ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এই বছর অক্ষয় তৃতীয়ার দিন দিঘা হতে (Digha Jagannath Temple) চলেছে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। সমুদ্রতটের শহরে উদ্বোধন হতে চলেছে পুরীর আদলে নির্মিত জগন্নাথ মন্দির। রাজ্য সরকারের উদ্যোগে প্রায় আড়াইশো কোটি টাকা ব্যয়ে তৈরি এই বিশাল ধর্মস্থানের দ্বার খুলছে আগামী ৩০ এপ্রিল। তার আগের দিন আয়োজন করা হবে মহাযজ্ঞ, যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে (Digha Jagannath Temple)
এই মহাযজ্ঞ এবং মন্দির উদ্বোধনকে ঘিরে রাজ্যজুড়ে (Digha Jagannath Temple) উত্তেজনা তুঙ্গে। মুখ্যমন্ত্রীর দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হচ্ছে এই মন্দিরের মাধ্যমে। বুধবার নবান্ন সভাঘরে প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “আমার ছোটবেলার ইচ্ছা ছিল, সমুদ্রের ধারে পুরীর মতো একটি জগন্নাথ মন্দির তৈরি হোক। দিঘা পর্যটনের কেন্দ্র হিসেবে থাকলেও, এবার তা ধর্মীয় পর্যটনের এক নতুন দিগন্ত খুলতে চলেছে।”
রক্ষণাবেক্ষণের দায়িত্বে ইসকন (Digha Jagannath Temple)
উল্লেখযোগ্যভাবে, মন্দির উদ্বোধনের পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া (Digha Jagannath Temple) হবে ইসকনকে। মন্দিরের নকশা, গঠন এবং আচার-অনুষ্ঠানে পুরীর জগন্নাথ মন্দিরের ছায়া স্পষ্ট। মন্দিরে নিয়মিত ধ্বজা উত্তোলন, রথযাত্রা সহ নানা ধর্মীয় আয়োজন হবে।
প্রশাসনকে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ
২২ একর জমির উপর তৈরি এই মন্দির চত্বর নিয়ে ইতিমধ্যেই দিঘা শহরে উৎসবের আবহ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী বৈঠকে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে কোনও বিশৃঙ্খলা না ঘটে। কুম্ভমেলার মতো বিশাল জমায়েতের সম্ভাবনা মাথায় রেখে প্রতিটি ব্লকে LED স্ক্রিন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে দূরদূরান্ত থেকে আসা মানুষও মন্দির উদ্বোধনের দৃশ্য উপভোগ করতে পারেন।
নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা
এই অনুষ্ঠান উপলক্ষে রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ এবং ভারত সেবাশ্রম-এর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সঙ্গে থাকবেন রাজ্যের বিশিষ্ট শিল্পপতি ও মন্ত্রীরা। নবান্ন সূত্রে জানা গেছে, অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চূড়ান্ত পর্যায়ের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তৈরি হবে কর্মসংস্থান
মুখ্যমন্ত্রী বলেছেন, “এই মন্দির দিঘার আর্থসামাজিক কাঠামোকে বদলে দেবে। তৈরি হবে কর্মসংস্থান, গড়ে উঠবে নতুন বাজার। দিঘা শুধু সমুদ্রস্নানের জায়গা নয়, এবার তা হয়ে উঠবে আধ্যাত্মিক পর্যটনের গন্তব্য।”
আরও পড়ুন: Junior Doctors account of expenses: আরজি কর আন্দোলনে অনুদানের হিসেব দিলেন জুনিয়র ডাক্তাররা
৩০ এপ্রিল মন্দিরের দ্বারোদঘাটনের মধ্য দিয়ে দিঘা পেতে চলেছে তার নতুন পরিচয়—পর্যটন ও ধর্মীয় বিশ্বাসের এক যুগ্ম মিলনক্ষেত্র।