ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আমেরিকার নির্বাচনের আগেই ঢালাও প্রতিশ্রুতি দিয়েছিলেন আমেরিকার জনগনকে। যার মধ্যে ছিল ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সমাপ্ত করে বিশ্বে শান্তি ফিরিয়ে আনা ও আমেরিকায় বিদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ কমানো এবং বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে বের করে দেওয়ার মতো একাধিক প্রতিশ্রুতি।
সিদ্ধান্তে অনড় ট্রাম্প (Donald Trump)
আর নির্বাচনে জয়ের পরেই নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সেই সিদ্ধান্তে অনড় রইলেন। তিনি এখনও আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নিজের দায়িত্বভার গ্রহণ করেননি। আগামী বছরের শুরুতেই ২০ জানুয়ারি নিজের দায়িত্বভার গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। আর তার আগেই একটি বড় সিদ্ধান্ত নেওয়া কথা জানিয়ে দিলেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি আমেরিকাতে জারি করতে চলেছেন ২২৬ বছর পুরোনো একটি আইন। যে আইনের নাম, “The Alien Enemies Act of 1798″।
কী বলা আছে আইনে? (Donald Trump)
এই আইন অনুসারে আমেরিকার প্রেসিডেন্ট একটি বিশেষ জরুরী অবস্থা জারি করতে পারেন। যে জরুরী অবস্থায় আমেরিকার সেনাবাহিনীকে কাজে লাগিয়ে সার্চ অপারেশন করা হয়। যাতে আমেরিকার ভূখণ্ডে বেআইনি ভাবে থাকা বিদেশি জনগনকে খুঁজে বের করা যায়। এরপর তাদের বিনা শর্তে আমেরিকার বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এই বিশেষ ধরনের আইন জারি করা হলে আমেরিকা বিদেশি বেআইনি অনুপ্রবেশকারীদের দেশ থেকে নির্বিচারে বিতাড়িত করলেও কোনও রকম বাধা নিষেধ থাকবে না। এমনকি এই বিষয়ে কেউ আদালতেও বিচারের জন্য যেতে পারবেন না। আমেরিকার এই “The Alien Enemies Act of 1798” আইনটি ২২৬ বছর আগে তৈরি করা হয়েছিল।
আরও পড়ুন: Joe Biden: G20 সম্মেলনে নেতৃত্বের ছবি থেকে বাদ বাইডেন-ট্রুডো! কেন?
আগেও জারি হয়েছে আইন (Donald Trump)
আমেরিকার ভূখণ্ডে বিদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা কমানোর জন্য এই বিশেষ আইন আগেও জারি করা হয়েছে। এই আইনটি শেষবার গোটা আমেরিকাতে জারি করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আমেরিকার শত্রুপক্ষ “অক্ষশক্তি” দেশ গুলোর যেসব নাগরিক আমেরিকাতে ছিল তাদের নির্বিচারে বের করে দেওয়া হয়েছিল আমেরিকার ভূখণ্ড থেকে। মূলত ইতালি, জার্মানি ও জাপানি কিংডমের নাগরিকদের আমেরিকা থেকে বের করা হয়েছিল “The Alien Enemies Act of 1798” এই আইনের মাধ্যমে।
এরপরে ব্যবহার হয়নি এই আইন
এরপর আর ব্যবহার করা হয়নি এই আইনটি। তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নিজের দায়িত্ব নেওয়ার পর এই পুরনো আইনটি আবারও ব্যবহার করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার মেক্সিকো সীমান্ত দিয়ে ব্যাপক অবৈধ্য অনুপ্রবেশকারীরা আমেরিকাতে চলে আসে। এবার সেই অনুপ্রবেশ রুখতেও বেশ কড়া ব্যবস্থা নিতে পারেন ডোনাল্ড ট্রাম্পের নবনির্বাচিত সরকার।