Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বক্স অফিসে ব্যাপক আলোড়ন তুলেছে ‘ ধূমকেতু ‘ (Dhumketu) । কিন্তু ধূমকেতু ছবির প্রোমোশনে কেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে (Chiranjeet Chakraborty) দেখা গেল না ? এই ছবি নিয়ে এত হইচই, আলোচনা , এত বড় ইভেন্ট হল, অথচ এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেও প্রচারের আলোয় আসলেন না চিরঞ্জিত চক্রবর্তী ! কেন ? তাঁকে নাকি প্রমোশনে ডাকাই হয়নি ! অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী এই প্রসঙ্গে সরাসরি নিজের প্রতিক্রিয়া জানালেন, ট্রাইভ টিভির সাক্ষাৎকারে। কী বললেন অভিনেতা? একটু হলেও অভিনেতা কী ক্ষুন্ন হয়েছেন?

কেন ডাকা হল না? (Dhumketu)
অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty) বলেন,” দেব শুভশ্রী অনেকদিন পর পর্দায় ফিরছেন, আর সেটাকে বেশি ফোকাশ করতে চেয়েছিলেন ওরা। তাই হয়ত আমাকে ডাকা হয়নি। ওরা যেভাবে চেয়েছেন , সেভাবেই ছবির প্রমোশন করেছেন। সেখানে আমি উপস্থিত থাকলে হয়ত কিছুটা হলেও ফোকাসটা অন্যরকম হয়ে যেত। তাই হয়ত ওরা এমন সিদ্ধান্ত নিয়েছেন।” তবে এই ঘটনা নিয়ে তিনি যে একেবারেই ক্ষুন্ন নন, সেটা স্পষ্ট করে দিয়েছেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)।

মজবুত সম্পর্ক (Dhumketu)
অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী ( Chiranjeet Chakraborty) আরও বলেন,” দেব এর আগে অনেক ছবিতে আমাকে ডেকেছে ,আমি গিয়েছিও। আমরা একসাথে অনেক ছবিও করেছি, অনেক ছবির প্রিমিয়ারে গিয়েছি। কিন্তু এই ‘ধূমকেতু ‘ ছবির জন্য ডাক পাইনি। ছবিতে আমার এই চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, এই চরিত্রে অভিনয় করতে পেরে আমিও ভীষণ খুশি।” এমনকি তিনি এও জানান, এই ছবিটির অভিনয়ের জন্য বিভিন্ন সাজেশন দেব চিরঞ্জিতের কাছ থেকে নিয়েছিলেন। অভিনেতা চিরঞ্জিত আরও বলেন,”দেবের সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। আমি এসব বিষয় নিয়ে মাথা ঘামাই না। ওরা যদি না চায় , না ডাকুক, আমি আমার কাজ করেছি। আর ছবিটা ভালো ব্যবসাও করেছে।”

অভিজ্ঞ অভিনেতাদের এড়িয়ে যাওয়া (Dhumketu)
চিরঞ্জিতের বক্তব্য স্পষ্ট, তিনি এ বিষয়ে কষ্ট না পেলেও, বিষয়টি নিয়ে দর্শক ও ইন্ডাস্ট্রির অনেকের মধ্যেই আলোচনার জন্ম নিয়েছে। কারণ ধূমকেতু ছবিতে চিরঞ্জিতের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। অবশ্য দেব শুভশ্রীর (Dev -Subhashree) একসঙ্গে পর্দায় ফেরা নিয়ে দর্শকদের মধ্যে ভীষণ কৌতূহল ছিল। আর তা প্রমাণ হয়েছে ছবির প্রমোশনে। তাছাড়া দশ বছর পর হারিয়ে যাওয়া দেব-শুভশ্রী জুটিকে নিয়ে অনুরাগী থেকে দর্শকদের মধ্যে এক আলাদা আবেগ কাজ করছিল। সে কারণেই হয়ত পুরনো এবং অভিজ্ঞ অভিনেতাদের একটু পাশ কাটিয়ে মূল চরিত্রকে বেশি ফোকাস করা হয়েছে।

সম্পর্কের গুরুত্ব (Dhumketu)
চিরঞ্জিত চক্রবর্তীর (Chiranjeet Chakraborty) নির্লিপ্ত প্রতিক্রিয়া প্রমাণ করে দেয় যে, তিনি নানান অভিজ্ঞতার মধ্য দিয়ে পরিণত হয়েছেন এবং পেশাগত জীবনের সাথে ব্যক্তিগত সম্পর্ককে তিনি কখনোই জড়িয়ে ফেলেন না। বরং ব্যক্তিগত সম্পর্ককে পেশাগত জীবনের ওপরে স্থান দেন। অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী বারবার বলেছেন,” দেব আমার খুবই ভালো বন্ধু। আমি চাই ওর সব ছবি সফল হোক।”
আরও পড়ুন: Bikram Chatterjee: পাচার চক্রের ফাঁদে বিক্রমের মেয়ে, শুরু কঠিন লড়াই!
সবশেষে বলা যায়, অভিনেতার সংযত ও বুদ্ধিদীপ্ত মন্তব্য ইন্ডাস্ট্রির অনেক নবীনদের জন্য এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। তবে চিরঞ্জিত চক্রবর্তীর (Chiranjeet Chakraborty) মতো অভিজ্ঞ শিল্পীকে প্রমোশন থেকে বাদ দেওয়া কতটা যুক্তিযুক্ত ছিল, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।