ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রায় নয় বছর পর একসাথে এক ফ্রেমে মঞ্চে দেব শুভশ্রী (Dev-Subhashree)। তাও আবার নিজেদের ছবির প্রচারে। দু’জনের পরনে একই রঙের পোশাক। অনুরাগীদের কাছে যেন রূপকথার মতো। শুধু অনুরাগী কেন ? দর্শকরাও তো এই দৃশ্যটা দেখার জন্যই অপেক্ষা করছিল । অনেকেই বলছেন, রীতিমত ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন তারা । বাংলার বুকে হয়ে গেল সব থেকে বড় ইভেন্ট । এভাবে ছবির ট্রেলার লঞ্চ খুব একটা হয় না। তবে দেব যেন এখন হাঁটছেন একটু ব্যতিক্রমী ভাবে। এর আগে গোটা বাংলা দেখেছিল খাদানের প্রচার। আর এবার দেখবে ধূমকেতুর প্রচার। এই ছবির প্রচার যে ঠিক কতটা ধামাকাদার হতে চলেছে , তার আগাম পূর্বাভাস দিয়ে দিলেন দেব। দেব শুভশ্রীকে (Dev-Subhashree) এক ফ্রেমে আদৌ দেখা যাবে কিনা এ নিয়ে নানান প্রশ্ন উঠেছিল একটা সময়। সেই প্রশ্নের উত্তর দেব নিজেই দিলেন। একদিকে বাংলার সুপারস্টার, অপরদিকে বাংলার লেডি সুপারস্টার।
নস্টালজিক মুহূর্ত (Dev-Subhashree)
৪ আগস্ট ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়ে রইল। নয় বছর পর একই মঞ্চে দেব শুভশ্রী (Dev-Subhashree)। দু’জনে কালো পোশাকে ধরা দিলেন উপস্থিত দর্শকের সামনে। দেব কালো রঙের পোশাক ও শুভশ্রী কালো রঙের গ্রাউনে ধরা দিলেন। দেব মঞ্চে এসে বললেন , এত বছর ধরে ‘ধূমকেতু ‘কে বাঁচিয়ে রাখার জন্য ধন্যবাদ । তখনই দর্শক থেকে অনুরাগীদের চমকে দিলেন শুভশ্রী। কী বললেন তিনি? শুভশ্রী দেবের দিকে তাকিয়ে বলেন, “আমার সঙ্গে বন্ধুত্ব করবে।” তখন দেব বলেন ,’কেন ?’ শুভশ্রী বললেন ‘এমনি ‘। বহু বছর আগে ‘ চ্যালেঞ্জ ‘ ছবির ডায়লগ । যা এত বছর পর নস্টালজিক মুহূর্ত তৈরি করল।

একে অপরকে ফলো করা (Dev-Subhashree)
নজরুল মঞ্চে (Nazrul Mancha) দর্শকের সামনে যেন একের পর এক চমক আসতে থাকে। পরের চমক কী ? আরও এক অবাক করা মুহূর্ত দর্শকে সামনে ঘটে গেল। যখন দেব শুভশ্রীকে প্রশ্ন করা হল, তাঁরা কবে একে অপরকে ফলো করবেন ? জবাবে শুভশ্রী বলেন, “কে আগে ব্লক করেছিল ?” এমন উত্তরে দেব চুপ করে যায়। শুভশ্রী নিজের ফোন বের করেন এবং দেবকে ফলো করেন । উল্টোদিকে দেবও নিজের ফোন নিয়ে এসে , শুভশ্রীকে ফলো করেন। অর্থাৎ বলা যায় ,একে অপরের ভুল বোঝাবুঝি মিটিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। আর এই ঘটনার সাক্ষী থেকে গেল সকল দর্শক।

আরও পড়ুন: Salman Khan: সলমনের বোনের জন্মদিনে এলাহি কাণ্ড! একফ্রেমে ভাইজানের পরিবার
একসাথে সেলফি (Dev-Subhashree)
মঞ্চে দেব শুভশ্রীর (Dev-Subhashree) কথোপকথনই শুধু অবাক করা নয় তাই নয়, আরও একটি অবাক কান্ড ঘটলো দর্শকের সামনে। উপস্থিত দর্শককে অবাক করে দিয়ে দেবের সঙ্গে শুভশ্রী সেলফি তোলেন। সত্যি অনুরাগী কিংবা দর্শক ভাবতে পেরেছিল ,তারাও সাক্ষী হতে চলেছেন দেব শুভশ্রীর এমন সুন্দর মুহূর্তের!

কারা থাকলেন উপস্থিত ?
দেব শুভশ্রী (Dev-Subhashree) ছাড়াও মধ্যে উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় , ইন্দ্রদীপ দাশগুপ্ত, রানা সরকার ও অনুপম রায়। ‘ধূমকেতু ‘ ছবির ‘গানে গানে ‘ গান গেয়ে মাতালেন অনুপম রায়, সঙ্গ দিলেন ঈশান মিত্র। কৌশিক গাঙ্গুলীর জন্মদিনের দিন এত সুন্দর একটি মুহূর্ত স্মৃতির পাতায় তোলা থাকল।