ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেশজুড়ে ধিরে ধিরে শুরু হচ্ছে শীতের মরসুম। আর প্রতিবারের মতো শীতের শুরুতেই রয়েছে দীপাবলি। দীপাবলিতে বাজি ফাটানো মানুষের মনে আনন্দ নিয়ে এলেও এর সঙ্গেই শুরু হয়ে যায় বায়ুদূষণের সমস্যা। তাই এইবার শীত শুরু হওয়ার আগেই, দিল্লি, হরিয়ানা, পঞ্জাব এবং তামিলনাড়ুর মতো দেশের বেশ কয়েকটি রাজ্য শীতকালে দূষণ বৃদ্ধি ঠেকাতে বাজি উৎপাদন, সংরক্ষণ, বিক্রয় এবং ব্যবহার নিষিদ্ধ করার মতো ব্যবস্থা গ্রহণ করেছে (Diwali 2024 Firecracker Ban)।
দিল্লি (Diwali 2024 Firecracker Ban)
দেশে রাজধানীতে ২০২৫ সালের ১ জানুয়ারী পর্যন্ত বাজি তৈরি, সঞ্চয়, বিক্রয় এবং ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে (Diwali 2024 Firecracker Ban)।
বেরিয়াম এবং সীসা ইত্যাদি থেকে মুক্ত শুধুমাত্র “সবুজ ক্র্যাকার” এই রাজ্যে অনুমোদিত। এই ধরনের গ্রিন বাজি শুধুমাত্র দীপাবলি (৩১ অক্টোবর), ১৫ নভেম্বর গুরুপরব, বড়দিনের আগের দিন এবং নববর্ষের প্রাক্কালে নির্ধারিত সময়ে ব্যবহার করার অনুমতি দেওয়া হবে বলে জানা গিয়েছে।
মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ (Diwali 2024 Firecracker Ban)
মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ একই আইন প্রণয়ন করেছে যা পুরানো বাজির বিক্রি এবং ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে। শুধুমাত্র “গ্রিন” সার্টিফায়েড বাজি এই আইনে অনুমোদিত। অন্যান্য রাজ্য থেকে চোরাচালান শুরু হওয়ার কারণে এই আইনের বাস্তবায়ন এখনও একটি বড় সমস্যা এই সব রাজ্যে। চোরাচালানের মাধ্যমে এখনও পুজোর দিনে পুরানো বাজি ব্যবহার করা হচ্ছে।
আরও পড়ুন: Diwali 2024 Bank Holiday: টানা বন্ধ থাকবে ব্যাংক! দ্রুত সেরে ফেলুন বাকি থাকা কাজ
পঞ্জাব
পঞ্জাবে আতশবাজির উপর নিষেধাজ্ঞা ও অন্যান্য নিয়ম রয়েছে। নির্দিষ্ট কিছু উৎসব এবং সময়েই শুধুমাত্র সবুজ বাজি ফাটানো সম্ভব। দীপাবলির রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত। গুরুপরবে সকাল ৪টে থেকে ৫টা এবং ৯টা থেকে ১০টা পর্যন্ত এবং বড়দিনের আগের দিন এবং নববর্ষের আগের দিন ১১.৫৫ থেকে ১২.৩০ মিনিটের মধ্যে শুধুমাত্র গ্রিন বাজি ফাটানো সম্ভব।
আরও পড়ুন: Diwali 2024 Date: এসে গেল এই বছরের দীপাবলি! জেনে নিন কবে পালন হবে আলোর উৎসব
হরিয়ানা
বাজির বিধিনিষেধ রয়েছে এই রাজ্যেও। দীপাবলির রাতে গ্রিন বাজি ছাড়া হরিয়ানার গুরুগ্রামে অন্য বাজি ফাটানোর বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। দীপাবলি, গুরুপরব এবং বড়দিনের সময় নির্ধারিত সময়ের মধ্যেই কেবল গ্রিন বাজির অনুমতি দেওয়া হবে বলে জানা গিয়েছে।
তামিলনাড়ু
শব্দ এবং দূষণের মাত্রা নিয়ন্ত্রণের জন্য, দীপাবলির সময় তামিলনাড়ু সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। সকাল ৬টা থেকে সকাল ৭টা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে আতশবাজি ফাটানো যাবে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জনসাধারণকে নিরাপদ বাজি ফাটানোর বিষয়ে জানাবে।