ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চুল কমে যাওয়া বা টাক পড়া আজকাল (DNA Sugar Gel) কেবল বয়সের নয়, একেবারে তরুণ বয়সেও এই সমস্যা দেখা দিচ্ছে। বংশগত কারণ হোক বা হরমোনজনিত, একবার টাক পড়া শুরু হলে তা আটকানো বেশ কঠিন। বিশেষত, পুরুষদের ক্ষেত্রে মাথার মাঝখান বা কপালের দু’ধারে চুল পড়তে পড়তে এক সময় পুরো মাথায়ই টাক পড়ে যায়। চিকিৎসা বিজ্ঞানে এই সমস্যাকে বলা হয় ‘অ্যালোপেশিয়া’। এর একাধিক ধরন রয়েছে যেমন, ‘অ্যালোপেশিয়া অ্যারিয়েটা’ (যেটি অটোইমিউন কারণে হয়) এবং ‘অ্যালোপেশিয়া অ্যান্ড্রোজেনেটিকা’, যা হরমোনের কারণে বিশেষ করে পুরুষদের মধ্যে দেখা যায়।
‘ডিএনএ সুগার জেল’ (DNA Sugar Gel)
বাজারে এই সমস্যার নানা ওষুধ থাকলেও, সব ওষুধ সবার ক্ষেত্রে কার্যকর (DNA Sugar Gel) নয়। আবার চুল প্রতিস্থাপন (হেয়ার ট্রান্সপ্লান্ট) অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণও হতে পারে। ফলে এমন এক থেরাপির খোঁজ ছিল যা সাশ্রয়ী, নিরাপদ এবং কার্যকর। এই আবশ্যকতার মধ্যে আশার আলো দেখাচ্ছে একটি নতুন আবিষ্কার। সম্প্রতি ইংল্যান্ডের শেফিল্ড বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তানের কমস্যাট ইউনিভার্সিটির গবেষকেরা একসঙ্গে তৈরি করেছেন ‘ডিএনএ সুগার জেল’ নামক একটি জেল, যা টাকের জায়গায় নতুন চুল গজাতে সাহায্য করবে।
শরীরের কোষে প্রাকৃতিক ভাবেই উপস্থিত (DNA Sugar Gel)
এই জেলের মূল উপাদান হলো ‘ডিঅক্সিরাইবোজ়’ ডিএনএ-র একটি মৌলিক শর্করা, যা শরীরের কোষে (DNA Sugar Gel) প্রাকৃতিক ভাবেই উপস্থিত। গবেষকেরা জানাচ্ছেন, এই শর্করা দিয়ে তৈরি জেল চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়ায় এবং কোষগুলিকে এমনভাবে উদ্দীপিত করে, যাতে চুল পড়া বন্ধ হয়ে নতুন করে চুল গজাতে শুরু করে।

কোনও কৃত্রিম রাসায়নিক নেই
গবেষক শেইলা ম্যাকনিলের মতে, এই জেলে কোনও কৃত্রিম রাসায়নিক নেই, ফলে পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কাও নেই বললেই চলে। মিনোক্সিডিলের মতো প্রচলিত চুল গজানোর ওষুধের তুলনায় এটি বেশি কার্যকর বলে দাবি তাঁদের। ইঁদুরের উপর পরীক্ষা করে ইতিমধ্যেই চুল গজানোর চমকপ্রদ ফল মিলেছে। বর্তমানে মানুষের উপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে।
আরও পড়ুন: Illegal Call Center: অবৈধ কল সেন্টারে ডিডি ও সাইবার পুলিশের হানা, গ্রেফতার ১৮
এই নতুন থেরাপি যদি সফল হয়, তবে ভবিষ্যতে টাক ঢাকতে আর পরচুলার প্রয়োজন পড়বে না। বরং নিজস্ব চুলই আবার গজাবে, তাও কোনও কষ্টকর প্রক্রিয়া ছাড়াই। গবেষকেরা আশাবাদী, অদূর ভবিষ্যতেই এটি সাধারণ মানুষের হাতের নাগালে আসবে।