Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘ধূমকেতু’ (Dev -Subhashree) নিয়ে দর্শকদের মধ্যে এক আলাদা উন্মাদনা ছিল। আজ অর্থাৎ ১৪ই আগস্ট প্রতীক্ষার অবসান, মুক্তি পেল ‘ ধূমকেতু’। ধূমকেতুর চাহিদার জন্য হল গুলিতে শো টাইম সকাল ৭ টাতে করা হয়। তেমনি রায়গঞ্জে রাত দুটোর সময় ধূমকেতু মুক্তির সেলিব্রেশন হল। ঢাক বাজিয়ে, কেক কেটে বিশাল আয়োজন। রীতিমত অবাক কান্ড, বাংলা সিনে দুনিয়ায় এমন ঘটনা কমই ঘটেছে।
রাত দুটোয় সেলিব্রেশন ! (Dev -Subhashree)
আসলে বাংলা সিনেমা জগতে আগে এমনটা ঘটেছে বলে মনে হয় না (Dev -Subhashree)। কারণ বাংলা সিনেমার চাহিদা আগেও ছিল , এখনও আছে। তবে ধূমকেতু দর্শকের কাছে এক অন্যরকম ভাবে ধরা দিয়েছে। বলা যেতে পারে, ধূমকেতুর হাত ধরেই হয়ত বাংলা সিনেমা জগতের এক বিরাট পরিবর্তন আসতে চলেছে। অনেকেই মনে করছেন, ধূমকেতু ইতিহাস গড়ল। আর তার ঝলক ধরা পড়ল রায়গঞ্জে। রাত দুটোর সময় কৃষ্ণ কল্যাণী ও আরও অনেকে মিলে সেলিব্রেশন করলেন ধূমকেতু মুক্তি পাচ্ছে বলে। তাঁর কথায়, রায়গঞ্জের মানুষ ভীষণ খুশি। কারণ রায়গঞ্জ থেকেই ধূমকেতুর ফার্স্ট ডে, ফার্স্ট শো শুরু। কৃষ্ণ কল্যানী মনে করেন , ধূমকেতু শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, ভারতের ইতিহাস এক নজির গড়ল ।
উপরি পাওনা (Dev -Subhashree)
আসলে বাংলা সিনেমা নিয়ে দর্শকের এত আনন্দ বা উচ্ছ্বাস আগে সেভাবে ধরা পড়েনি। ধূমকেতু মুক্তির খবর প্রকাশ্যে আসার পর থেকেই দর্শক ভীষণ খুশি ছিল। তারপর উপরি পাওনা দেব-শুভশ্রী (Dev -Subhashree) জুটি। যে জুটি ফিরে আসছে প্রায় দশ বছর পর। একসময় দেব শুভশ্রীর জুটির প্রতিটি ছবি দর্শকের মন কেড়ে নিয়েছিল। এই জুটিকে বেশ কয়েক বছর দেখা যায়নি। ধূমকেতুই ছিল দেব শুভশ্রীর শেষ জুটি হিসেবে কাজ করা। তারপর থেকেই আর এই জুটিকে একসাথে পর্দায় দেখা যায়নি। স্বাভাবিক ভাবেই এই জুটিকে নিয়ে আলাদা এক উন্মাদনা তো থাকবেই ভক্তদের মধ্যে।
মিটবে কৌতূহল !
‘ধূমকেতু’তে দেব শুভশ্রী (Dev -Subhashree) জুটি ফিরে আসার সাথে সাথে দেখা গেল তাঁদের অন্যরকম গল্প। অর্থাৎ দেব শুভশ্রীকে আগে যেভাবে দর্শক দেখেছে পর্দায় , ধূমকেতুতে অন্য রূপে হাজির তাঁরা। গল্প অসাধারণ। কারণ ছবির ট্রেলারে দেখা গিয়েছিল দেবের বৃদ্ধ লুক। যাই হোক দর্শকের কৌতূহল মিটল আজই, স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে।
আরও পড়ুন: Gold Rate Today: লক্ষ্মীবারে সোনার দামে রদবদল, জানুন আজ রেট কত?
অপেক্ষা শেষ
অবশেষে ১০ বছর পর পর্দায় ‘ ধূমকেতু’। পর্দায় দেব শুভশ্রী (Dev -Subhashree) জুটিকে দেখতে পেল ভক্ত থেকে দর্শক। যদিও এর আগে দেব শুভশ্রী ধরা দিয়েছেন দুবার। একবার ধূমকেতুর ট্রেলার লঞ্চে, আর একবার নৈহাটির বড় মায়ের মন্দিরে। দর্শক যে দেব শুভশ্রীকে কতটা পছন্দ করে, তার প্রমাণ আর নতুন করে দেওয়ার নেই। এখন শুধু অপেক্ষা, ‘ধূমকেতু ‘ ব্লকবাস্টার হওয়া।