ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ডায়াবেটিস ধরা পড়ার (Diabetes Skin Problems) পর অনেকেরই মনে হয়, জীবন থেকে যেন আনন্দ, খাওয়াদাওয়া, সব কিছু এক লহমায় হারিয়ে গেল। বিশেষ করে যাঁরা খেতে ভালবাসেন, তাঁদের কাছে এই রোগ যেন এক নিষেধের তালিকা। চিকিৎসকের পরামর্শে শুরু হয় কঠোর ডায়েট, ওষুধ বা ইনসুলিন, আর শরীরচর্চার এক বাঁধাধরা রুটিন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা। কারণ ডায়াবেটিস শুধু একা আসে না, তার সঙ্গে নিয়ে আসে হার্ট, লিভার ও কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতির আশঙ্কা।
শরীরে নীরবে বাসা বাঁধে (Diabetes Skin Problems)
এই রোগ অনেক সময় শরীরে নীরবে বাসা (Diabetes Skin Problems) বাঁধে। প্রাথমিক পর্যায়ে কোনও বড় উপসর্গ দেখা যায় না বললেই চলে। রক্ত পরীক্ষা না করলে ধরা পড়ে না। তাই ডায়াবেটিস সংক্রান্ত লক্ষণগুলি আগে থেকেই চিনে নেওয়া খুব জরুরি। যেমন, অতিরিক্ত প্রস্রাব হওয়া, তৃষ্ণা বেড়ে যাওয়া, হঠাৎ করে ওজন কমে যাওয়া, চোখে ঝাপসা দেখা, হাত-পায়ে ঝিঁ ঝিঁ বা অবশ ভাব অনুভব হওয়া-এসবই টাইপ-২ ডায়াবেটিসের সাধারণ উপসর্গ। তবে অনেকেই জানেন না, ডায়াবেটিসের ইঙ্গিত ত্বকের মধ্যেও লুকিয়ে থাকতে পারে। কিছু নির্দিষ্ট ত্বকের পরিবর্তন ডায়াবেটিসের পূর্বাভাস দিতে পারে।
আরও পড়ুন: Huma Qureshi: একাধিক কোপে রক্তাক্ত হুমার ভাই! ভাতৃ দ্বিতীয়ার আগেই অঘটন
- ১. ঘন ঘন ছত্রাক সংক্রমণ: যদি বারবার ত্বকে ছত্রাকের (Diabetes Skin Problems) সংক্রমণ হয়, বিশেষ করে হাত-পায়ের আঙুলের ফাঁকে, স্তনের নীচে বা গোপনাঙ্গে, তবে তা ডায়াবিটিসের লক্ষণ হতে পারে।
- ২. হঠাৎ ফোস্কা পড়া: হাত-পা বা বাহুতে কোনও কারণ ছাড়াই যদি ফোস্কা দেখা দেয়, যা দেখতে অনেকটা আগুনে পুড়ে যাওয়ার মতো, তা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।
- ৩. ত্বকে চুলকানি ও কালো ছোপ: রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। ফলে ত্বকে চুলকানি দেখা দেয়। গলা, ঘাড়, কুঁচকি, বাহুমূলের ত্বক পুরু হয়ে যায় এবং কালচে দাগ পড়ে।
- ৪. অ্যালার্জির সমস্যা: ডায়াবিটিসের প্রভাবে অনেক সময় ত্বকে র্যাশ বা চুলকানিও হয়। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত রক্ত পরীক্ষা করিয়ে নেওয়া উচিত।
- ৫. ‘নেক্রোবায়োসিস লিপোয়েডিকা’: এক ধরনের ত্বকের সমস্যা, যেখানে ফুসকুড়ির মতো র্যাশ দেখা দেয় এবং ধীরে ধীরে দাগে পরিণত হয়। এটি বিশেষ করে মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। চোখের পাতা, ঘাড় বা হাতের ত্বকে এর উপস্থিতি ডায়াবিটিসের ইঙ্গিত হতে পারে।