ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে হোয়াইট হাউসে আয়োজিত এক মধ্যাহ্নভোজে সাংবাদিকদের সামনে একাধিক আন্তর্জাতিক ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ভারত-পাকিস্তান উত্তেজনা থেকে শুরু করে ইরান, ইউক্রেন এবং হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি—প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি।
ভারত-পাকিস্তান যুদ্ধ আটকানোর দাবি (Donald Trump)
ট্রাম্প ফের দাবি করলেন, গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ তিনি বন্ধ করেছেন(Donald Trump)। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরাই ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি। তারা তখন প্রায় পারমাণবিক যুদ্ধের মুখে ছিল। আমি তখন জানিয়ে দিয়েছিলাম, যদি তারা যুদ্ধ করে, তাহলে আমরা কারও সঙ্গেই বাণিজ্য করব না। আমাদের হস্তক্ষেপেই ব্যাপারটা থেমে যায়।”
ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত (Donald Trump)
ট্রাম্প ইঙ্গিত দেন, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি শীঘ্রই হতে চলেছে(Donald Trump)। তিনি বলেন, “আমরা যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি করেছি, চীনের সঙ্গেও করেছি। ভারতের সঙ্গেও চুক্তি প্রায় হয়ে গেছে।” তিনি আরও জানান, ১৪টি দেশকে চিঠি পাঠিয়ে আমেরিকায় রপ্তানি পণ্যে কত শতাংশ শুল্ক দিতে হবে তা জানিয়ে দেওয়া হয়েছে। তবে তিনি বলেন, “এগুলো একদম চূড়ান্ত নয়। যদি কোনও দেশ বিশেষভাবে কিছু বলতে চায়, তাহলে আলোচনা হতে পারে।”
ইরান নিয়ে আশাবাদী ট্রাম্প (Donald Trump)
ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমি চাই না যুদ্ধ হোক। ওরা আমাদের সঙ্গে কথা বলতে চায়। ওরা এখন অনেকটা বদলে গেছে।” তিনি আরও বলেন, “যদি সময় ঠিক থাকে, তাহলে আমি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারি। আমি চাই ওরা শান্তিপূর্ণভাবে গড়ে উঠুক, ‘আমেরিকার মৃত্যু’, ‘ইজরায়েলের মৃত্যু’ বলাটা বন্ধ করুক।”

হামাসের সঙ্গে যুদ্ধবিরতির ইচ্ছা প্রকাশ (Donald Trump)
ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনার প্রসঙ্গে ট্রাম্প বলেন, “হামাস চায় যুদ্ধবিরতি হোক। ওরা আমাদের সঙ্গে দেখা করতে চায়। আমি মনে করি যুদ্ধবিরতির দিকে এগোনো উচিত।” এই মন্তব্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে আমেরিকার ভূমিকা নিয়ে নতুন দিক উন্মোচন করেছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে হতাশা (Donald Trump)
ট্রাম্প বলেন, “আমরা ইউক্রেনকে আরও অস্ত্র পাঠাব। ওদের আত্মরক্ষা করতে হবে। প্রচুর মানুষ মারা যাচ্ছে।” রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “আমি হতাশ, পুতিন এখনও হামলা বন্ধ করছেন না। আমি এতে খুশি নই।”
এই মধ্যাহ্নভোজে ট্রাম্পের বক্তব্য প্রমাণ করে, তাঁর নেতৃত্বে মার্কিন কূটনীতি আগামী দিনে আরও সরব এবং হস্তক্ষেপমূলক হতে চলেছে। ভারত, ইরান, ইউক্রেন কিংবা ইজরায়েল-গাজা—সব ক্ষেত্রেই নিজের দাপুটে ভূমিকা দেখাতে চান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।