ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর সমস্ত পাকিস্তানিকে ভারত (Seema Haider) ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। এই নির্দেশিকার জেরে বিপাকে পড়েছেন ভারতে এসে সংসার পাতা সীমা হায়দার। সরকারি নীতি অনুযায়ী, ভারত ছাড়তে হবে তাঁকেও। মোদি সরকারের উদ্দেশে সীমা আর্জি করেছেন, ‘আমি পাকিস্তানের মেয়ে ছিলাম, কিন্তু এখন ভারতের পুত্রবধূ। দয়া করে আমাকে আর ওখানে ফেরত পাঠাবেন না।’ পহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তানিদের ভিসা বাতিল করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। এ দেশ ছাড়ার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের পরেই উদ্বিগ্ন সীমা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে সমাজমাধ্যমে আর্জি জানালেন।
‘আমাকে এখানে থাকতে দেওয়া হোক’ (Seema Haider)
শুক্রবার সোশাল মিডিয়ায় এক ভিডিও প্রকাশ করেছেন সীমা (Seema Haider)। যেখানে এক ব্যক্তি তাঁকে এই ইস্যুতে প্রশ্ন করেন। যার জবাবে সীমা বলেন, “আমি কোনওভাবেই পাকিস্তানে যেতে চাই না। আমি দেশের প্রধানমন্ত্রী মোদিজি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আর্জি জানাতে চাই, এখন আমি ওনাদের অধীনে। হ্যাঁ আমি পাকিস্তানের মেয়ে ছিলাম, তবে এখন ভারতের পুত্রবধূ। ফলে আমাকে এখানে থাকতে দেওয়া হোক।”
বেআইনিভাবে ভারতে চলে আসেন (Seema Haider)
পাবজি খেলতে গিয়ে একে-অপরের প্রেমে পড়েন সীমা-শচীন। এরপর ২০২৩ সালের জুনে পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে এসে শচীনের সঙ্গে বিয়ে করেন সীমা (Seema Haider)। চার সন্তানকে নিয়ে নেপাল ঘুরে বেআইনিভাবে ভারতে চলে আসেন তিনি। অবৈধভাবে ভারতে আসার অভিযোগে সীমাকে গ্রেপ্তারও করা হয়। পরে জামিন পেয়ে শচীনকে বিয়ে করেন। তবে এখনও তদন্ত চলছে সীমার বিরুদ্ধে। চলতি বছরের ১৮ মার্চ শচীনের সঙ্গে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এদিকে সন্তানদের ফিরে পেতে ভারতের আদালতে মামলা দায়ের করেছেন পাকিস্তানে সীমার স্বামী গুলাম হায়দার।
আরও পড়ুন: Pahalgam News: পহেলগামে নিহত বিতান অধিকারীর বাবা-মাকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের
বিদেশ মন্ত্রক জানিয়েছে, এখন পর্যন্ত পাকিস্তানিদের যে ভিসা দিয়েছে নয়াদিল্লি, তা ২৭ এপ্রিল থেকে বাতিল বলে ধার্য করা হবে। কিছু পাকিস্তানি মেডিক্যাল ভিসা নিয়ে এ দেশে চিকিৎসা করাতে আসেন। পাকিস্তানিদের দেওয়া সেই মেডিক্যাল ভিসা ২৯ এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে বলে জানিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক। তার পরেই ওই ভিসা বাতিল হয়ে যাবে। বিদেশ মন্ত্রকের তরফে এ-ও জানানো হয়েছে যে, ভিসা বাতিল হওয়ার আগেই ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের। এক মাত্র পাকিস্তানি হিন্দুদের দেওয়া দীর্ঘমেয়াদি ভিসা বাতিল করা হচ্ছে না।
বিয়ের পরে হিন্দু ধর্ম গ্রহণ
সীমা জানিয়েছেন যে, সচিনের সঙ্গে বিয়ের পরে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন তিনি। তাঁর আইনজীবী এপি সিংহেরও দাবি, সীমা এখন আর পাকিস্তানের নাগরিক নন। সচিনের সঙ্গে বিয়ে হয়েছে। কিছু দিন আগে এক কন্যার জন্ম দিয়েছেন। তাঁর নাম ভারতী মিনা। ভারতীয় স্বামীর সঙ্গে জুড়ে রয়েছে তাঁর নাগরিকত্ব। তাই কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা তাঁর ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবুও ভারতে থাকতে পাবেন কিনা সেই বিষয়ে চিন্তিত সীমা।