ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আভাস আগেই পাওয়া গিয়েছিল।এবার তা সত্যিই হল। ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপালো আমেরিকা(Indian exports)। বুধবার বিকেলে (ভারতীয় সময় অনুসারে) এই শুল্কহার ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ অগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। কেন ভারতের উপর এই শুল্ক চাপানো হল, সেই ব্যাখ্যাও দিয়েছেন ট্রাম্প।
ভারতের উপর শুল্ক আরোপ (Indian exports)
ভারতীয় সময় অনুসারে বুধবার বিকেল ৫টা ৩৯মিনিটে সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এর পাতায় ভারতের উপর শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প(Indian exports)। সেখানে ভারতকে ‘বন্ধুরাষ্ট্র’ হিসাবে ব্যাখ্যা করেছেন তিনি। তবে রাশিয়া এবং চিনের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ট্রাম্পের দাবি, মার্কিন পণ্যের উপর ভারতীয় বাজারে চড়া হারে শুল্ক নেওয়া হয়। সেই কারণে আমেরিকার বাজারে ভারতীয় পণ্য আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক নেওয়া হবে।ট্রাম্প বলেন, ‘মনে রাখতে হবে, ভারত আমাদের বন্ধু হলেও আমরা ওদের সঙ্গে তুলনামূলকভাবে কম ব্যবসা করে আসছি। কারণ ওদের শুল্কের হার খুবই বেশি। বিশ্বের অন্যতম সর্বাধিকও বটে। বিশ্বের যে কোনও দেশের নিরিখে ওদের অ-আর্থিক বাণিজ্যের বাধা সবথেকে কঠিন এবং বিরক্তিকর।’

ভারতের উপর জরিমানা (Indian exports)
ওই শুল্কের পাশাপাশি ভারতের উপর একটি জরিমানা চাপানো হবে বলেও জানিয়েছেন ট্রাম্প(Indian exports)। যদিও কী সেই জরিমানা, তা সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট ভাবে উল্লেখ করেননি আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্প আরও অভিযোগ করেছেন, “ভারত বরাবরই রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম কিনে এসেছে। চিনের থেকেও কেনে। যখন সকলে চাইছে রাশিয়া ইউক্রেনে হত্যালীলা বন্ধ করুক, তখন ভারত ও চিন মিলে সবচেয়ে বেশি রাশিয়ান জ্বালানি আমদানি করছে। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। তাই ভারত ২৫ শতাংশ শুল্ক দেবে এবং উল্লেখিত বিষয়গুলির জন্য একটি জরিমানাও নেওয়া হবে ১ অগস্ট থেকে।” যদিও কী সেই জরিমানা, তা স্পষ্ট ভাবে উল্লেখ করেননি তিনি।
আমেরিকার সতর্কতা (Indian exports)
ঘটনাচক্রে, সপ্তাহ দুয়েক আগেই রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলিকে সতর্ক করে দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Indian exports)। কিভের সঙ্গে যুদ্ধ থামানোর জন্য মস্কোকে ৫০ দিন সময় দিয়েছিলেন তিনি। এর মধ্যে রাশিয়া হামলা বন্ধ না করলে মস্কোর বাণিজ্যিক বন্ধুদের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেন তিনি। দু’দিন আগে আবার ট্রাম্প জানান, যুদ্ধ থামানোর জন্য তিনি ১০-১২ দিন সময় দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। তারমধ্যেই ভারতের উপর বড় শুল্ক আরোপের ঘোষণা করলেন ট্রাম্প।

আরও পড়ুন-ISRO-NASA: মহাকাশ গবেষণায় ইতিহাস! ইসরো-নাসার যুগান্তকারী ‘নিসার’ উড়ে গেল
ভারত-আমেরিকা সম্পর্ক (Indian exports)
মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের ফলে দুই দেশের বাণিজ্য সম্পর্কে নতুন টানাপড়েন শুরু হতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল(Indian exports)। যদিও হোয়াইট হাউস বা মার্কিন বাণিজ্য দফতরের পক্ষ থেকে এখনও এই ঘোষণার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। অন্যদিকে, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি চূড়ান্ত রূপ পাওয়ার সম্ভাবনা আপাতত নেই। এখনও পর্যন্ত দু’দেশের মধ্যে পাঁচ দফায় আলোচনা হয়েছে। আরও আলোচনা হবে। চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগে একটি অন্তর্বর্তী সমঝোতা সেরে নিতে চাইছিল ভারত। আগামী মাসেই মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলের ভারতে আসার কথা। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ অনুসারে, আলোচনা যে ভাবে এগোচ্ছে, তাতে অন্তর্বর্তী চুক্তি খুব তাড়াতাড়ি সম্পন্ন হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।
