ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তর ২৪ পরগণা জেলা সিপিএমের(CPM North 24 Parganas) সম্পাদক হলেন পলাশ দাস। বুধবার দলের রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিট-এ দলের এক বৈঠকে পলাশ দাসকে জেলা সম্পাদক পদে নির্বাচিত করা হয়। জানা গিয়েছে, দলীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে পলাশ দাসকেই দলের জেলা সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। আলিমুদ্দিন স্ট্রিটের হস্তক্ষেপে অবশেষে পলাশ দাসকে সর্বসম্মত ভাবে নতুন জেলা সম্পাদক হিসেবে বেছে নিল উত্তর ২৪ পরগনা সিপিএম। নতুন সম্পাদক নির্বাচনের জন্য নবগঠিত জেলা কমিটি মাত্র পাঁচ–সাত মিনিট আনুষ্ঠানিক মিটিং করেই পলাশের হাতে ব্যাটন তুলে দিয়েছে বলে জানা গেছে।
সর্বসম্মত ভাবে সম্পাদক নির্বাচন (CPM North 24 Parganas)
আলিমুদ্দিন স্ট্রিট যে ভোটাভুটি চাইছে না, সেলিম স্পষ্ট সেই বার্তা দেন(CPM North 24 Parganas)। কারণ, ভোটাভুটি করতে গেলে পরিস্থিতি কী হয়, তার বেনজির উদাহরণ গত ১৬ ফেব্রুয়ারি বারাসতে উত্তর ২৪ পরগনা জেলা কমিটি গঠনের ক্ষেত্রেই দেখা গিয়েছে। বৈঠকের শুরুতেই সেলিম উত্তর ২৪ পরগনার জেলার নেতাদের বলেন, ‘আপনারা ঠিক করুন, সর্বসম্মত ভাবে সম্পাদক নির্বাচন করবেন, নাকি নতুন জেলা সম্পাদক ছাড়াই উত্তর ২৪ পরগনার প্রতিনিধিরা ডানকুনি রাজ্য সম্মেলনে যোগদান করবেন!
রাজ্য সম্পাদকমণ্ডলীর নবীন সদস্য পলাশ (CPM North 24 Parganas)
পলাশের নাম প্রস্তাব হতেই প্রবীণ নেতা মানস মুখোপাধ্যায়ের নাম নতুন সম্পাদক হিসেবে প্রস্তাব করেছিলেন সোমনাথ(CPM North 24 Parganas)। সায়নদীপ মিত্র ও গার্গী চট্টোপাধ্যায় এই প্রস্তাব সমর্থন করেন। কিন্তু নতুন জেলা কমিটির একাধিক সদস্য মানসের বয়স ও অসুস্থতার কথা উল্লেখ করেন। তখন মানসকে সাময়িক দায়িত্ব দেওয়ার পক্ষেও সোমনাথরা সওয়াল করেন। কিন্তু এই প্রস্তাবেরও বিরোধিতা করা হয়। এই পরিস্থিতিতে গার্গী আবার সোমনাথের নাম প্রস্তাব করেন জেলা সম্পাদক হিসেবে। কিন্তু সোমনাথের পক্ষেও জেলা কমিটির সবার যে সায় নেই, তা পরিষ্কার হয়ে যায়। এই পরিস্থিতিতে পলাশ যে হেতু রাজ্য সম্পাদকমণ্ডলীর নবীন সদস্য, তাই তাঁর হাতেই ব্যাটন তুলে দেওয়া যৌক্তিক হবে বলে জেলা কমিটির একাধিক সদস্য যুক্তি দেন।
আরও পড়ুন: CPIM: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, ময়দানে জায়গা করতে ছাত্র-যুবতেই ভরসা বামেদের!
চার ভোটে পরাজিত মৃণাল চক্রবর্তী
জেলা সম্মেলন পর্বে কিংবা জেলা কমিটি গঠনকালে উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক নির্বাচন করতে ব্যর্থ হয় সিপিআইএম । এমনকি, ভোটাভুটিতে হেরে যান বিদায়ী জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী । উত্তর ২৪ পরগনা জেলা সিপিএমের ‘সদ্য প্রাক্তন’ সম্পাদক মৃণাল চক্রবর্তী গত রবিবার ভোটাভুটিতে মাত্র চার ভোটে পরাজিত হন । একইসঙ্গে, ৭৪ জনের জেলা কমিটিতে নিজের জায়গা করে নেন মধ্যমগ্রামের সনত বিশ্বাস । কিন্তু সেদিনও জেলা সম্পাদক নির্বাচন করা হয়নি।
‘ঐক্যবদ্ধ হয়েই আমরা লড়াই করব’
সেলিম, সুজনের উপস্থিতিতে জেলা কমিটির সদস্যদের নিয়ে এই বৈঠকেই চূড়ান্ত হয় ভোটাভুটি ছাড়াই পলাশকে সম্পাদক করা হবে(CPM North 24 Parganas)। এর পর আনুষ্ঠানিক ভাবে জেলা কমিটির বৈঠকে পলাশ উত্তর ২৪ পরগনার নতুন জেলা সম্পাদক নির্বাচিত হন। পলাশের কথায়, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় একাধিক নাম আসতেই পারে, যার অর্থ একাধিক যোগ্য নেতা জেলায় রয়েছেন। বিভিন্ন মত থাকলেও সবাই ঐক্যবদ্ধ হয়েই আমরা তৃণমূল–বিজেপির বিরুদ্ধে লড়াই করব।’ উত্তর ২৪ পরগনা জেলার এক নেতার কথায়, ‘‘আপাতত একটা সিদ্ধান্তে আসা গিয়েছে। সামনে বিধানসভা নির্বাচন, সকলে মিলেই কাজ করতে হবে।’’