ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি ঘোষণা হয়েছে দেব শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ (Dhumketu)। মুক্তি পেতে চলেছে আগামী ১৪ ই আগস্ট। এই নিয়ে ছবির পরিচালক থেকে প্রযোজকরা কী বলছেন? ছবির কাজ কতটা বাকি? কেনই বা এতটা সময় লাগল? ট্রাইব টিভিকে কী বললেন তাঁরা ?
রেকর্ড তৈরি করার মতো ছবি (Dhumketu)
সম্প্রতি প্রযোজক রানা সরকারের প্রযোজনায় মুক্তি পেল ‘অঙ্ক কি কঠিন’ (Dhumketu)। ছবির প্রিমিয়ার ছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন, সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji), কৌশিক গাঙ্গুলী (Kaushik Ganguly), রানা সরকার (Rana Sarkar) সহ অনেকে। ওই একই দিন, দেব ঘোষণা করেন, ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে ধূমকেতু। সমাজ মাধ্যমে প্রকাশের আগে, যখন কৌশিক গাঙ্গুলী (Kaushik Ganguly) জানতে পারেন এই খবর, দর্শকদের মতোই তিনি খুবই উত্তেজিত হয়ে পড়েন।
তিনি কাজে লেগে পড়বেন বলে ভেবেছেন। কারণ কিছু অংশ ডাবিং এখনও বাকি আছে। ছবির টিমের সাথে বসবেন। কিছু ভুল ঠিক করার আছে। সেগুলি করে নেবেন। অর্থাৎ তিনি নিজের কাঁধে কাজের দায়িত্ব নিতে চাইছেন। তাছাড়া ছবিটি একটা রেকর্ড তৈরি করার মতো ছবি বলে তিনি মনে করেন। দেবের সাথে আলোচনা করার পর ‘ধূমকেতু’র মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। দেব ছাড়া সম্ভব হত না। তাই দেবকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ‘অঙ্ক কি কঠিন’ রিলিজ করেছে তাই পরিচালক মনে করেন, ধূমকেতুর মুক্তির দিন ঘোষণা হিসেবে এটা খুব ভালো সময় ছিল। তিনি এও বলেন, ধূমকেতুর প্রোমোশনে দেখা যেতে পারে দেব-শুভশ্রীকে (Dev- Subhashree)।
আরও পড়ুন: Alia Bhatt: বড় অপেক্ষার অবসান ঘটালেন আলিয়া, কী করলেন কান উৎসবের মঞ্চে?
দেবের দুর্দান্ত অভিনয় (Dhumketu)
সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) চান ছবিটা যত তাড়াতাড়ি মুক্তি পাক। ‘ধূমকেতু’ (Dhumketu) ছবির মুক্তি নিয়ে সবার মতোই খুশিতে তিনিও আপ্লুত। তিনি বলেন, তাঁর প্রিয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) পরিচালিত ছবি, অনুপম রায়ের (Anupam Roy) সুর করা। সাথে থাকছে দেবের (Dev) দুর্দান্ত অভিনয়। আবার দেব-শুভশ্রী জুটি। সবটা মিলে একটা মাস্টারপিস। তিনি এও বলেন, ছবিটি রিলিজ করলে, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন।
বৃদ্ধের বেশে দেব
‘ধূমকেতু’ ছবির শেষ শুট হয়েছিল ২০১৬ সালে। ছবি নায়ক নায়িকা দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Dev- Subhashree Ganguly)। যে ছবিটি প্রকাশ্যে এসেছে, দেখা যায় ফায়ারপ্লেসের সামনে বসে রয়েছেন এক বৃদ্ধ । কাঁধ ছাপানো রুপোলি চুল, চোখে মোটা ফ্রেমের চশমা। তার পিছন দিক থেকে তোলা ছবি। ৭৮ বছরের বৃদ্ধের বেশে অভিনয় করেছেন দেব। আপাতত এমনই একটা লুক প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন: Nusrat Faria: জামিনের পর গুরুতর অসুস্থ নুসরাত! কী হয়েছে অভিনেত্রীর?
দেব-শুভশ্রীর রসায়নের প্রভাব
দেখতে দেখতে কেটে গেছে নটা বছর। দেব শুভশ্রীর রসায়নও বদলে গেছে , তাঁদের বয়সও বেড়েছে। সেইসব কি কোন রকম প্রভাব ফেলবে পর্দায়? সৃজিত জবাবে জানান, তাঁর কাছে অন্তত পড়বে না। কারণ ধূমকেতু নিয়ে তিনি এত কথা শুনেছেন, যে রিলিজ হলে নিজের চোখে সবটাই দেখতে চান।