ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উত্তাল ট্রাম্প বনাম মাস্ক বাগ্যুদ্ধের নাটকে দেখা দিল নতুন মোড়(Donald Trump On Musk)। বুধবার গভীর রাতে ইলন মাস্কের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পোস্টকে স্বাগত জানালেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘নিউ ইয়র্ক পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “খুবই ভাল যে তিনি (মাস্ক) এটা করেছেন।” এই সংক্ষিপ্ত মন্তব্য ঘিরেই জল্পনা—তবে কি মাটির তলায় চাপা পড়ে থাকা পুরনো বন্ধুত্ব ফের মাথা তুলতে চলেছে?
ক্ষমা চেয়ে শান্তির বার্তা (Donald Trump On Musk)
বুধবার গভীর রাতে নিজের এক্স হ্যান্ডলে মাস্ক (Elon Musk) লেখেন— “ট্রাম্পকে নিয়ে করা কিছু পোস্টের জন্য অনুতপ্ত! বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছিল(Donald Trump On Musk)।”এই বার্তায় ইঙ্গিত স্পষ্ট—টেসলা-কর্তা ইলন মাস্ক সম্প্রতি যেসব আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন, তা নিয়ে তিনি নিজেই অস্বস্তিতে ছিলেন।
‘সুন্দর বিল’ থেকে শুরু সংঘাত (Donald Trump On Musk)
ট্রাম্প ও মাস্কের এই টানাপোড়েনের শুরু হয় ‘সুন্দর বিল’ নামে পরিচিত একটি বিতর্কিত প্রস্তাবকে ঘিরে(Donald Trump On Musk)। ওই বিলকে কেন্দ্র করে নীতিগতভাবে দুই তারকা ব্যক্তিত্বের মধ্যে দূরত্ব তৈরি হয়। যে মাস্ককে কয়েক মাস আগেও হোয়াইট হাউসে বিশেষ গুরুত্ব দিয়ে দফতর তৈরি করে দেওয়া হয়েছিল, সেই তিনিই হয়ে ওঠেন ট্রাম্প সরকারের অন্যতম সমালোচক। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছয় যে ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা করেন, “মাস্কের সঙ্গে আমার সব সম্পর্ক শেষ!” মাস্কও থেমে থাকেননি। ট্রাম্পের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক দাবি ছুড়েছেন তিনি— এমনকি প্রেসিডেন্টের নাম যৌন অপরাধী জেফ্রি এপস্টিন-এর নথিতে আছে বলেও অভিযোগ তোলেন। যদিও পরে সেই পোস্ট মুছে দেন মাস্ক।

রাজনৈতিক ও আর্থিক চাপে মাস্ক? (Donald Trump On Musk)
রাজনৈতিক মহলে এখন প্রশ্ন—এই ক্ষমা চাওয়ার নেপথ্যে কি মাস্কের বাস্তববাদী কৌশল? কারণ, ট্রাম্পের সঙ্গে সংঘাতে জড়াতেই টেসলার শেয়ারে পতন দেখা দেয়। ব্যবসায়িক চাপ, রাজনৈতিক বিভাজন এবং পাবলিক ইমেজ রক্ষার প্রয়োজনে কি মাস্ক সুর নরম করলেন?

তির ছুঁয়ে শান্তির হাত (Donald Trump On Musk)
ট্রাম্প যদিও তাঁর প্রতিক্রিয়ায় সাবলীল এবং কূটনৈতিক ভঙ্গিতে বলেন, “বন্ধু মাস্ক নানা কটু কথা বললেও, আমি তা নিয়ে খুব খারাপ লাগায় ভুগিনি। আমি তাঁকে দোষ দিতে চাই না(Donald Trump On Musk)।” একই সঙ্গে তিনি স্বীকারও করেন, মাস্কের আচরণে তিনি কিছুটা বিরক্ত হয়েছিলেন। তবে তাঁর সাম্প্রতিক পোস্টকে ইতিবাচক বলেই চিহ্নিত করেছেন তিনি।
কি তবে বরফ গলছে? (Donald Trump On Musk)
ট্রাম্প-মাস্ক সম্পর্ক নতুন করে জোড়া লাগবে কি না, এখন সেটাই প্রশ্ন(Donald Trump On Musk)। তবে একথা পরিষ্কার—ক্ষমা চাওয়ার পর ট্রাম্পের নরম প্রতিক্রিয়া তাঁদের সম্পর্কের ভবিষ্যতের সম্ভাবনা জিইয়ে রাখল। এই দুই বিতর্কিত কিন্তু প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে ফের সমঝোতা গড়ে উঠলে তা কেবল রাজনৈতিক মহলেই নয়, প্রভাব ফেলতে পারে মার্কিন প্রযুক্তি ও বাণিজ্য জগতেও। সবচেয়ে বড় কথা, এখন বিশ্ব অপেক্ষা করছে পরবর্তী ‘মাস্ক পোস্ট’ বা ‘ট্রাম্প বার্তা’-র জন্য।