ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৪ আগস্ট বেশ ধুমধাম করে ‘ধূমকেতু ‘ ছবির ট্রেলার মঞ্চে দেব শুভশ্রীকে (Dev -Subhashree) দেখা গিয়েছে। বলা যেতে পারে, যেটা বহু বছর ধরে অপেক্ষা করছিল অনুরাগী থেকে দর্শকরাও। দেব শুভশ্রী একই মঞ্চে গান আড্ডার সাথে দর্শককের মন জয় করে নিয়েছেন। কিন্তু এসবেরও পরে ট্রোল করা হচ্ছে রাজ ও রুক্মিণী মৈত্রকে নিয়ে। যেটা না হওয়াই উচিত। নেটিজেনেরা কেন করছেন এমন ?
না হওয়াই উচিত (Dev -Subhashree)
রানা সরকারের প্রোডাকশন হাউসের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে একটি পার্টির আয়োজন করা হয়েছিল (Dev -Subhashree)। যেখানে উপস্থিত ছিলেন দেবও (Dev)। রাজ ও রুক্মিণীর (Raj – Rukmini ) দিকে যে কটাক্ষ ধেয়ে এসেছে তার প্রতিবাদ করলেন দেব। কী বললেন অভিনেতা ? দেবের মতে, পার্সোনাল অ্যাটাক তাঁর গায়ে লাগে না। তবে এমন পার্সোনাল অ্যাটাক না হওয়াই উচিত বলে মনে করেন অভিনেতা। দেবের কথায়, দর্শক যেভাবে দেব শুভশ্রীকে (Dev -Subhashree) দেখতে চেয়েছিল , সেটাই রিক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। একটা ওয়াল তৈরির চেষ্টা করা হয়েছিল, যেখানে নস্টালজিক ব্যাপারটা ছিল।
পরিবার পাশে থাকা (Dev -Subhashree)
প্রায় দশ বছর পর ধূমকেতুর হাত ধরে দেব শুভশ্রী (Dev -Subhashree) আবার দর্শকের সামনে। যেন এক বহু বছরের অপেক্ষার অবসান ঘটল। সেখানে এমন নেগেটিভ কথা কেনই বা উঠছে ? তাছাড়া দেব ও শুভশ্রী নিজেদের ফ্যামিলি নিয়ে সুখী। আর নিজেদের ফ্যামিলির সাপোর্ট পেয়েই দেব ও শুভশ্রী এত দূর এগিয়ে এসেছেন। দেবের মতে, কাউকে ব্যক্তিগত আক্রমণ করাটা ঠিক না। কারণ ধূমকেতুর পিছনে প্রত্যেকের অবদান রয়েছে। দেবের দিক দিয়ে যেমন রুক্মিণী সাপোর্ট করেছেন । এমনকি দেবের সাথে এ নিয়ে রিলস বানিয়েছেন রুক্মিণী । অন্যদিকে রাজ চক্রবর্তীও ( Raj Chakrabarty) শুভশ্রীকে যথেষ্ট সাহায্য করেছেন। দেবের কথায়, রাজের সাথে তাঁর সরাসরি কথা না হলেও, শুভশ্রীকে দেখে বোঝা যায় ফ্যামিলি সাপোর্ট ছাড়া এতটা আনন্দ আসে না।
পজিটিভিটিতে আনন্দ (Dev -Subhashree)
অভিনেতা দেব (Dev -Subhashree) আরও বলেন, ধূমকেতুর ট্রেলার লঞ্চ মঞ্চে অভিনয় ছিল না ,দর্শকের কাছে দেব শুভশ্রী জুটিকে পুরোপুরি তুলে ধরার চেষ্টা করা হয়েছিল । যাতে যাঁরা দেব শুভশ্রীকে বানিয়েছেন, তাঁরা পূর্ণ হন। সাথে রাজ রুক্মিণীর অপমান হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিলেন দেব। তবে পাশাপাশি এও বলেন, “সোশ্যাল মিডিয়া থেকে এর চেয়ে বেশি কিছু আশা করে করা যায় না। কারণ সোশ্যাল মিডিয়া মানে, যত নেগেটিভ দিক তুলে ধরবে ততই তাদের ফলোয়ার ভিউস বাড়বে। কিন্তু এই ফলোয়ার নিয়ে লাভটা কি? ” দেবের কথায়, নেগেটিভ কথা অনেক দূর পর্যন্ত যেতে পারে । তবে পজিটিভের ভিতর আলাদা আনন্দ আছে। হতে পারে হয়ত, ফলোয়ার লাইক অল্প হল। কিন্তু নোংরামিটা করা হল না।
আরও পড়ুন: Jeetu-Ditipriya: জিতু-দিতিপ্রিয়ার বিবাদ মেটাতে এগিয়ে এলেন কে? প্রকাশ্যে আসল সত্যি
মুছে ফেলার চেষ্টা
‘সন্তান ‘,’ খাদান ‘ ছবির মধ্যে দিয়ে দেব শুভশ্রীর (Dev -Subhashree) একটা নেগেটিভ দিক তুলে ধরা হয়েছিল। আর সেটাকে মুছে ফেলার জন্যই ধূমকেতুর হাত ধরে এই চেষ্টা। দেব শুভশ্রীর নিজ নিজ ফ্যামিলিতে মধ্যে যে পজিটিভিটির দিক আছে, ধূমকেতুর মুক্তির আগে তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কারণ দেব শুভশ্রী নিজেদের ফ্যামিলি নিয়ে ভীষণ খুশিতে আছেন। সবকিছুর শেষে বলা যায়, দেব শুভশ্রী একই ফ্রেমে এসেছেন মানে, তাঁদের পরিবারের লোকজনকে ট্রোল কিংবা ব্যক্তিগত আক্রমণ করতে হবে, সেটা কিন্তু একেবারেই ঠিক না । তবে অভিনেতা দেবের মতে , ট্রোলাররা যত ট্রোল করবেন, ততই তাঁর ছবির প্রচার হবে।