ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakar)। ছোট পর্দায় জনপ্রিয় মুখ। হিন্দি টেলিভিশনে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন প্রচুর। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তাঁর অসুস্থ হবার খবর জানিয়েছিলেন। যকৃতের বাঁদিকে টিউমার হয়েছে । দ্রুত অস্ত্রোপচার করতে হবে। অভিনেত্রী মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এসে জানান, তিনি যা ধারণা করেছেন, সেটাই হল। তবে কি আরও বড় বিপদের আশঙ্কা? কেন এমন বললেন তিনি? কী হয়েছে অভিনেত্রীর? এখন কেমন আছেন? নানান প্রশ্ন দানা বাঁধছে অনুরাগীদের মনে।
মেনে নেওয়া কঠিন (Dipika Kakar)
যকৃতের বাঁদিকে টেনিস বলের মতো টিউমার হয়েছে অভিনেত্রীর (Dipika Kakar)। শীঘ্রই অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। তারপর এক সপ্তাহ কেটে গেছে, অভিনেত্রী স্বাস্থ্য সম্পর্কে কোনও খবর পাওয়া যায়নি। মঙ্গলবার তিনি জানান, আশঙ্কা সত্যি হল। যকৃতে বাসা বেঁধেছে মারণ রোগ ক্যান্সার। স্টেজ ২ লিভার ক্যান্সারে আক্রান্ত তিনি। এই খবর দীপিকার অনুরাগীরা একেবারেই মেনে নিতে পারছেন না।
কঠিন সময় (Dipika Kakar)
অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakkar) হিন্দি ধারাবাহিক ‘সাসুরাল সিমর কা ‘ (Sasural Simar ka) অভিনয় করে জনপ্রিয়তা পান। তিনি বিগ বসেও জয়ী হয়েছিলেন। অভিনয় ছাড়াও বাস্তব জীবনেও তিনি বেশ পরিচিত। তিনি অনুরাগীদের উদ্দেশ্যে তাঁর শারীরিক স্বাস্থ্য সম্পর্কে এক পোস্ট শেয়ার করেছেন। পোস্টে অভিনেত্রী জানান, “আপনারা সকলেই জানেন যে, গত কয়েক সপ্তাহ আমাদের জন্য বেশ কঠিন ছিল ….পেটের উপরের অংশে ব্যাথার জন্য হসপিটাল যেতে হচ্ছে বারবার …. এবং তারপর জানতে পারি, যকৃতে টেনিস বলের আকারে টিউমার হয়েছে এবং তারপর জানতে পেরেছি যে টিউমারটি দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট (ক্যান্সার)। এটি আমাদের দেখা সবচেয়ে কঠিন সময়গুলির মধ্যে একটি!”
আরও পড়ুন: Chumki Choudhury: বোনের দৌলতে জমিদার গিন্নি চুমকি চৌধুরী! কবে ফিরছেন বড়পর্দায়?
সাহস রাখার পরামর্শ
অভিনেত্রীর পোস্টে সবাই তাঁকে সাহস রাখার পরামর্শ দিয়েছেন এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন। শ্রদ্ধা আর্যা, আরতি সিং, রাজীব আদাতিয়া, গৌরব খন্না সকলেই তাঁর পোস্টে রিয়াক্ট করেছেন।
আরও পড়ুন: Jamai Sasthi: জামাইষষ্ঠীতে রুবেল পাবে বিশেষ গিফট, শ্বেতার মায়ের সিক্রেটটা কী?
লড়াই করতে প্রস্তুত
অভিনেত্রী জানিয়েছেন তিনি এই যুদ্ধে লড়াই করতে প্রস্তুত। পুরো পরিবার তাঁর পাশে আছে। তিনি আশা করছেন, সকলের আশীর্বাদ ও ভালোবাসায় এই কঠিন মুহূর্ত পার করে ফেলবেন। তবে ছেলে খুবই ছোট। তাই তাকে নিয়ে বেশি চিন্তিত তিনি। ক্যান্সার মানেই মারণ রোগ, কিন্তু সেই রোগকে হারানো সম্ভব। সম্প্রতি তা প্রমাণ করে দিয়েছেন বলিউডের আরেক অভিনেত্রী হিনা খান। তাই আশা করা যায়, খারাপ সময়ের সঙ্গে লড়াই করে জিতে যাবেন দীপিকাও।