Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নতুন বছরের এই পুজোতে মুক্তির অপেক্ষায় থাকা শুভ্রজিৎ মিত্রর ছবি ‘দেবী চৌধুরানী’ (Devi Chaudhurani)। ১৩ই আগস্ট ছবিটির টিজার প্রকাশিত হয়েছিল। শত্রুদের মুখে প্রতিশোধের আগুন ,যে দৃশ্য দেখে দর্শকদের মনে আগ্রহের সৃষ্টি হয়েছিল। মঙ্গলবার অর্থাৎ ২ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে ছবির প্রথম গান। কাজী নজরুল ইসলামের (Kazi Nazrul Islam) ‘দুর্গম গিরি কান্তার মরু’। যে গান শোনা যাবে বাংলার উজ্জ্বল সংগীতশিল্পীদের কন্ঠে।
কাদের কণ্ঠস্বর? (Devi Chaudhurani)
কাজী নজরুল ইসলামের পাশাপাশি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chatterjee) ‘বন্দেমাতরম’ গানটি শোনা যাবে ‘দেবী চৌধুরানী ‘ ছবিতে। গানটি পরিচালনা করেছেন পন্ডিত বিক্রম ঘোষ। ইমন চক্রবর্তী (Iman Chakraborty) ,উজ্জয়িনী মুখোপাধ্যায় (Ujjaini Mukherjee), দুর্নিবার সাহা (Durnibar Saha), বিক্রম ঘোষ ও তিমির বিশ্বাসের কন্ঠে গানটি শোনা যাবে। গানটি প্রকাশ্যে আসায় দর্শক ভীষণ খুশি। যদিও এর আগে বলিউড সিনেমাতে কাজী নজরুল ইসলাম গানটি ব্যবহার করা হয়েছিল। তবে পরিচালকদের কম্পোজিশনের কারণে তা সমালোচনার মুখে পড়েছিল (Devi Chaudhurani)।
পর্দায় ইতিহাসের গল্প
‘দেবী চৌধুরানী’ ছবিতে দেবীর চৌধুরীর চরিত্রে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। বিপরীতে ভবানী পাঠকের চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। ছবিতে ভবানী পাঠক ও প্রফুল্ল চরিত্রকে ফুটিয়ে তোলা হবে। আসলে পর্দায় যতবারই ইতিহাসের গল্প তুলে ধরা হয়েছে ততবারই সেই ছবি দর্শকের ভালোবাসা পেয়েছে প্রচুর।

বাংলার মাটিকে রক্ষা (Devi Chaudhurani)
পুজোয় বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘দেবী চৌধুরানী’। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানীর অবলম্বনে তৈরি এই ছবিতে মুখ চরিত্রে থাকবেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবিটি গল্প বলবে, ১৭৭০ সালের সন্ন্যাসী বিদ্রোহের ইতিহাস। ব্রিটিশ অত্যাচারীদের হাত থেকে বাংলার মাটিকে বাঁচানোর জন্য জ্বলে উঠেছিল বিদ্রোহের আগুন। বাংলার মানুষকে রক্ষা করার জন্য প্রফুল্ল হয়ে উঠেছিল দেবী চৌধুরানী। আর সেই গল্প তুলে ধরা হবে ছবিতে।
আরও পড়ুন: BWF: ২০২৬-এ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ নিয়ে বড় ঘোষণা BWF-এর
চেনা গল্প পর্দায় (Devi Chaudhurani)
সবশেষে বলা যায়, এই ছবিটি শুধুমাত্র একটি সিনেমা নয়, ইতিহাসের শক্তিশালী প্রতিনিধি, বাঙালির সাহসের প্রতীক। দর্শক অপেক্ষায় রয়েছেন এমন একটি ছবির। অনেকটা বলা যায় ,যে ছবি ইতিহাসের পাতায় সকলের পড়া, সেই গল্পই পর্দায় দেখার অনুভব করতে পারবে দর্শক।
সম্প্রতি, কমার্শিয়াল ছবির পাশাপাশি ভিন্নধারা ছবিও বেশ নজর কাড়ছে। বক্স অফিসে যেমন কমার্শিয়াল ছবি বাজিমাত করছে, তেমনি ভিন্ন ধারার ছবিগুলো ব্যবসায়িক দিক দিয়ে সফল। সেক্ষেত্রে যদি বলা যায় যে, ‘দেবী চৌধুরানী ‘ ছবিও একটু ভিন্ন ধারার ছবি। বঙ্কিমচন্দ্রের রচিত কাহিনী অবলম্বন করে এর আগেও বিভিন্ন সিরিয়াল, ছবি তৈরি হয়েছে। তবে তার মধ্যে ব্যতিক্রমী নজির সৃষ্টি করতে পারে প্রসেনজিৎ শ্রাবন্তী অভিনীত এই ছবিটি ,এমনটা আশা করছেন দর্শকরা (Devi Chaudhurani)।