Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে না (Donald Trump) পেরে আন্তর্জাতিক কূটনীতির মাঠে চাপের কৌশল নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই চাপের লক্ষ্য এবার ভারত। রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে চেয়ে ভারতের উপর আমদানি শুল্ক বাড়িয়ে মোট ৫০ শতাংশে নিয়ে গেছেন ট্রাম্প। তবুও নয়াদিল্লি তার অবস্থানে অনড়, বরং এই পরিস্থিতিকে ঘুরিয়ে নিজের পক্ষে কাজে লাগিয়ে নিয়েছে ভারত।
কেন এত চাপ দিচ্ছে আমেরিকা? (Donald Trump)
যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য-রাশিয়ার অর্থনৈতিক শক্তিকে দুর্বল করা (Donald Trump)। যুদ্ধ অব্যাহত রাখার পেছনে আর্থিক জোগান বন্ধ করতেই রাশিয়ার তেল বিক্রি কমানো গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই ভারতকে টার্গেট করছে ওয়াশিংটন। তবে ভারতের অবস্থান পরিষ্কার-তারা বাজারের স্বার্থে এবং নিজেদের অর্থনৈতিক লাভের জন্য যে কোনও দেশের সঙ্গে বাণিজ্য করতে পারে।
আরও পড়ুন: Mutual Fund: দীর্ঘমেয়াদে চমকপ্রদ রিটার্ন! কোন মিউচুয়াল ফান্ড ভালো?
ভারতীয় তেল কোম্পানিগুলির লাভ (Donald Trump)
সস্তায় রাশিয়া থেকে তেল আমদানি করে সেটি রিফাইন করে আন্তর্জাতিক (Donald Trump) বাজারে রপ্তানি করছে ভারত। বিশেষত ইউরোপে ভারতের ডিজেল রপ্তানিতে যে হারে বৃদ্ধি ঘটেছে, তা চোখে পড়ার মতো। শুধুমাত্র অগাস্ট মাসেই ইউরোপে ডিজেল রপ্তানি মাসিক ভিত্তিতে ৭৩% ও বার্ষিক ভিত্তিতে ১২৪% বৃদ্ধি পেয়েছে। অন্য এক পরিসংখ্যান বলছে, একই মাসে ইউরোপে প্রতিদিন ২.২৮ লক্ষ ব্যারেল ডিজেল রপ্তানি করেছে ভারত, যা জুলাইয়ের তুলনায় ৩৬% বেশি। এই সাফল্যের ফলে শুধুমাত্র অগাস্টেই ভারতের ডিজেল রপ্তানি ১৩৭ শতাংশ বেড়েছে। যদিও ইউরোপীয় ইউনিয়নের বিধিনিষেধের কারণে ২০২৬ সালের পর এই পথ বন্ধ হয়ে যেতে পারে, তবুও এখনই ভারত বিপুল লাভ তুলছে।
পশ্চিমের ক্ষোভ, ভারতের জবাব
আমেরিকা এবং পশ্চিমি শক্তিগুলোর অভিযোগ-ভারত সস্তায় রাশিয়ার কাছ থেকে তেল কিনে সেটি প্রক্রিয়াজাত করে তাদের কাছেই বিক্রি করছে, যার ফলে রাশিয়ার রাজস্ব প্রবাহ অব্যাহত রয়েছে। অর্থাৎ, ঘুরপথে হলেও ভারত রাশিয়াকে আর্থিক সাহায্য করছে। তবে ভারতের বক্তব্য স্পষ্ট-যে দেশ তাদের থেকে তেল কিনতে না চায়, তারা বিকল্প খুঁজে নিতে পারে। ভারত কোনও নিয়ম লঙ্ঘন করছে না।
আরও পড়ুন: Mutual Fund: দীর্ঘমেয়াদে চমকপ্রদ রিটার্ন! কোন মিউচুয়াল ফান্ড ভালো?
কূটনৈতিক চাপেও নীতিতে অনড় নয়াদিল্লি
সার্বভৌম অর্থনৈতিক নীতির প্রশ্নে ভারত এখন কোনও ধরনের আন্তর্জাতিক চাপ মানতে প্রস্তুত নয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কের হুমকি কিংবা সমালোচনাও নয়াদিল্লিকে দমাতে পারেনি। বরং এটাই প্রমাণ করল-সাশ্রয়ী বাণিজ্য কৌশল ও দৃঢ় অবস্থান থাকলে, বিশ্বমঞ্চেও বাজিমাত করা যায়।