Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অবশেষে সেই প্রতীক্ষিত সুখবর এল (Dhumketu)। বহুদিন ধরে দেব – শুভশ্রীর (Dev- Subhashree) অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, বড় পর্দায় আবার কবে দেখা যাবে তাদের প্রিয় জুটিকে। আর এই অপেক্ষার মাঝে বড় আপডেট দেব (Dev) নিজেই দিলেন। অর্থাৎ খুব শীঘ্রই বড়পর্দায় আসছে দেব শুভশ্রী জুটির শেষ ছবি ‘ধূমকেতু’ (Dhumketu)। বড় পর্দায় দেখা যাবে দেব-শুভশ্রীর সেই রোমান্স। কবে মুক্তি পেতে চলেছে ছবিটি? জানিয়ে দিলেন সুপারস্টার নিজেই।
ছবি নিয়ে কৌতুহল (Dhumketu)
অবশেষে মুক্তির পথে দেব (Dev) এবং শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ (Dhumketu)। ২০১৬ সালে কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) পরিচালনায় এই ছবির শুটিং শুরু হয়েছিল। তখন থেকেই দর্শক মহলে ছবিটি ঘিরে তুমুল কৌতূহল ছিল। কিন্তু নানা জটিলতা, প্রযোজক সংক্রান্ত সমস্যা ও অন্যান্য অজানা কারণে এতদিন মুক্তি পায়নি ছবিটি।
মুক্তি নিয়ে আলোচনা (Dhumketu)
কিছু দিন আগে দেব নিজের সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন (Dhumketu)। তাতে নতুন করে আলোচনা ঝড় ওঠে। তিনি লিখেছিলেন, “এবার ভালো কিছুই হবে। এমনটাই আশা করা যাচ্ছে।” প্রযোজক রানা সরকারের সঙ্গে দেবের একটি ছবি সামনে আসে। যেখানে দেখা যায় ছবির মুক্তি নিয়ে চূড়ান্ত আলোচনায় ব্যস্ত তাঁরা।
আরও পড়ুন: Alia Bhatt: বড় অপেক্ষার অবসান ঘটালেন
টলিউডের হিট জুটি
এই ছবির অন্যতম আকর্ষণ দেব শুভশ্রীর জুটি। একসময় এই জুটি টলিউডের অন্যতম হিট জুটি ছিল। ‘চ্যালেঞ্জ’, ‘রোমিও’, ‘পরান যায় জ্বলিয়া রে’ ইত্যাদি ছবিতে তাদের রসায়ন মন জয় করে নিয়েছিল দর্শকদের। বহুদিন পর আবার তাঁদের একসঙ্গে বড় পর্দায় দেখতে পাওয়ার আনন্দ অনুরাগীদের কাছে বিশেষ পাওয়া। তবে ‘ধূমকেতু’ ছবির কাহিনী এখনও পুরোপুরি প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুন: Nusrat Faria: জামিনের পর গুরুতর অসুস্থ নুসরাত! কী হয়েছে অভিনেত্রীর?
বৃদ্ধের বেশে দেব
২০১৬ সালে এই ছবির শুট শেষ হয়েছিল। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ধূমকেতুর নায়ক নায়িকা দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ফায়ারপ্লেসের সামনে বসে রয়েছেন এক বৃদ্ধ। তার পিছন দিক থেকে তোলা ছবি। দেবকে বৃদ্ধের লুকে দেখা যাবে সিনেমায়। আপাতত এটাই সামনে এসেছে। জানা গিয়েছে, এটি একটি সমাজ সচেতনতামূলক থ্রিলার, যার গল্প অভিনয় দর্শককে ভাবাবে। প্রযোজক রানা সরকারের ‘অংক কি কঠিন’ মুক্তির দিন ধূমকেতুর প্রকাশের কথা বলা হয়। অবশেষে ১৪ ই আগস্ট ‘ধূমকেতু’ বড় পর্দায় ফিরছে, এটাই সবচেয়ে বড় খুশির খবর।