ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সাজিয়া ইকবাল পরিচালিত রোমান্টিক থ্রিলার ছবি ‘ধড়ক ২’ । ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে সিদ্ধান্ত চতুর্বেদিকে (Siddhant Chaturvedi)। ইতিমধ্যেই বক্স অফিসে বেশ ভালো আয় করে নিয়েছে ‘ধড়ক ২’ (Dhadak 2)। প্রায় ৪০ কোটি ব্যয় করা হয়েছিল ছবিটি তৈরি করতে। ছবিটি তৈরি করতে যে খরচ হয়েছিল তা এখনও অবশ্য তুলতে পারিনি ছবি মুক্তির পর। তবুও একের পর এক ছবিকে টপকে চলেছে ধড়ক ২।
এগিয়ে যাওয়া (Dhadak 2)
ফোন ভূত (১৪.০১ কোটি) , ইয়ুধরা (১১.৩১ কোটি) ,বান্টি অউর বাবলি ২’ ছবির বক্স অফিসের আয় রেকর্ড ভেঙে এগিয়ে চলেছে ‘ধড়ক ২’ । অর্থাৎ সিদ্ধান্তের আগে সিনেমা গুলি থেকে যা আজ হয়েছিল, তার থেকেও বেশি আয় করছে ‘ধড়ক ২’ (Dhadak 2) । প্রথম দিনে আয় করেছিল ৩.৫০ কোটি টাকা। ছবিটি মুক্তির পর প্রথম শনিবার ৩.৭৫ কোটি ও রবিবার ৪.১৫ কোটি টাকা আয় করেছিল। তবে সপ্তাহের কাজের দিন গুলিতে কিছুটা হলেও থমকে গিয়েছিল ‘ধড়ক ২’ এর বক্স অফিসের আয় । অবশ্য খুব যে কম আয় করেছিল তা নয়। অর্থাৎ ‘ধড়ক ২’ প্রথম সপ্তাহে ১৭ কোটির কাছাকাছি আয় করে (Dhadak 2)।

আরও পড়ুন: Cartoon Cafe: কার্টুন দিয়ে যায় চেনা, কলকাতার কোথায় আছে এই ‘কার্টুন ক্যাফে’?
সমাজের গভীর দিক
ছবিতে নিপীড়িত বর্ণের ছেলে ও উচ্চবর্ণের মেয়ের গল্প তুলে ধরা হয়েছে। আর এই গল্পের মধ্য দিয়ে ইঙ্গিত করা হয়েছে সমাজে শ্রেণি বৈষম্যের দিক । নিপীড়িত বর্ণের ছেলে ‘নীলেশ ‘ চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ চতুর্বেদী (Siddhant Chaturvedi)। উচ্চবর্ণের মেয়ে ‘বিধি ‘ চরিত্রে দেখা গিয়েছে তৃপ্তি দিমরিকে (Tripti Dimri)। সাজিয়া ইকবাল পরিচালিত ‘ধড়ক ২’ একটি রোমান্টিক গল্প। জাহ্নবী কাপুর ও ঈশান খট্ট অভিনীত ‘ধড়ক ‘ সিনেমার সিক্যুয়েল ‘ধড়ক ২’ । সিদ্ধান্ত চতুর্বেদির সাথে তৃপ্তি দিমরির এটি প্রথম ছবি। তামিল ছবি ‘পরিয়েরুম পেরুমল’-এর রিমেক ‘ধড়ক ২’ (Dhadak 2)।
আলোড়নের কথা ভাবা
জাহ্নবী কাপুর ও ঈশান খট্ট অভিনীত ‘ ধড়ক ‘ যেভাবে দর্শকের মধ্যে আলোড়ন তুলেছিল, তার কথা ভেবেই নতুন পরিচালক সাজিয়া ইকবাল ‘ধড়ক ২’ এর কথা ভাবেন। এই ছবির অন্যতম শক্তি হল, ছবির সাহসী বিষয়বস্তু। যা বর্ণ বৈষম্য ও সামাজিক সংবেদনশীল ইস্যু নিয়ে নির্মিত হয়েছে । আর তার মধ্যে দিয়ে ফুটে উঠেছে প্রেমের গল্প। ধড়ক ২ ছবির সংগীত ও ব্যাকগ্রাউন্ডে আবহ ছবির গল্পকে এক অন্যরকম ভাবে তুলে ধরেছে দর্শকের কাছে। তবে সমালোচকদের মতে, বাস্তব জীবনের কঠোরতা কিছুটা নরম করে দেখানো হয়েছে ছবিতে। মূল ঘটনার প্রভাব কিছুটা কম দেখানো হয়েছে (Dhadak 2)।
সামাজিক বার্তা
‘ধড়ক ২’ বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে এবং তরুণ প্রজন্মেরও কাছে বিশেষ ভাবে জনপ্রিয়তা পেয়েছে (Dhadak 2)। ছবিটি আরও একটি দিক প্রমাণ করেছে যে ,সাহসী বিষয়বস্তু ও শক্তিশালী অভিনয় মিলে দর্শক শুধুমাত্র বিনোদন নয়, সামাজিক বার্তাও গ্রহণ করতে প্রস্তুত।