ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে তাঁর নাম জড়িয়ে একটি প্রতিবেদন প্রকাশ করায় মার্কিন সংবাদপত্র ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর বিরুদ্ধে ১,০০০ কোটি ডলারের মানহানির মামলা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় ৮৬ হাজার কোটি টাকা। ট্রাম্পের অভিযোগ, সংবাদপত্রটি ইচ্ছাকৃতভাবে তাঁর নাম জড়িয়ে ‘অপপ্রচার এবং মিথ্যা কাহিনি’ ছড়িয়েছে, যা তাঁর সম্মান নষ্ট করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের মালিক রুপার্ট মার্ডক এবং সংস্থার কর্ণধার ডো জোনস— দু’জনের বিরুদ্ধেই এই মামলা করা হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন কী বলছে? (Donald Trump)
বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়—
- ২০০৩ সালে এপস্টিনের ৫০তম জন্মদিনে ট্রাম্প নাকি তাঁকে একটি টাইপরাইটারে লেখা চিঠি পাঠিয়েছিলেন।
- সেই চিঠিতে নাকি ট্রাম্প একজন নগ্ন মহিলার স্কেচ এঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন।
- শুভেচ্ছাবার্তায় লেখা ছিল— “শুভ জন্মদিন। তোমার প্রতিটি দিন যেন ভিন্ন অথচ দুর্দান্তভাবে গোপন হয়ে ওঠে।”
- চিঠির নীচে “ডোনাল্ড” লিখে স্বাক্ষর করেছিলেন ট্রাম্প।
ট্রাম্পের প্রতিক্রিয়া (Donald Trump)
প্রতিবেদন প্রকাশের আগেই ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প(Donald Trump) বলেন, “আমি জীবনে কখনও ছবি আঁকিনি। মেয়েদের ছবি তো কখনও আঁকিইনি। এগুলো আমার ভাষা বা লেখা নয়। পুরো ব্যাপারটাই ভুয়ো।”
প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ট্রাম্প বলেন,“এটি একটি নোংরা রাজনৈতিক ষড়যন্ত্র। আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। আমি আইনের সাহায্যে এর বিরুদ্ধে লড়াই করব।”

ওয়াল স্ট্রিট জার্নালের অবস্থান (Donald Trump)
ওয়াল স্ট্রিট জার্নালের কর্ণধার ডো জোনস সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছেন—“আমাদের প্রতিবেদনের সত্যতা নিয়ে কোনও সন্দেহ নেই(Donald Trump)। আমরা সব তথ্য যাচাই করেই রিপোর্ট করেছি। ট্রাম্পের মামলার বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে আইনি লড়াই লড়ব।”সংবাদমাধ্যমটির দাবি, চিঠির কপি এবং সংশ্লিষ্ট প্রমাণ তাঁদের হাতে রয়েছে।
আরও পড়ুন: Israel Hamas Conflict : গাজায় ইজরায়েলের ধ্বংসযজ্ঞ! আন্তর্জাতিক মহলে যুদ্ধাপরাধের অভিযোগ
জেফ্রি এপস্টিনের বিতর্কিত অতীত (Donald Trump)
এপস্টিন ছিলেন এক কুখ্যাত আর্থিক পরামর্শদাতা এবং যৌন অপরাধী।
- ২০১৯ সালে কারাগারে বন্দি অবস্থায় তাঁর রহস্যমৃত্যু হয়।
- তিনি বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন। হিলারি ক্লিন্টন থেকে ব্রিটিশ রাজপরিবারের সদস্য, এমনকি হলিউডের তারকাদের সঙ্গেও তাঁর সম্পর্কের অভিযোগ উঠেছিল।
- এপস্টিনের নাম জড়ালেই মার্কিন রাজনীতি ও প্রশাসনের শীর্ষ ব্যক্তিত্বদের দিকে আঙুল ওঠে।

মার্কিন রাজনীতিতে প্রভাব (Donald Trump)
এই মামলা মার্কিন নির্বাচনী রাজনীতিতেও চাঞ্চল্য তৈরি করেছে(Donald Trump)। বিশেষজ্ঞদের মতে—
- ট্রাম্প আগামী প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম শক্তিশালী প্রার্থী।
- তাঁর বিরুদ্ধে এ ধরনের কেলেঙ্কারির অভিযোগ ছড়ালে ভোটারদের একাংশ প্রভাবিত হতে পারেন।
- ওয়াল স্ট্রিট জার্নাল দীর্ঘদিন ধরেই ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত। তাই এই মামলা রাজনৈতিকভাবে “প্রতিহিংসার লড়াই” বলেও অনেকে ব্যাখ্যা করছেন।
মানহানি মামলার অঙ্ক কতটা বড়? (Donald Trump)
ট্রাম্প যে অঙ্কে মামলা করেছেন, তা অভূতপূর্ব। ১,০০০ কোটি লার (৮৬,০০০ কোটি টাকা)— এই পরিমাণ ক্ষতিপূরণের মামলা মার্কিন ইতিহাসে অন্যতম বড়। বিশেষজ্ঞদের মতে, যদি আদালত প্রাথমিক তদন্তেই প্রমাণের ভিত্তি খুঁজে পায়, তবে এটি মার্কিন গণমাধ্যমের জন্য বড়সড় আইনি লড়াইয়ে পরিণত হবে।
এগিয়ে কী হতে পারে? (Donald Trump)
- মার্কিন আদালত প্রথমে দেখবে, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের সত্যতা প্রমাণের জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে কি না।
- যদি প্রমাণ অপ্রতুল হয়, তবে সংবাদপত্রটি বিশাল ক্ষতিপূরণের বোঝা বইতে পারে।
- অন্যদিকে, যদি প্রমাণ যথেষ্ট শক্তিশালী হয়, তবে ট্রাম্পের দাবি খারিজ হতে পারে।