Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কথায় বলে ‘চোরা না শোনে ধর্মের কাহিনী।’ এ যেন ঠিক তাই, অতি ভক্তি! ঈশ্বরের পায়ের ‘চরণামৃত’ হিসেবে বাতানুকূল যন্ত্র (Air Conditioner) থেকে জল পান করছেন অগণিতক ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই তুমুল শোরগোল। রীতিমত ভাইরাল হওয়া এই ঘটনাটি ঘটেছে, মথুরার শ্রদ্ধেয় বাঁকে বিহারী মন্দিরে। যেখানে এই অদ্ভুত দৃশ্য দেখা গিয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, ভক্তরা একটি হাতির ভাস্কর্য থেকে ফোঁটা ফোঁটা জল সংগ্রহ করছেন এবং তা পান করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। কেউ কেউ আবার এটিকে ‘চরণ অমৃত’ বলেও উল্লেখ করেছেন। ভগবান কৃষ্ণের পায়ের পবিত্র জল বলে বিশ্বাস করে তা তাঁরা পান করছেন। ভাইরাল ওই ভিডিয়োতে আরও দেখা গিয়েছে, ভক্তরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে হাতির আকৃতির টিউব থেকে প্রবাহিত জলে একত্রিত হয়ে চুমুক দিচ্ছেন। কেউ কেউ আবার ‘কাপ’ ব্যবহার করছেন।
আদতে দেখা যাচ্ছে যে, জলটি কেবল একটি শীতাতপ নিয়ন্ত্রণ ইউনিট থেকে আসছে। বলা ভালো ওটা আসলে এসি থেকে বের হওয়া জল ছিল। শুধু তাই নয়, মন্দিরের একজন দর্শনার্থী গোটা ঘটনার ভিডিওটি রেকর্ড করছেন। তিনি নিজেও এই জলের সঙ্গে কৃষ্ণের চরণা অমৃতের তত্ত্ব মানতে নারাজ।
আরও পড়ুন:https://tribetv.in/what-us-election-outcome-would-mean-for-the-rest-of-the-world/
তিনি ভক্তদের সতর্ক করে বলেন যে, ”দিদি, ইয়ে এসি কা পানি হ্যায়, চরন কা পানি না হ্যায় ইয়ে ঠাকুর জি কে। ইয়াহা কে মন্দির কে পূজারিওঁ নে ইস চিজ কি পুষ্টি কি হ্যায়।” (এই জল এয়ার কন্ডিশনার থেকে এসেছে, ভগবান কৃষ্ণের পায়ের নয়। মন্দিরের পুরোহিতরা এটি নিশ্চিত করেছেন)। তাঁর এই বক্তব্য শোনার পরও অসংখ্য ভক্তরা এতটুকু বিচলিত না হয়ে, হুড়োহুড়ি করে সেই জল সংগ্রহ করে যাচ্ছেন।