ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বড় পর্দায় এবার নতুন রূপে দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে (Dibyojyoti Dutta)। এতদিন অভিনেতাকে ‘অনুরাগের ছোঁয়া’ তে সূর্য হিসাবে দেখেছেন দর্শক। কিন্তু সেই সূর্য যে আমুল বদলে বড় পর্দায় আসবেন তা বলা বাহুল্য। তার ইঙ্গিত অনেক আগেই পাওয়া গিয়েছিল। সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির জন্য কেমন প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত? নিজেকে কতটা বদলে ফেললেন?
দর্শকের চেনা মুখ (Dibyojyoti Dutta)
অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে (Dibyojyoti Dutta) দর্শক আগেই দেখেছে। কারণ তিনি শুধুমাত্র ‘অনুরাগের ছোঁয়া’ নয় , বহু ধারাবাহিকেই অভিনয় করেছেন। তবে এবার বড় পর্দায় ধরা দিতে চলেছে অভিনেতার অভিনয়। একেবারে নতুন রূপে তাঁকে দেখতে পাওয়া যাবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে। শোনা গিয়েছে, এই ছবির জন্য তিনি নিজেকে বদলে ফেলেছেন অনেকটাই। প্রচুর পরিশ্রম করতে হচ্ছে তাঁকে।
ডায়েট মেনে চলা (Dibyojyoti Dutta)
‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে মহাপ্রভুর চরিত্রে ধরা দেবেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। আর এই চরিত্রের জন্য তিনি নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন বলে জানা গিয়েছে। অভিনেতা নিত্য দিনের ডায়েটে পরিবর্তন এনেছেন। রোজ যতটা খাবার খান , তার থেকে বেশি ক্যালোরি ঝরাচ্ছেন । তিনি ক্যালরিযুক্ত খাবার খাওয়াও কমিয়ে দিয়েছেন। মহাপ্রভুর চরিত্রের প্রয়োজনে শরীরচর্চাও করছেন। অর্থাৎ অভিনেতা কড়া ডায়েট মেনে চলছেন তা বলা যায়। তিনি ২৫ কেজি ওজন কমিয়ে ফেলেছেন এরই মধ্যে। সাথে দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও এক বড় চমক।
চরিত্রের জন্য চেহারার বদল
শুধুমাত্র অভিনেতা ওজন কমিয়েছেন তা নয়, মহাপ্রভুর চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার জন্য আরও এক পরিবর্তন নিজের মধ্যে আনতে চলেছেন। অর্থাৎ জানা গিয়েছে কয়েকদিনের মধ্যেই তিনি ন্যাড়া হবেন। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এ বিষয়ে অভিনেতার সাথে কথা বললে দিব্যজ্যোতি ঠিক করেন তিনি ন্যাড়া হবেন চরিত্রের জন্য। অভিনেতা মনে করেন , তিনি প্রস্থেটিক মেকাপের মাধ্যমে এটি করতে পারতেন। কিন্তু চরিত্রের জন্য তিনি এটুকু করতেই পারেন। আর তাতে তাঁর কাজের সুবিধাই হবে।
ধারাবাহিকেও চমক
এটা বলা যেতেই পারে ,’লহ গৌরাঙ্গের নাম রে ‘ ছবির জন্য অভিনেতার নায়ক সুলভ চেহারার আমুল পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ এতদিন দর্শক যেভাবে তাঁকে পর্দা দেখে এসেছেন তা দেখা যাবে না বড় পর্দায়। তবে এতদিন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে যে রূপে তাঁকে দেখা গিয়েছে , তাতেও চমক প্রকাশ্যে আসতে চলেছে। বড় বদল আসতে চলেছে পর্দার সূর্যের জীবনে।