ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আসছে মরীচিকা পর্দার জনপ্রিয় মুখ দিপান্বীতা রক্ষিত (Dipanwita Rakshit)। এবার তিনি পা রাখছেন ওয়েব সিরিজে (Web Series)। এর আগে নিশ্চয়ই দেখেছেন, তাঁর ‘তুঁতে’ কিংবা ‘খুকুমণি হোম ডেলিভারি’র মতো ধারাবাহিকের জনপ্রিয়তা। এবার তাঁকে দেখবেন ওয়েব সিরিজ ‘মরীচিকা’র পর্দায়। এখানে দিপান্বীতার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, জয় সেনগুপ্ত, সুব্রত গুহ রায়, অনুজা রায় সহ অন্যান্যরা। ওয়েব সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে।
সিরিজে দিপান্বীতা রক্ষিতের অভিজ্ঞতা (Dipanwita Rakshit)
এই সিরিজটি সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী দিপান্বীতা রক্ষিত (Dipanwita Rakshit) বলেন “এটি আমার প্রথম ওয়েব সিরিজ। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমি এই গুরুত্বপূর্ণ ওয়েব ডেবিউ আত্মপ্রকাশের যাত্রাটি ক্লিক-এর সাথে করতে পেরেছি। আমার সহ-অভিনেতারা দারুণ ছিলেন। শুটিং সেটে আমাদের খুব স্বাচ্ছন্দ্যের সম্পর্ক তৈরি হয়েছিল। মরীচিকা একটি গভীর স্তরযুক্ত গল্প।”
তিনি আরও বলেন, “আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি জয় সেনগুপ্ত, সুব্রত গুহ রায় এবং জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রতিভাবান সিনিয়রদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, যাদের আমি ছোটবেলা থেকে পর্দায় দেখে বড় হয়েছি। সরল, তরুণ কর্মজীবী মেয়ে শ্রেষ্ঠার চরিত্র ফুটিয়ে তোলা একটি চমৎকার অভিজ্ঞতা ছিল। সে তার কাজ এবং ভালোবাসার জীবনের ভারসাম্য বজায় রাখে। সে একজন সাধারণ, সুন্দরী মেয়ে যার মুখে সবসময় হাসি লেগে থাকে। সে গভীর ভাবে পর্যবেক্ষণ করতে পারে ও মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে ভালোভাবে ধারণা তৈরি করতে পারে”।
মরীচিকার কাহিনী (Dipanwita Rakshit)
মরীচিকার কাহিনী অনুযায়ী, ডক্টর অনির্বাণ সেনগুপ্ত সাইকোলজি প্রফেসর। পাহাড়ের কোলে এক ছিমছাম বাড়িতে একাই থাকেন। শুধু মাঝে মাঝে ছোট্ট মেয়ে তিন্নি আসে (Dipanwita Rakshit)। তিন্নিকে ভীষণ ভালোবাসে অনির্বাণ। একদিন ক্রাইম ব্রাঞ্চ এর অফিসার রজত প্রবেশ করে, কারণ জঙ্গলের রাস্তায় একটা ডেড বডি পাওয়া গেছে। খালি চোখে দেখলে মনে হয় অ্যাক্সিডেন্ট, কিন্তু পোস্টমর্টেম বলে অন্য কথা। এটা খুন। তার তদন্ত করতেই রজতের অনির্বাণের বাড়িতে আসা। কারণ যে ছেলেটি খুন হয়েছে সেই ছেলেটি অনির্বাণের অত্যন্ত পরিচিত।
আরও পড়ুন: Shaan: গায়ক শানের আবাসনে ভয়াবহ আগুন, চিন্তায় অনুরাগীরা!
চমক
তিন্নির বাড়িতে গিয়ে রজত চমকে ওঠে। তিন্নি নাকি অনি আঙ্কেলের রেফ্রিজারেটরে একটা কাটা কান দেখতে পেয়েছে। তিন্নিকে একটা পুতুল বানিয়ে দেবে বলে অনির্বাণ সিলিকনের তৈরি হিউম্যান বডি পার্টস কিনে আনে। রজতের সন্দেহ দৃঢ় হতে থাকে। কারণ তার কিছুদিন আগে পুলিশ একটা মেয়ের ডেড বডি জলাশয়ের কাছে পায়, যার কান, ঠোঁট এবং হাতের আঙুল নিপুণ ভাবে কাটা। রজত সার্চ ওয়ারেন্ট নিয়ে পৌঁছায় অনির্বাণের বাড়ি। রহস্যময় এই বাড়িতে কী লুকনো আছে? প্রফেসর অনির্বাণ কি সত্যিই এই খুনের ব্যাপারে কিছু জানে? রক্ত হিম করা ঘটনাচক্র নিয়েই মরীচিকা। পরতে পরতে রোমহর্ষক দুর্ধর্ষ ঘটনাবলীতে ভরা এই থ্রিলার আসছে আগামী জানুয়ারি মাসে।
আরও পড়ুন: Shyam Benegal Passes Away: চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন! প্রয়াত বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল
নতুন ক্যানভাসের গল্প
ক্লিকের ডিরেক্টর নীরজ তান্তিয়ার কথায়, “থ্রিলার সবসময়ই আমাদের বেশ কয়েকটি সিরিজের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। উত্তেজনাপূর্ণ থ্রিলারের একটি শক্তিশালী চিত্রনাট্যের মতো দর্শকদের আর কিছুই বেশি মুগ্ধ করে না। প্রতিটি গল্পের মাধ্যমে আমরা প্রযোজনা এবং গল্প বলার ধরণকে আলাদা ভাবে তৈরি করেছি। সাধারণ ইনডোর থ্রিলার থেকে বেরিয়ে গল্পগুলিকে একটি নতুন ক্যানভাসে নিয়ে গিয়েছি”।