ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার মানেই বাংলাদেশ জুড়ে বিরাজ (Dhaka Air Pollution) করে ছুটির আমেজ। বেশিরভাগ লোকজনই আজ আছেন বাড়িতে। জেলায় জেলায় কলকারখানাও বন্ধ। তাও বায়ুদূষণের নিরিখে বিশ্বের দুই নম্বর স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
ছুটির দিনেও দূষণ! (Dhaka Air Pollution)
গতকাল বিশ্বের ১২৫টি শহরের মধ্যে বায়ুদূষণের (Dhaka Air Pollution) সবথেকে শীর্ষে ছিল ঢাকা। আজ সেই স্থানে আছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। কিন্তু বায়দূষণের পরিমাণ মোটেই কমেনি ঢাকায়। আজ যেহেতু ঢাকাজুড়ে ছুটির আমেজ, রাস্তায় যানবাহনের পরিমাণ কম, তাই বায়ুদূষণের (Dhaka Air Pollution) পরিমানও কম। আর তাছাড়া কলকারখানা বন্ধ থাকার কারণেও দূষণের মাত্রা অন্যান্য দিনের তুলনায় কম। কিন্তু স্বাভাবিকের তুলনায় মোটেই কম নয়। উল্টে আজ আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ২৩৬।
কাজের দিনেও একই ছবি (Dhaka Air Pollution)
বাংলাদেশের রাজধানী ঢাকাতে গত বুধবারও এই একই দৃশ্য দেখা গিয়েছিল। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের মাধ্যমে প্রতিদিনের বায়ুদূষণের (Dhaka Air Pollution) মাত্রা ও পরিস্থিতি নিরীক্ষণ করা হয়। এর মাধ্যমে একটা শহরের বাতাসের গুণমান কেমন, সেই অঞ্চলের বাতাস কতটা বিশুদ্ধ সেই সব তথ্য জানা যায়। তাছাড়া অঞ্চলের বাতাসের গুণমান সম্পর্কে জনগণকে সতর্কও করে এই আইকিউ এয়ার। ঢাকার মানুষের উদ্দেশ্যে বাইরে বেরোবার প্রয়োজন হলে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশে কোথায় বাতাস কেমন?
রাজশাহীতে বায়ুর মান ১৬৯, খুলনায় বায়ুর মান ১৬২, চট্টগ্রামের বায়ুর মান ৯৪। বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতির কারণেই ঢাকায় বায়ুদূষণ বেশি দেখা যায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, ঢাকার বায়ুতে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ প্রায় স্বাভাবিকের চাইতে ৩২ গুণ বেশি।
আরও পড়ুন: Hamas-Israel Clash: যুদ্ধবিরতির সব শর্তে ‘না’ হামাসের, শুক্রে ফের বৈঠকে মন্ত্রিসভা
আইকিউ এয়ারের সূচক
যদি কোনও অঞ্চলের বায়ুর স্কোর ০-৫০ এর মধ্যে থাকে তবে সেই বায়ুর মান ভালো। ৫১-১০০ হলে সেই বায়ুর মান মাঝারি গ্রহণযোগ্য। ১০১-১৫০ যদি হয় তবে সেই বায়ুর মান অত্যন্ত অস্বাস্থ্যকর। ২০১-৩০০ হলে সেই বায়ুর মান খুবই খারাপ। আর যদি কোনও অঞ্চলের বায়ুর মান ৩০০-এর উপরে চলে যায়, তবে সেই অঞ্চলের বায়ু হয়ে যায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
আরও পড়ুন: Sudan Shelling: সুদানের খার্তুমে গোলাবর্ষণ, নিহত ১২০, দুর্ভিক্ষের দিকে এগোচ্ছে দেশ
গত বছরের ডিসেম্বর মাস থেকেই এমন অবস্থা বাংলাদেশের বায়ুর। রাজধানীর মানুষ আজ পর্যন্ত একটা দিনও বিশুদ্ধ বাতাসে প্রাণ খুলে নিশ্বাস নিতে পারেনি। গবেষণা বলছে ২০২৩ সালের তুলনায় এবার ২৬% দূষণ বেড়েছে বাংলাদেশের রাজধানীতে।