যান্ট এবং অভিজিৎ সেনকে (Avijit Sen) সবুজ সোয়েটার, ধূসর রঙের প্যান্ট পরে থাকতে দেখা গিয়েছে।
ম্যাজিক জুটি (Dev)
দেব-মিঠুনের (Dev-Mithun) ‘প্রজাপতি’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালে (Dev)। ‘প্রজাপতি’ দর্শকের ভালোবাসা পেয়েছিল দু’হাত ভরে। ‘প্রজাপতি’ ছবির সিক্যুয়েল ‘প্রজাপতি ২’। আর ‘প্রজাপতি ২’ ছবির শুটিংয়ের কাজ চলছে। দেব-শুভশ্রীর (Dev-Subhashree) মতো দেব মিঠুনের (Dev-Mithun) জুটিও ম্যাজিক এর মত কাজ করে পর্দায়। তাই ‘প্রজাপতি’র মত ‘প্রজাপতির ২’ ছবিও যে দর্শকদের কাছে বিশেষ ভালোবাসা পাবে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: Sabyasachi Chowdhury: ‘বামাক্ষ্যাপা’ রূপে সব্যসাচীর কামব্যাক, মা তারার ভূমিকায় সুন্দরী নায়িকা
অন্যরকম অনুভূতি
সামনেই ‘ধূমকেতু’ মুক্তির কথা রয়েছে। ১৪ আগস্ট ‘ধূমকেতু’র মুক্তি। নয় বছর পর এই ছবির মুক্তি দর্শকের কাছে যেন এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করেছে। তাও আবার দেব-শুভশ্রী জুটি। ফলে দর্শকদের না ভালোলাগার কোনও কারণ থাকছে না। ‘ধূমকেতু’ ছবির একের পর এক ঝলক যেভাবে দর্শকের সামনে এসেছে ,তাতে ছবির প্রতি দর্শকের ভালোলাগা ও কৌতূহল বেড়েছে আরও দ্বিগুণ।
আরও পড়ুন: Panchayat 5: মেটেনি ফুলেরা গ্রামের সমস্যা! দমদার গল্প নিয়ে আসছে পঞ্চায়েত ৫
ছোট পর্দার অভিনেত্রী
প্রসঙ্গত দেব, অভিজিৎ ও অতনু রায়চৌধুরী এই তিনজন পরিচালকের ভূমিকায় একের পর এক অন্য ধারার ছবি দর্শকদের উপহার দিয়ে চলেছে। যেখানে দেবের বিপরীতে দেখা গিয়েছে ছোট পর্দার অভিনেত্রীদের। কখনও সৌমিতৃষা কুন্ডু, কখনও স্বেতা ভট্টাচার্যকে। তবে ‘প্রজাপতির ২’ ছবিতেও ছোট পর্দার নায়িকা জ্যোতির্ময়ী কুন্ডুকে দেখা যাবে দেবের বিপরীতে। আর ছোট পর্দা থেকে অভিনেত্রীরা উঠে আসলেও ছবিগুলি কিন্তু দর্শকদের ভালোবাসা পেয়েছে অনেকখানি। তবে ‘প্রজাপতি ২’ ছবির শুটিং শুরু হলেও দেবের মনেপ্রাণে বারে বারে আসছে ‘ধূমকেতু’র গান।