ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিলীপ ঘোষের (Dolon Roy) বিয়ে প্রসঙ্গে যখন সোশ্যাল মিডিয়া জুড়ে নানা আলোচনা সমালোচনা, ঠিক সেই সময় অনেকেই দোলন রায় (Dolon Roy) আর দীপঙ্কর দে’র (Deepankar De) জীবনকে টেনে তীর্যক মন্তব্য করছেন। বিষয়টা একেবারেই বরদাস্ত করলেন না অভিনেত্রী। পাল্টা জবাব দিলেন সোশ্যাল মিডিয়ায়।
দাম্পত্য সম্পর্ক নিয়ে কদর্য আলোচনা! (Dolon Roy)
শুধুমাত্র দিলীপ ঘোষ নন, এর আগেও বহু টলিউড অভিনেতাদের বিয়ের ফুল (Dolon Roy) ফুটেছিল ৬০ পেরিয়ে। সেই তালিকায় রয়েছেন চন্দন সেন, দীপঙ্কর দে থেকে শুরু করে রবি ঘোষ। অভিনেতা দীপঙ্কর দে প্রথম স্ত্রীর থেকে আলাদা হয়েছিলেন। কিন্তু বহুদিন ডিভোর্স পাচ্ছিলেন না। দোলন রায়ের সঙ্গে প্রায় ২৭ বছর লিভ ইন সম্পর্কে ছিলেন তিনি । তারপর রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে হয় তাঁদের। বিয়ের পরের দিন অসুস্থ হয়েছিলেন অভিনেতা। যার কারণে তীব্র ট্রোলের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। এমনকি কদর্য আলোচনা হয়েছে তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে। যদিও সমালোচনাকে দীপঙ্কর কিংবা দোলন কোনও দিনও পাত্তাই দেননি। তাঁরা বাঁচেন নিজেদের শর্তে। সমালোচনাকে দূরে সরিয়ে দীপঙ্কর-দোলনের এখন সুখের সংসার।
নতুন দম্পতির মুহূর্ত বিষিয়ে না দেওয়ার অনুরোধ (Dolon Roy)
সম্প্রতি দিলীপ ঘোষ বিয়ে করতেই সোশ্যাল মিডিয়া জুড়ে একদল নিন্দুক নানান ধরনের (Dolon Roy) মন্তব্য করছেন। কটু কথা বলছেন। আবার কেউ বা সমালোচনা করছেন। এ বিষয়ে এবার মুখ খুললেন দোলন রায় নিজেই। ফেসবুকে তাঁর এবং দীপঙ্করের হাসিমুখের একটি ছবি পোস্ট করে লেখেন, “দয়া করে কুৎসিত মন্তব্য করে নতুন দম্পতির মুহূর্তটা বিষিয়ে দেবেন না। যেমনটা আমাকে করেছিলেন। প্লিজ আর নয়। রাজনীতি বা প্রফেশন আলাদা। পার্সোনাল লাইফ আলাদা। নিজে ভালো থাকুন। সবাইকে ভালো থাকার সুযোগ দিন।”
দোলনের প্রতিবাদ
যখন চারিদিকে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে এত আলোচনা চলছে, তখনও কিছু মানুষ দোলন রায়ের প্রসঙ্গ টেনে এনেছে। এ বিষয়টা অভিনেত্রী একেবারেই পছন্দ করেননি। আরেকটি পোস্টে বলেন, ” “দিলীপ বাবু বিয়ে করছেন ভালো কথা। তাতেও মিডিয়া আমাদের দুজনকে কেন টানছে বুঝতে পারছি না? সবাই ভালো থাকুন। এটাই আমার মহাদেবের কাছে প্রার্থনা।”
আরও পড়ুন: Murshidabad Unrest: রাজ্যপালের সফরের আগে উত্তপ্ত ধুলিয়ান, প্রশাসনিক তৎপরতা ঘিরে রাজনৈতিক চাপানউতোর!
সহমত অনুরাগীরা
দোলনের পোস্টের সাথে সহমত বহু অনুরাগী। এক অনুরাগীর বক্তব্য, ” খুব সুন্দর কাপল। খুব ভালো থেকো। আনন্দে থেকো। কুৎসিত কমেন্ট এড়িয়ে চলো। হিংসুটে লোকজন হিংসেতে করে” । আরেক অনুরাগী বললেন, ” সহমত, একদম ঠিক। মানুষের ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়াটা একটা অভ্যাসে পরিণত হয়েছে।” এক অনুরাগী লেখেন, ” সত্যিই তাই, ব্যক্তিগত জীবন নিয়ে কেন যে মানুষের এত কথা? ভালোবাসার জয় হোক। ভালো থেকো দুজনে। সপ্তপদী দেখলাম। দারুণ ভাবে দর্শককে ভরিয়ে দিয়েছ।”

কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী
বর্তমানে দোলন রায়কে দেখা যাচ্ছে থিয়েটারে ‘সপ্তপদী’ নাটকে। এছাড়াও একই মঞ্চে রয়েছেন টলিউডের পায়েল সরকার। আইপিএল শেষ হলে হয়ত দোলন রায়কে পুনরায় ছোটপর্দায় দেখা যাবে। ট্রাইব টিভির সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তিনি।