ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিউটাউনের এক শান্ত আবাসনের (Dilip Ghosh Wedding) একটি নিরিবিলি ফ্ল্যাটে শুক্রবার সন্ধ্যায় সম্পন্ন হল প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বিবাহ। কনে রিঙ্কু মজুমদার, যিনি সাজগোজ সেরে বধূর বেশে পা রাখেন দিলীপের বাড়িতে, নিজেই হাজির হন বরকে বরণ করতে।
পুরোদস্তুর সাবেকিয়ানা সাজ (Dilip Ghosh Wedding)
সাজের বিষয়ে রিঙ্কুর ছিল পুরোদস্তুর (Dilip Ghosh Wedding) সাবেকিয়ানা। লাল বেনারসী, মাথায় শোলার মুকুট, কপালে ছোট্ট টিপ, আর মাথায় লাল ওড়না—সব মিলিয়ে যেন একেবারে বাঙালি কনের ছাঁচে। বর দিলীপ ঘোষও পরেছিলেন সাদা ধুতি-পাঞ্জাবি, মেনে চলেন সব প্রথা ও রীতিনীতির। তবে এই বিয়েতে বরযাত্রী বা কনেপক্ষের প্রচলিত আনুষ্ঠানিকতা ছিল না। বরং ঘরোয়া পরিসরেই পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে এক সাদামাটা বিয়ের আসর বসে।
দিলীপ ঘোষের বাড়ির বাইরে কড়া নিরাপত্তা (Dilip Ghosh Wedding)
রিঙ্কু মজুমদার আগে একবার বিবাহিত ছিলেন। প্রথম পক্ষের এক পুত্র, সৃঞ্জয়, বর্তমানে ভিন (Dilip Ghosh Wedding) রাজ্যে কর্মরত। তিনি জানিয়ে দিয়েছেন, উপস্থিত থাকতে না পারলেও মায়ের এই সিদ্ধান্তে তিনি খুশি এবং শিগগিরই উপহার পাঠাবেন নবদম্পতিকে। বিয়ের সময়ে দিলীপ ঘোষের বাড়ির বাইরে ছিল কড়া নিরাপত্তা। তবে ভেতরের পরিবেশ ছিল শান্ত ও আন্তরিক। কনের সঙ্গে কয়েক জন ঘনিষ্ঠ কনেযাত্রী এসেছিলেন, যাঁদের উপস্থিতিতে ধীরে সুস্থেই বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আরও পড়ুন: আরও পড়ুন: Mid Day Meal Investigation: এক থালায় দুই বন্ধুর মিড-ডে মিল খাওয়ায় তদন্তের নির্দেশ শিক্ষা দফতরের
পারিবারিক পরিসরে বিবাহ
দিলীপ ঘোষ সব সময়েই একটু আলাদা ঢংয়ে চলেন, আর এই বিয়েও তার ব্যতিক্রম নয়। ঘটা করে কোনও আয়োজন নয়, বরং একান্ত পারিবারিক পরিসরে বিবাহ সম্পন্ন করার পক্ষপাতী ছিলেন তিনি। বিয়ের পরদিন, শনিবার, দিলীপ ঘোষের জন্মদিন। তবে তাতে তাঁর রুটিনে কোনও পরিবর্তন হচ্ছে না। প্রতিদিনের মতোই সকালে তিনি প্রাতর্ভ্রমণে বেরিয়ে পড়বেন। যদিও নববধূ রিঙ্কু থাকবেন ঘরেই, রীতিমতো বিয়ের পরদিনের শাস্ত্র মেনে।

নবদম্পতিকে শুভেচ্ছা
শনিবারই দিলীপের রাজনৈতিক কর্মসূচিও রয়েছে দমদমে, এবং তিনি সেই কর্মসূচিতেও অংশ নেবেন বলে জানিয়েছেন। সব মিলিয়ে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করলেও রাজনীতির ময়দানে দিলীপ ঘোষের সক্রিয়তা বজায় থাকবে আগের মতোই। নতুন জীবনের শুরুতে এই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। সাদামাটা আয়োজনে হলেও এই বিয়ের আবহে ছিল আন্তরিকতা, সৌহার্দ্য আর এক নতুন জীবনের প্রত্যয়।