ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তামিলনাড়ুতে কাকভোরে ভয়ঙ্কর কাণ্ড। তিরুভাল্লুরের কাছে একটি মালবাহী ট্রেনের অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে(Devastating Fire)। জানা গিয়েছে, ৪৫টি ট্যাঙ্কারে অপরিশোধিত তেল বহনকারী মালবাহী ট্রেনটি চেন্নাইয়ের এন্নোর ছেড়ে মুম্বইয়ে যাচ্ছিল।কিন্তু তিরুভাল্লুরের কাছে এগাত্তুর এলাকায় ট্রেনটি আসার পরেই আগুন লাগে।
ঘটনার সূত্রপাত (Devastating Fire)
জানা গিয়েছে, রবিবার ভোর ৫টা নাগাদ তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলওয়ে স্টেশনের কাছে একটি ট্রেনে ভয়াবহ আগুন লাগে(Devastating Fire)। পণ্যবাহী ট্রেন বা মালগাড়িতে করে অপরিশোধিত তেল নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানেই আগুন লেগে যায়। দাহ্য পদার্থ বোঝাই থাকায় একের পর এক বিস্ফোরণ হতে থাকে। দাউদাউ করে জ্বলতে থাকে ট্রেনটি। পেয়েই দমকলের কর্মীরা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে তেলের ট্যাঙ্কার হওয়ায় তা নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় চেন্নাই-আরাক্কোনাম রুটে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। সেই সঙ্গে অনেক ট্রেন বাতিলও করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

জোরালো বিস্ফোরণে আতঙ্ক (Devastating Fire)
সাউথার্ন রেলওয়ে সূত্রে খবর, ডিপো থেকে তেল নিয়ে গন্তব্যে যাচ্ছিল পণ্যবাহী ট্রেনটি(Devastating Fire)। তিরুভাল্লুরের কাছে দুর্ঘটনা ঘটে। ট্রেনের দুই থেকে তিনটি কামরা লাইনচ্যুত হয়ে সম্পূর্ণ উল্টে যায়। এরপরই আগুন লাগে। ঘর্ষণের ফলে আগুনের ফুলকি কোনওভাবে ট্রেনের বগির ভিতরে, যেখানে তেল রাখা ছিল, তারমধ্যে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়।পরপর তিনটি বিস্ফোরণ হয়েছে বলে খবর। আগুনের লেলিহান শিখা আকাশের কয়েকফুট ওপর পর্যন্ত উঠেছে।আগুন লাগার পরেই আশেপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। যে ৪টি বগি বা ট্যাঙ্কারে আগুন লেগেছে, ইতিমধ্যেই সেগুলিকে আলাদা করা হয়েছে।
আরও পড়ুন-Shubhanshu Shukla: মঙ্গলে মঙ্গলময় বার্তা! পৃথিবীতে ফিরছেন শুভাংশু শুক্লা, অপেক্ষায় ভারত
অগ্নিকাণ্ডের নেপথ্যের কারণ (Devastating Fire)
রেলের কর্তারা জানিয়েছেন, আগুন লাগার কারণে আশেপাশের এলাকায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি(Devastating Fire)। যেহেতু ডিজেল ভর্তি ট্যাঙ্কার ছিল, তাই আগুন নিয়ন্ত্রণ আনতে তাঁদের কিছুটা বেগ পেতে হয়। পুলিশ আধিকারিক এ শ্রীনিবাস পেরুমাল বলেন, ‘উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।’ অন্যদিকে অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান সীমা আগরওয়াল বলেন, ‘ট্যাঙ্কারে ডিজেল ছিল, তাই আগুন নিয়ন্ত্রণে আনাটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।’ কী ভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন রেলের কর্তারা।

আরও পড়ুন-ALPA: পাইলটদের উপরে দায়! বিমান বিপর্যয়ের রিপোর্টের বিরোধিতা পাইলট সংগঠনের
বাতিল ৮টি ট্রেন (Devastating Fire)
অন্যদিকে, অগ্নিকাণ্ডের ফলে ওভারহেড বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে রেলের তরফে(Devastating Fire)। যার জেরে চেন্নাই-আরাক্কোনাম অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। বেশ কয়েকটি যাত্রিবাহী ও মালবাহী ট্রেনকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়। পাশাপাশি চেন্নাই থেকে মাইসোর, বেঙ্গালুরু, কোয়েম্বাটোরগামী-সহ ৮টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। ৫টি এক্সপ্রেস ট্রেনকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
