ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শিকড়ের টানে আবারও ছোট পর্দায় ফিরলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। ‘করুণাময়ী রানী রাসমণি’র (Karunamoyee Rani Rashmoni) পর ছোট পর্দা থেকে বিরতি নিয়েছিলেন। সিনেমা, ওয়েব সিরিজেই মন দিয়েছিলেন অভিনেত্রী। তবে তিনি যে ছোট পর্দাকে ভোলেননি, তা প্রমাণ করে দিলেন। রানী রাসমণির ইমেজ ভেঙে সামনে এলেন প্রেমিকা রূপে। খাঁটি প্রেমের গল্প বলবেন তিনি। জি বাংলায় (Zee Bangla) আসছে, নতুন ধারাবাহিক ‘তোমাকে ভালোবেসে’ (Tomake Bhalobeshe)।
শিকড়ের টানে ফিরলেন ছোট পর্দায়! (Ditipriya Roy)
জি বাংলার ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিক দিতিপ্রিয়ার (Ditipriya Roy) জীবনে বড় মোড় এনেছিল। তাঁর কেরিয়ার বদলে দেয়। এখন টলি ইন্ডাস্ট্রির সবাই দিতিপ্রিয়া রায়কে চেনে এক নামে। ধারাবাহিকটি চলেছিল, চার বছরের বেশি সময় ধরে। বাংলা ছোট পর্দার ইতিহাসে নতুন জায়গা করে নেয়, এই ধারাবাহিক। তারই হাত ধরে দিতিপ্রিয়ার কেরিয়ারে আসে নতুন উড়ান। তারপর অভিনেত্রী ছোট পর্দা থেকে মাঝে বিরতি নেন। সিনেমা, ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করেন। আবারও শিকড়ের টানে তিনি ফিরলেন।
হেলিকপ্টারের সঙ্গে পাল্লা (Ditipriya Roy)
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে নতুন ধারাবাহিকের প্রোমো। যেখানে দেখা যায়, হেলিকপ্টারের সঙ্গে পাল্লা দিচ্ছেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)। তাও আবার সাইকেল ছুটিয়ে গ্রামের রাস্তায়। অপরূপ এক দৃশ্য। তখনই অভিনেত্রীকে উদ্দেশ্য করে তার এক বন্ধু বলেন, মাটিতে থেকে কি কখনও হেলিকপ্টারের সঙ্গে পাল্লা দেওয়া যায়? অভিনেত্রীর উত্তর ছিল, মাটিতেই থাকা উচিত। তাহলে যখন খুশি ছোটা যায়। আবার দরকারে থামা যায়। সেখানে উপস্থিত ছিলেন এক বহুরূপী। তিনি বলেন, যদি ওই হেলিকপ্টারে চেপেই তার মনের মানুষ আসে, তখন তাকে কী করে নামাবেন? এর উত্তর দিতে গিয়ে কিছুটা থমথমে হয়ে যায় দিতিপ্রিয়ার মুখ।
আরও পড়ুন: Annwesha-Ritwik: ঋত্বিক-অন্বেষা জনপ্রিয় জুটি, ২০২৪ এ পাওয়ার পাশাপাশি হারালেন অনেক কিছু!
নায়ক কে হবেন?
ধারাবাহিকে দিতিপ্রিয়ার বিপরীতে নায়ক কে হবেন? কিংবা ধারাবাহিকটি স্লট কখন? তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে নতুন ধারাবাহিকদের আগমন মানেই, পুরনো কোনও ধারাবাহিকের উপর কোপ পড়বে। তবে কোন ধারাবাহিক শেষ হতে চলেছে, তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। ধারাবাহিকের প্রোমো দেখে বোঝাই যাচ্ছে যে প্রেমের গল্পে ফিরছেন দিতিপ্রিয়া। মেগার প্রচারে লেখা, ভালোবাসা সত্যি হলে, মাটিতেও আকাশ নেমে আসে।
আরও পড়ুন: Saheb Chatterjee: জন্মদিনে হাসপাতালে সাহেব, দুটি কারণে ক্ষমা চাইলেন
বাস্তবে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন দিতিপ্রিয়া?
প্রসঙ্গত, বাস্তবে জনপ্রিয় এক ফুটবলারকে মন দিয়েছেন অভিনেত্রী। শমিক মিত্রের সঙ্গে তিনি নাকি চুটিয়ে প্রেম করছেন। টালিপাড়ার গুঞ্জন বলছে, দু’জনে একসঙ্গে ঘুরতেও যান। প্রায়ই প্রেমিকা দিতিপ্রিয়ার জন্য উপহার পাঠান শমিক। সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী।