ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে মৃত্যু ১৩ জনের!

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু।

ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে মৃত্যু ১৩ জনের!

ট্রাইব টিভি ডিজিটাল: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু। বৃহস্পতিবার রাতে আচমকাই আগুন লাগার ঘটনাটি ঘটে থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের মাউন্টেন বি নাইট ক্লাবে। আগুনে ঝলসে মৃত্যু হল অন্তত ১৩ জনের। আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও অন্তত ৪০ জন।  

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভারতীয় সময় সাড়ে এগারোটা নাগাদ আচমকাই মাউন্টেন বি নাইট ক্লাবে আগুন লেগে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। তবে স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী এখনও পর্যন্ত মৃত বা আহতদের তালিকায় কোনও বিদেশি নাগরিক নেই। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যাচ্ছে, দাউদাউ করে আগুন জ্বলছে পাবে। লোকজন দৌড়াচ্ছেন এদিক-ওদিক। কয়েকজনকে আগুনে পুড়ে যাওয়া মৃতদেহ সরিয়ে নিয়ে যেতেও দেখা গিয়েছে।

চোনবুরির পুলিশ কর্নেল উত্তিপং সোমজাই বলেন, ‘রাত একটা নাগাদ আমাদের কাছে আগুন লাগার খবর আসে। দ্রুত সেখানে পৌঁছই। কী ভাবে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়। এখনও পর্যন্ত যা খবর পেয়েছি, মৃত ও আহতরা সকলেই তাইল্যান্ডের বাসিন্দা। বাইরের কেউ ছিলেন না।’ সূত্রের খবর, আগুন লাগার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অন্তত ৮০ জন। কিছু বুঝে ওঠার আগেই আগুন ভয়াবহ আকার নেয়, তবে দ্রুত সেখান থেকে সকলকে সরিয়ে আনা হয়। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।