ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের বেফাঁস দিলীপ ঘোষ। রামের ইচ্ছেতেই কোর্টের রায়ে চাকরি হারালেন শিক্ষকরা, রামনবমীর আগের দিন বিষ্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। যা ফের তুঙ্গে রাজনৈতিক তরজা।
রাত পোহালেই রামনবমী। রামনবমীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল করবে বিজেপি। রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিলের পক্ষে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি (Dilip Ghosh)। এবার রামকে নিয়ে রাজনীতির ময়দানে নেমে পড়লেন দিলীপ ঘোষ। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল নিয়েও রামের ইচ্ছার প্রসঙ্গ তুললেন তিনি।
বেফাঁস দিলীপ ঘোষ (Dilip Ghosh)
শনিবার সকালে খড়গপুরে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে একহাত নিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারাদের নিয়েও মুখ খুলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এ ভারতবর্ষে রামের ইচ্ছাতেই সবকিছু হবে, রামের ইচ্ছাতেই এক বছর বাদে সরকারটাও উল্টে যাবে, আর রামের ইচ্ছাতেই কোর্টের এই রায় হয়েছে। বলেও দাবি বিজেপি নেতার।

আরও পড়ুন: Ram Navami : গেরুয়া শিবিরের ‘পাখির চোখ’ রামনবমী ! কলকাতাতেই একশোর বেশি রামনবমীর কর্মসূচি
২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র সম্পূর্ণ প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। ওই নিয়োগপ্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরেই চাকরি হারা হলেন প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর। এবার চাকরি হারাদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি রামের ইচ্ছাতেই আদালতের রায়ে শিক্ষকরা চাকরি হারিয়েছেন বলেও জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
আরও পড়ুন: Ram Navami 2025: থাকবে কিছু শর্ত! রামনবমীতে জোড়া মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট
ছাব্বিশের নির্বাচনের আগে এই রামনবমীকেই কি হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির? এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। সেই জল্পনার মধ্যেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্যের শাসকদল ও পুলিশ যদি রামনবমীর মিছিলে বাধা দেয়, তাহলে ২০২৬-র নির্বাচন পর্যন্ত রামনবমী ইস্যুকে টেনে নিয়ে যাবেন তাঁরা।